Ananya Panday Looks Ethereal: গা ভর্তি গয়না, ভারী কাজের লেহেঙ্গায় মোহময়ী 'কভার গার্ল' অনন্যা যেন রূপকথার রানি, দেখুন...

Last Updated:
সেখানেই যেন এক রানির মতো করে সেজেছেন নায়িকা (Ananya Panday Looks Ethereal)।
1/11
বলিউডের নতুন প্রজন্মের হার্টথ্রব নায়িকা অনন্যা পান্ডে। অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা সম্প্রতি একটি ম্যাগাজিনের কভার গার্ল হিসেবে ফটোশ্যুট করিয়েছেন (Ananya Panday Looks Ethereal)। সেখানেই যেন এক রানির মতো করে সেজেছেন নায়িকা (Ananya Panday Looks Ethereal)।
বলিউডের নতুন প্রজন্মের হার্টথ্রব নায়িকা অনন্যা পান্ডে। অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা সম্প্রতি একটি ম্যাগাজিনের কভার গার্ল হিসেবে ফটোশ্যুট করিয়েছেন (Ananya Panday Looks Ethereal)। সেখানেই যেন এক রানির মতো করে সেজেছেন নায়িকা (Ananya Panday Looks Ethereal)।
advertisement
2/11
সিল্কের লেহেঙ্গার সঙ্গে চোখে ধাঁধা লাগানো ব্লাউজ। সঙ্গে শিয়ার ওড়নায় মোহময়ী নায়িকা (Ananya Panday Looks Ethereal)।
সিল্কের লেহেঙ্গার সঙ্গে চোখে ধাঁধা লাগানো ব্লাউজ। সঙ্গে শিয়ার ওড়নায় মোহময়ী নায়িকা (Ananya Panday Looks Ethereal)।
advertisement
3/11
ফ্লোরাল এমব্রয়ডারির কাজ রয়েছে অনন্যার লেহেঙ্গায়।
ফ্লোরাল এমব্রয়ডারির কাজ রয়েছে অনন্যার লেহেঙ্গায়।
advertisement
4/11
এই ছবিতেও অন্য ধরনের একটি লেহেঙ্গায় নজর কেড়েছেন অনন্যা পান্ডে।
এই ছবিতেও অন্য ধরনের একটি লেহেঙ্গায় নজর কেড়েছেন অনন্যা পান্ডে।
advertisement
5/11
গভীর বুকচেরা চোলি ও লাল লেহেঙ্গায় মোহময়ী সাজে অনন্যা।
গভীর বুকচেরা চোলি ও লাল লেহেঙ্গায় মোহময়ী সাজে অনন্যা।
advertisement
6/11
জারদৌসি কাজের পুরনো দিনের কাজে নকশা আঁকা লেহেঙ্গায় নজরকাড়া নায়িকা।
জারদৌসি কাজের পুরনো দিনের কাজে নকশা আঁকা লেহেঙ্গায় নজরকাড়া নায়িকা।
advertisement
7/11
ফুলের তোড়া ফুটে উঠেছে অনন্যার লেহেঙ্গায়। রয়েছে মুক্সো ও ক্রিস্টালের কাজ।
ফুলের তোড়া ফুটে উঠেছে অনন্যার লেহেঙ্গায়। রয়েছে মুক্সো ও ক্রিস্টালের কাজ।
advertisement
8/11
হ্যালো ম্যাগাজিনের কভারে অনন্যার অপরূপ সাজ।
হ্যালো ম্যাগাজিনের কভারে অনন্যার অপরূপ সাজ।
advertisement
9/11
সোনা ও মুক্তোর সাজে সেজেছেন লেহেঙ্গার সঙ্গে।
সোনা ও মুক্তোর সাজে সেজেছেন লেহেঙ্গার সঙ্গে।
advertisement
10/11
মোটিফ ও আর্টওয়ার্কের সাদা লেহেঙ্গা চোলিতে একেবারে অন্যরকম রূপ নায়িকার।
মোটিফ ও আর্টওয়ার্কের সাদা লেহেঙ্গা চোলিতে একেবারে অন্যরকম রূপ নায়িকার।
advertisement
11/11
যেন কোনও রানির মতো সেজেছেন নায়িকা। ছবি নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়।
যেন কোনও রানির মতো সেজেছেন নায়িকা। ছবি নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
advertisement