• কোটি কোটি ভক্তের স্বপ্নের নায়িকা হয়ে উঠেছেন তিনি । তাঁর মতো সুন্দরী ইন্ডাস্ট্রিতে আর ক’জন আছেন? শুধু সৌন্দর্য্য নয়, তুখড় অভিনয়, নজরকাড়া ফ্যাশন আর মন ছুঁয়ে যাওয়া মিষ্টি ব্যবহারে তিনি সবসময়ই সিনেপ্রেমীদের মনজুড়ে রয়েছেন ৷ নম্র, মিষ্টি ব্যবহারে যিনি গলাতে পারেন অটল হিমালয়কেও ।