‘বাচ্চাকে স্তন্যপান করানো আমার ফিগারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ’, ট্রোলারদের এক হাত নিলেন মাহি ভিজ

Last Updated:
1/8
• কিছুদিন আগেই মা হয়েছেন জনপ্রিয় টেলিভিশন তারকা মাহি ভিজ ও জয় ভানুশালী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• কিছুদিন আগেই মা হয়েছেন জনপ্রিয় টেলিভিশন তারকা মাহি ভিজ ও জয় ভানুশালী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/8
• ২০১০-এ বিয়ে হয়েছিল মাহি-জয়ের ৷ এর আগেও বাবা-মা হয়েছেন তাঁরা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• ২০১০-এ বিয়ে হয়েছিল মাহি-জয়ের ৷ এর আগেও বাবা-মা হয়েছেন তাঁরা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/8
• বাড়ির পরিচারিকার দুই ছেলে-মেয়েকে দত্তক নিয়েছিলেন মাহি-জয় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• বাড়ির পরিচারিকার দুই ছেলে-মেয়েকে দত্তক নিয়েছিলেন মাহি-জয় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/8
• তবে নিজের সন্তানের জন্ম দিলেন এই প্রথম ৷ একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• তবে নিজের সন্তানের জন্ম দিলেন এই প্রথম ৷ একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/8
• কিন্তু তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় মাহির ফিগার নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর সমালোচনা ৷ মাহি ওয়েট পুন অন করায় অনেক তীর্যক সন্তব্যও ধেয়ে এসেছে তাঁর দিকে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• কিন্তু তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় মাহির ফিগার নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর সমালোচনা ৷ মাহি ওয়েট পুন অন করায় অনেক তীর্যক সন্তব্যও ধেয়ে এসেছে তাঁর দিকে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/8
• সদ্য মা হয়েছেন নায়িকা ৷ এই সময় মায়ের শরীরে নানারকম হরমোন নিঃসৃত হয় ৷ ফলে ওজন বেড়ে যাওয়া খুবই স্বাভাবিক বায়োলজিক্যাল একটা ব্যপার ৷ কিন্তু তারপরেও অভিনেত্রীদের প্রায়শই বডি শেমিংয়ের শিকার হতে হয় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• সদ্য মা হয়েছেন নায়িকা ৷ এই সময় মায়ের শরীরে নানারকম হরমোন নিঃসৃত হয় ৷ ফলে ওজন বেড়ে যাওয়া খুবই স্বাভাবিক বায়োলজিক্যাল একটা ব্যপার ৷ কিন্তু তারপরেও অভিনেত্রীদের প্রায়শই বডি শেমিংয়ের শিকার হতে হয় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/8
• মাহিও বাদ গেলেন না ৷ তাঁর স্থূল শরীর নিয়ে কটূক্তি শুরু করেন নেটিজেনরা ৷ পাল্টা উত্তর দেন মাহিও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• মাহিও বাদ গেলেন না ৷ তাঁর স্থূল শরীর নিয়ে কটূক্তি শুরু করেন নেটিজেনরা ৷ পাল্টা উত্তর দেন মাহিও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
8/8
• সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়ে দেন তাঁর জীবনে এই মুহূর্তে অগ্রাধিকার কোনটা ? মাহি লেখেন, ‘সমস্ত ইডিয়টদের, যাঁরা আমার ওজন নিয়ে চিন্তিত তাঁদের বলছি- আমার বাচ্চাকে স্তন্যপান করানো আমার ফিগারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ’৷’ ছবি: ইনস্টাগ্রাম ৷
• সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়ে দেন তাঁর জীবনে এই মুহূর্তে অগ্রাধিকার কোনটা ? মাহি লেখেন, ‘সমস্ত ইডিয়টদের, যাঁরা আমার ওজন নিয়ে চিন্তিত তাঁদের বলছি- আমার বাচ্চাকে স্তন্যপান করানো আমার ফিগারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ’৷’ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement