Sara Ali Khan: চুপিচুপি বিয়ের পিঁড়িতে সারা? বাগদানও হয়েছে সইফ-কন‍্যার! হু হু করে ভাইরাল সোশ‍্যাল মিডিয়া পোস্ট

Last Updated:
Bollywood Actress Sara Ali Khan: শোনা যাচ্ছে, সারা নাকি এই বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। কিন্তু কার সঙ্গে আংটি বদল করলেন  তারকা-কন‍্যা? কার গলায় মালা দিতে চলেছেন তিনি?
1/6
বলিউডের নতুন প্রজন্মের তারকাদের মধ‍্যে অন‍্যতম সারা আলি খান। খুব অল্প সময়েই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সৈফ-কন‍্যা। তবে অভিনয় জীবনের পাশাপাশি প্রেম জীবন নিয়েও বরাবর চর্চায় থাকেন নবাব-পুত্রী।
বলিউডের নতুন প্রজন্মের তারকাদের মধ‍্যে অন‍্যতম সারা আলি খান। খুব অল্প সময়েই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সৈফ-কন‍্যা। তবে অভিনয় জীবনের পাশাপাশি প্রেম জীবন নিয়েও বরাবর চর্চায় থাকেন নবাব-পুত্রী।
advertisement
2/6
একাধিক বলি তারকার সঙ্গে নাম জড়িয়েছে সারা আলি খানের। কার্তিক আরিয়ান থেকে ক্রিকেটার শুভমন গিল, বহুজনের সঙ্গেই ইতিমধ‍্যে নাম জড়িয়েছে সারার। এবার খবর খুব শিগগিরই নাকি বিয়ে করতে চলেছেন সারা।
একাধিক বলি তারকার সঙ্গে নাম জড়িয়েছে সারা আলি খানের। কার্তিক আরিয়ান থেকে ক্রিকেটার শুভমন গিল, বহুজনের সঙ্গেই ইতিমধ‍্যে নাম জড়িয়েছে সারার। এবার খবর খুব শিগগিরই নাকি বিয়ে করতে চলেছেন সারা।
advertisement
3/6
মিডিয়ার অন্দরে গুঞ্জন খুব শিগগিরই প্রেমে শিলমোহর দেবেন সারা। রেড ইট-এ প্রকাশিত রিপোর্ট প্রতিবেদন অনুযায়ী, সারা আলি খানের বাগদান হয়ে গিয়েছে।
মিডিয়ার অন্দরে গুঞ্জন খুব শিগগিরই প্রেমে শিলমোহর দেবেন সারা। রেড ইট-এ প্রকাশিত রিপোর্ট প্রতিবেদন অনুযায়ী, সারা আলি খানের বাগদান হয়ে গিয়েছে।
advertisement
4/6
শোনা যাচ্ছে, সারা নাকি এই বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। কিন্তু সঙ্গে আংটি বদল করলেন সারা? কার গলায় মালা দিতে চলেছেন সৈফ-পুত্রী।
শোনা যাচ্ছে, সারা নাকি এই বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। কিন্তু সঙ্গে আংটি বদল করলেন সারা? কার গলায় মালা দিতে চলেছেন সৈফ-পুত্রী।
advertisement
5/6
যদিও এই খবর সম্পর্কে এখনও কিছুই বলেননি সারা নিজে বা পরিবারের কেউই। তবে সারার এনগেজমেন্টের খবর আসার পরেই হু হু করে ভাইরাল।
যদিও এই খবর সম্পর্কে এখনও কিছুই বলেননি সারা নিজে বা পরিবারের কেউই। তবে সারার এনগেজমেন্টের খবর আসার পরেই হু হু করে ভাইরাল।
advertisement
6/6
সারা আলি খান ২০১৮ সালে 'কেদারনাথ' ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করেছিলেন, যেখানে প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুতকেও দেখা গিয়েছিল। বক্স অফিসে সারা ডেবিউ ছবি খুব একটা সাড়া ফেলতে পারেনি। যদিও সারার কেরিয়ারের গতি তার জন‍্য রুদ্ধ হয়নি।
সারা আলি খান ২০১৮ সালে 'কেদারনাথ' ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করেছিলেন, যেখানে প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুতকেও দেখা গিয়েছিল। বক্স অফিসে সারা ডেবিউ ছবি খুব একটা সাড়া ফেলতে পারেনি। যদিও সারার কেরিয়ারের গতি তার জন‍্য রুদ্ধ হয়নি।
advertisement
advertisement
advertisement