Parineeti Chopra: শেষমেশ সত‍্যিটা বলেই দিলেন! নতুন পোস্টে চমকে দিলেন পরিণীতি, মা হচ্ছেন নাকি রাঘব-পত্নী? পর্দাফাঁস

Last Updated:
২০২৪-এ মা হতে চলেছেন একাধিক অভিনেত্রী। দীপিকা পাডুকোন এবং রণবীর সিং ইতিমধ‍্যেই জানিয়েছেন এই বছরের সেপ্টেম্বরেই আসবে তাঁদের সন্তান। অভিনেত্রী ইয়ামি গৌতমও মা হতে চলেছেন বলেই খবর।
1/8
বিয়ের এখনও এক বছরও হয়নি। তার মধ‍্যেই পরিণীতি চোপড়ার মা হওয়ার জোরদার গুঞ্জন বলিউডে। এতদিন নিজে কিছু বলেন নি অভিনেত্রী। তবে এবার মুখ খুললেন বলিনায়িকা।
বিয়ের এখনও এক বছরও হয়নি। তার মধ‍্যেই পরিণীতি চোপড়ার মা হওয়ার জোরদার গুঞ্জন বলিউডে। এতদিন নিজে কিছু বলেন নি অভিনেত্রী। তবে এবার মুখ খুললেন বলিনায়িকা।
advertisement
2/8
২০২৪-এ মা হতে চলেছেন একাধিক অভিনেত্রী। দিপীকা পাডুকোন এবং রণবীর সিং ইতিমধ‍্যেই জানিয়েছেন এই বছরের সেপ্টেম্বরেই আসবে তাঁদের সন্তান। অভিনেত্রী ইয়ামি গৌতমও মা হতে চলেছেন বলেই খবর।
২০২৪-এ মা হতে চলেছেন একাধিক অভিনেত্রী। দিপীকা পাডুকোন এবং রণবীর সিং ইতিমধ‍্যেই জানিয়েছেন এই বছরের সেপ্টেম্বরেই আসবে তাঁদের সন্তান। অভিনেত্রী ইয়ামি গৌতমও মা হতে চলেছেন বলেই খবর।
advertisement
3/8
বিয়ের ৩ বছরের মাথায় সন্তান আসার খবর দিলেন তারকা জুটি। ইয়ামির আসন্ন ছবি ‘আর্টিকেল ৩৭০’-এর ট্রেলার লঞ্চেই স্বামী আদিত‍্য ধর জানান, ‘বেবি অন দ্য ওয়ে’। এবার কি সেই তালিকায় পরিণীতি চোপড়াও?
বিয়ের ৩ বছরের মাথায় সন্তান আসার খবর দিলেন তারকা জুটি। ইয়ামির আসন্ন ছবি ‘আর্টিকেল ৩৭০’-এর ট্রেলার লঞ্চেই স্বামী আদিত‍্য ধর জানান, ‘বেবি অন দ্য ওয়ে’। এবার কি সেই তালিকায় পরিণীতি চোপড়াও?
advertisement
4/8
advertisement
5/8
বেবিবাম্প আড়াল করার জন‍্যই নাকি এমন পোশাক পরেছেন নায়িকা। সোশ‍্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে খবর।
বেবিবাম্প আড়াল করার জন‍্যই নাকি এমন পোশাক পরেছেন নায়িকা। সোশ‍্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে খবর।
advertisement
6/8
advertisement
7/8
নায়িকার এই পোস্টে মা হওয়ার গুঞ্জনে ইতি টানলেন প্রিয়াঙ্কার তুতো বোন পরিণীতি। ঢিলেঢালা পোশাক পরা মানেই মা হতে চলেছেন তিনি, এমন খবরকে সম্পূর্ণ গুঞ্জন সাব‍্যস্ত করলেন আপ নেতার স্ত্রী।
নায়িকার এই পোস্টে মা হওয়ার গুঞ্জনে ইতি টানলেন প্রিয়াঙ্কার তুতো বোন পরিণীতি। ঢিলেঢালা পোশাক পরা মানেই মা হতে চলেছেন তিনি, এমন খবরকে সম্পূর্ণ গুঞ্জন সাব‍্যস্ত করলেন আপ নেতার স্ত্রী।
advertisement
8/8
সদ‍্যই মুক্তি পাবে পরিণীতি অভিনীত ‘চমকিলা’। এই ছবিতে পরিণীতির সঙ্গেই দেখা যাবে দিলজিত্‍ দোসাঞ্জকে। চমকিলার পরিচালক ইমতিয়াজ আলি। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি গানও গাইবেন অভিনেত্রী।
সদ‍্যই মুক্তি পাবে পরিণীতি অভিনীত ‘চমকিলা’। এই ছবিতে পরিণীতির সঙ্গেই দেখা যাবে দিলজিত্‍ দোসাঞ্জকে। চমকিলার পরিচালক ইমতিয়াজ আলি। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি গানও গাইবেন অভিনেত্রী।
advertisement
advertisement
advertisement