কান চলচ্চিত্র উৎসব ২০১৯-এ সবার নজর কাড়লেন দীপিকা পাড়ুকোন! দেখুন ছবি...

Last Updated:
1/5
চলছে ৭২তম কান চলচ্চিত্র উৎসব ২০১৯। সেখানে সারা বিশ্বের অভিনেতা অভিনেত্রীরা পরিচালকরা ভিড় জমিয়েছেন। ভারত থেকে এবার কানে গিয়েছেন কঙ্গনা রানাওত, হিনা খান ও দীপিকা পাড়ুকোন। তবে সবার থেকে বেশি নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন। photo source collected
চলছে ৭২তম কান চলচ্চিত্র উৎসব ২০১৯। সেখানে সারা বিশ্বের অভিনেতা অভিনেত্রীরা পরিচালকরা ভিড় জমিয়েছেন। ভারত থেকে এবার কানে গিয়েছেন কঙ্গনা রানাওত, হিনা খান ও দীপিকা পাড়ুকোন। তবে সবার থেকে বেশি নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন। photo source collected
advertisement
2/5
বৃহস্পতিবার সকালে দীপিকা ডেনিম জিন্স ও জ্যাকেট পরে নামেন শহরে। তারপর সেখান থেকে সোজা চলে যান মেক আপ রুমে। তিনি এয়ারপোর্ট নামা থেকেই তাঁর ফ্যানেদের সঙ্গে শেয়ার করতে শুরু করেন ভিডিও। photo source collected
বৃহস্পতিবার সকালে দীপিকা ডেনিম জিন্স ও জ্যাকেট পরে নামেন শহরে। তারপর সেখান থেকে সোজা চলে যান মেক আপ রুমে। তিনি এয়ারপোর্ট নামা থেকেই তাঁর ফ্যানেদের সঙ্গে শেয়ার করতে শুরু করেন ভিডিও। photo source collected
advertisement
3/5
এই নিয়ে তৃত্বীয়বার কানে গেলেন তিনি। দীপিকা এবার গিয়েছেন ল'রিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে।  photo source collected
এই নিয়ে তৃত্বীয়বার কানে গেলেন তিনি। দীপিকা এবার গিয়েছেন ল'রিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে। photo source collected
advertisement
4/5
কিন্তু তাঁর লুক কি হতে চলেছে তা নিয়ে চলছিল জল্পনা। কারণ দীপিকা মেট গালাতে-ও নিজের বারবি লুকে জয় করে নিয়েছিলেন সকলের মন। যেকানে প্রিয়ঙ্কাকে নিয়ে সমালোচনা হয়েছিল। কিন্তু দীপিকার পোশাক নির্বাচনে সকলে মুগ্ধ হয়েছিলেন। তাই কান চলচ্চিত্র উৎসব ২০১৯ এ তিনি কি পরবেন সেদিকে নজর ছিল সবার। photo source collected
কিন্তু তাঁর লুক কি হতে চলেছে তা নিয়ে চলছিল জল্পনা। কারণ দীপিকা মেট গালাতে-ও নিজের বারবি লুকে জয় করে নিয়েছিলেন সকলের মন। যেকানে প্রিয়ঙ্কাকে নিয়ে সমালোচনা হয়েছিল। কিন্তু দীপিকার পোশাক নির্বাচনে সকলে মুগ্ধ হয়েছিলেন। তাই কান চলচ্চিত্র উৎসব ২০১৯ এ তিনি কি পরবেন সেদিকে নজর ছিল সবার। photo source collected
advertisement
5/5
আবারও সকলকে চমকে দিলেন দীপিকা। সাদা গাউনে সবাইকে পিছনে ফেলে দিলেন তিনি আবারও। তাঁর এই ছবি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাঁর মেক আপ ও হেয়ার করেছেন ল'রিয়াল।  photo source collected
আবারও সকলকে চমকে দিলেন দীপিকা। সাদা গাউনে সবাইকে পিছনে ফেলে দিলেন তিনি আবারও। তাঁর এই ছবি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাঁর মেক আপ ও হেয়ার করেছেন ল'রিয়াল। photo source collected
advertisement
advertisement
advertisement