হোম » ছবি » বিনোদন » একজন ভক্তের জন্য ‘ওম শান্ত ওম’ ছবিতে ‘শান্তিপ্রিয়া’র চরিত্রটি পেয়েছিলেন দীপিকা

একজন ভক্তের জন্য ‘ওম শান্ত ওম’ ছবিতে ‘শান্তিপ্রিয়া’র চরিত্রটি পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন!

  • Bangla Digital Desk

  • 16

    একজন ভক্তের জন্য ‘ওম শান্ত ওম’ ছবিতে ‘শান্তিপ্রিয়া’র চরিত্রটি পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন!

    • তিনি দীপিকা পাড়ুকোন । তাঁর হাসির এক চিলতে পলকে কাত হয়ে যায় পুরুষকূল । রাতের ঘুম উড়ে যায় মাখন নরম গালের ওই টোলের ভাঁজে । সেই হাসিতেই তিনি জয় করেছেন আসমুদ্র হিমাচল ।

    MORE
    GALLERIES

  • 26

    একজন ভক্তের জন্য ‘ওম শান্ত ওম’ ছবিতে ‘শান্তিপ্রিয়া’র চরিত্রটি পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন!

    • কোটি কোটি ভক্তের স্বপ্নের নায়িকা হয়ে উঠেছেন তিনি । তাঁর মতো সুন্দরী ইন্ডাস্ট্রিতে আর ক’জন আছেন? শুধু সৌন্দর্য্য নয়, তুখড় অভিনয়, নজরকাড়া ফ্যাশন আর মন ছুঁয়ে যাওয়া মিষ্টি ব্যবহারে তিনি সবসময়ই সিনেপ্রেমীদের মনজুড়ে রয়েছেন ৷ নম্র, মিষ্টি ব্যবহারে যিনি গলাতে পারেন অটল হিমালয়কেও ।

    MORE
    GALLERIES

  • 36

    একজন ভক্তের জন্য ‘ওম শান্ত ওম’ ছবিতে ‘শান্তিপ্রিয়া’র চরিত্রটি পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন!

    • কিন্তু একদিনে এই জায়গাটায় পৌঁছননি দীপস । অনেক লড়াই আর কঠোর পরিশ্রম করতে হয়েছে তাঁর জন্য । দীপিকার প্রথম বড় পর্দার জার্নি শুরু হয়েছিল ফারহা খানের ‘ওম শান্তি ওম’-এর হাত ধরে । শাহরুখের বিপরীতে আনকোরা নায়িকা হয়েও কাঁপিয়ে দিয়েছিলেন দীপিকা । কিন্তু জানেন কী, কীভাবে এই কাজটি পেয়েছিলেন তিনি ।

    MORE
    GALLERIES

  • 46

    একজন ভক্তের জন্য ‘ওম শান্ত ওম’ ছবিতে ‘শান্তিপ্রিয়া’র চরিত্রটি পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন!

    • সে সময় সবে মুম্বই এসেছেন দীপিকা । চোখে একরাশ স্বপ্ন মাখা । সদ্যই শুরু করেছেন মডেলিং । সে সময়ই দীপিকার পরিশ্রম করার মানসিকতা আর ব্যক্তিত্বময়ী সত্ত্বা দেখে তাঁর ফ্যান হয়ে যান বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ওয়েনডেল রড্রিকক্স । তিনি আবার মালাইকা আরোরা’কে বলেন দীপিকাকে একটা ছোট রোল দেওয়ার জন্য ।

    MORE
    GALLERIES

  • 56

    একজন ভক্তের জন্য ‘ওম শান্ত ওম’ ছবিতে ‘শান্তিপ্রিয়া’র চরিত্রটি পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন!

    • এরপর দীপিকার সঙ্গে দেখা করেন মাল্লা । তারও ভাল লেগে যায় দীপসকে । দীপিকার মধ্যে ভবিষ্যতে বলিউডে রাজত্ব করার সুপ্ত প্রতিভা দেখতে পান তিনি । মালাইকা আবার দীপিকার কথা গিয়ে বলেন ফারহা খানকে ।

    MORE
    GALLERIES

  • 66

    একজন ভক্তের জন্য ‘ওম শান্ত ওম’ ছবিতে ‘শান্তিপ্রিয়া’র চরিত্রটি পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন!

    • ফারহা তখন তাঁর আগামী ছবি ‘ওম শান্তি ওম’-এর জন্য নতুন মুখ খুঁজছিলেন । দীপিকাকে পছন্দ হয় তাঁরও । ব্যাস বাকি গল্পটা তো সকলেরই জানা ।

    MORE
    GALLERIES