Mandakini Daughter: ঠিক যেন মায়ের 'মুখ কেটে বসানো'! প্রথম ছবিতে বোল্ড সিন, দাউদের সঙ্গে নাম জড়িয়ে বিতর্কে ছিলেন মন্দাকিনী, এবার সামনে এলেন নায়িকার মেয়ে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Mandakini's Daughter Rabje: রাজীব কাপুরের বিপরীতে তাঁকে দেখা গিয়েছিল। এই ছবিতে তাঁর সৌন্দর্যে মুগ্ধ হন দর্শক৷ প্রথম ছবিতে বোল্ড সিনের জন্য অত্যন্ত আলোচিত হন তিনি৷ এর ফলে তিনি রাতারাতি তারকা হয়ে ওঠেন।
মন্দাকিনী তাঁর প্রথম ছবিতেই তারকা হয়ে ওঠেন। অন্যান্য অভিনেত্রীদের মতো তাকে বলিউডে খ্যাতি পেতে খুব বেশি সংগ্রাম করতে হয়নি। ১৯৮৫ সালে 'রাম তেরি গঙ্গা মাইলি' ছবিতে রাজীব কাপুরের বিপরীতে তাঁকে দেখা গিয়েছিল। এই ছবিতে তাঁর সৌন্দর্যে মুগ্ধ হন দর্শক৷ প্রথম ছবিতে বোল্ড সিনের জন্য অত্যন্ত আলোচিত হন তিনি৷ এর ফলে তিনি রাতারাতি তারকা হয়ে ওঠেন।
advertisement
advertisement
মন্দাকিনীর এক ছেলে এবং এক মেয়ে, এখন অনেকটা বড় হয়েছে। তিনি তাঁর ছেলের সঙ্গে মিউজিক ভিডিওতে উপস্থিত হয়েছিলেন, অন্যদিকে তার পুত্রবধূ বুশরাও চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত। তিনি একজন প্রযোজক এবং নেটফ্লিক্সের জন্য কন্টেন্ট তৈরি করেন। তাঁর কাজের প্রোফাইল তার ইন্সটা বায়োতে দেওয়া আছে। এর সঙ্গে, তিনি তাঁর কাজের সঙ্গে সম্পর্কিত অনেক ছবিও পোস্ট করতে থাকেন।
advertisement
কিন্তু আজ আমরা মন্দাকিনীর মেয়ের কথা বলছি। মন্দাকিনীর মেয়ে এখন বড় হয়েছেন এবং অনেকটা তাঁকে মায়ের মতোই দেখতে৷ তাঁর মেয়ের নাম রাবজে ইনায়া ঠাকুর। রাবজের ছবি দেখে যে কেউ বলতে পারে যে তিনি তাঁর মায়েরই অনুকরণ। রাবজে বর্তমানে পড়াশোনা করছেন এবং প্রায়শই তাঁকে তার মা, বৌদি বুশরা এবং ভাই রাবিলের সঙ্গে ছবিতে দেখা যায়।
advertisement
আপনাদের জানিয়ে রাখি, রাম তেরি গঙ্গা মাইলির পর, মন্দাকিনীকে 'ড্যান্স ড্যান্স', 'লাড়াই', 'কাহান হ্যায় কানুন', 'নাগ নাগিন', 'প্যায়ার কে নাম কুরবানি', 'প্যায়ার কারকে দেখো'-এর মতো অনেক সফল ছবিতে অভিনয় করেছেন। মন্দাকিনীকে শেষ দেখা গিয়েছিল ১৯৯৬ সালে 'জর্দার' ছবিতে গোবিন্দ, আদিত্য পাঞ্চোলি এবং নীলম কোঠারির সঙ্গে।