Bipasha Basu: মা বিপাশার সঙ্গে যোগা ম্যাটে মেয়ের খুনসুটি! দেবীর কাণ্ড দেখে অবাক নেটপাড়া

Last Updated:
Bipasha Basu: বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে নিয়ে ভক্তদের চর্চা সর্বদাই তুঙ্গে থাকে৷ বর্তমানে বি-টাউন থেকে অনেকটাই দূরে রয়েছেন নায়িকা৷ স্বামী ও সন্তানকে নিয়ে সুখের সংসার তাঁর৷ মেয়ে দেবীই এখন তাঁর চোখের মণি৷ আর এবার তাঁদের ভিডিও ভাইরাল।
1/7
বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে নিয়ে ভক্তদের চর্চা সর্বদাই তুঙ্গে থাকে৷ বর্তমানে বি-টাউন থেকে অনেকটাই দূরে রয়েছেন নায়িকা৷ স্বামী ও সন্তানকে নিয়ে সুখের সংসার তাঁর৷ মেয়ে দেবীই এখন তাঁর চোখের মণি৷
বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে নিয়ে ভক্তদের চর্চা সর্বদাই তুঙ্গে থাকে৷ বর্তমানে বি-টাউন থেকে অনেকটাই দূরে রয়েছেন নায়িকা৷ স্বামী ও সন্তানকে নিয়ে সুখের সংসার তাঁর৷ মেয়ে দেবীই এখন তাঁর চোখের মণি৷
advertisement
2/7
তবে ছোটো থেকেই একরত্তি দেবীর জীবনেও কম বিপদ আসেনি। জন্মের পরেই হয়েছে ওপেন হার্ট সার্জারি। সেই কঠিন সময়ের সেই মর্মান্তিক মুহূর্তের কথা তুলে ধরেছিলেন বিপাশা।
তবে ছোটো থেকেই একরত্তি দেবীর জীবনেও কম বিপদ আসেনি। জন্মের পরেই হয়েছে ওপেন হার্ট সার্জারি। সেই কঠিন সময়ের সেই মর্মান্তিক মুহূর্তের কথা তুলে ধরেছিলেন বিপাশা।
advertisement
3/7
হার্টে দু’টো ফুটো নিয়ে জন্মেছিল দেবী। মাত্র ১৪ মাস বয়সেই ওপেন হার্ট সার্জারির মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে৷ ছয় ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছিল৷ তবে এখন সমস্ত সঙ্কট কেটে গিয়েছে, ভাল আছে দেবী৷
হার্টে দু’টো ফুটো নিয়ে জন্মেছিল দেবী। মাত্র ১৪ মাস বয়সেই ওপেন হার্ট সার্জারির মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে৷ ছয় ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছিল৷ তবে এখন সমস্ত সঙ্কট কেটে গিয়েছে, ভাল আছে দেবী৷
advertisement
4/7
আর এবার অন্যরূপে ধরা দিল সে। নায়িকা বাড়িতে যোগ ব্যায়াম করতে করতে দেবীর সঙ্গে মেতে উঠেছেন খুনসুটিতে। আর সেই মুহূর্তটি ক্যামেরা বন্দি করে স্যোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন অভিনেত্রী।
আর এবার অন্যরূপে ধরা দিল সে। নায়িকা বাড়িতে যোগ ব্যায়াম করতে করতে দেবীর সঙ্গে মেতে উঠেছেন খুনসুটিতে। আর সেই মুহূর্তটি ক্যামেরা বন্দি করে স্যোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন অভিনেত্রী।
advertisement
5/7
সেখানে দেখা যায় বিপাশা যোগ ব্যায়াম করার চেষ্টা করছেন। কিন্তু সেখানে তাঁর যোগা ম্যাটের উপর উপর উঠে তাতে লেখা অক্ষর গুলি পড়ার চেষ্টা করছে একরত্তি।
সেখানে দেখা যায় বিপাশা যোগ ব্যায়াম করার চেষ্টা করছেন। কিন্তু সেখানে তাঁর যোগা ম্যাটের উপর উপর উঠে তাতে লেখা অক্ষর গুলি পড়ার চেষ্টা করছে একরত্তি।
advertisement
6/7
কিন্তু তা সঠিক ভাবে না পড়ে ইংরাজিতে নিজের নামের বানান বলে যাচ্ছে ক্রমাগত। আর তা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন মা বিপাশা। বার বার খুদের থেকে জানতে চাইছেন কী লেখা আছে। তারপর ক্যামেরার দিকে তাকিয়ে অভিনেত্রী বলেন সব "DEVI" দেবী'।
কিন্তু তা সঠিক ভাবে না পড়ে ইংরাজিতে নিজের নামের বানান বলে যাচ্ছে ক্রমাগত। আর তা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন মা বিপাশা। বার বার খুদের থেকে জানতে চাইছেন কী লেখা আছে। তারপর ক্যামেরার দিকে তাকিয়ে অভিনেত্রী বলেন সব "DEVI" দেবী'।
advertisement
7/7
ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ' নিজের নামের বানান দিয়ে ও সব কিছু পড়ার চেষ্টা করছে।'
ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ' নিজের নামের বানান দিয়ে ও সব কিছু পড়ার চেষ্টা করছে।'
advertisement
advertisement
advertisement