Bigg Boss 14: একনজরে দেখে নিন বিগবসের ঘরে এবার কারা হচ্ছেন বন্দি!

Last Updated:
বিগবস ১৪ নিয়ে মাতামাতি ইতিমধ্যেই তুঙ্গে ৷ প্রত্যেকবারের মতো এবারও বিগবসের গদি সামলাবেন সলমন খান ৷
1/12
বিগবস ১৪ নিয়ে মাতামাতি ইতিমধ্যেই তুঙ্গে ৷ প্রত্যেকবারের মতো এবারও বিগবসের গদিন সামলাবেন সলমন খান ৷ তবে এবার বিগবসের লুকে রয়েছে নতুন অনেক কিছু ৷ আসুন দেখে নেওয়া যাক, এবারের বিগবসে কারা হচ্ছেন ঘরবন্দি !
বিগবস ১৪ নিয়ে মাতামাতি ইতিমধ্যেই তুঙ্গে ৷ প্রত্যেকবারের মতো এবারও বিগবসের গদিন সামলাবেন সলমন খান ৷ তবে এবার বিগবসের লুকে রয়েছে নতুন অনেক কিছু ৷ আসুন দেখে নেওয়া যাক, এবারের বিগবসে কারা হচ্ছেন ঘরবন্দি !
advertisement
2/12
এয়েজাজ খান- টিভি ধারাবাহিকের জনপ্রিয় মুখ এয়েজাজ খান ৷ কাব্যঞ্জলি, কহি তো হোগা, কুসুম, ধারাবাহিকে তাঁর অভিনয় হয়েছিল জনপ্রিয় ৷ তন্নু ওয়েডস মন্নু, জিলা গাজিয়াবাদ ছবিতেও অভিনয় করেছেন এয়জাজ খান ৷
এয়েজাজ খান- টিভি ধারাবাহিকের জনপ্রিয় মুখ এয়েজাজ খান ৷ কাব্যঞ্জলি, কহি তো হোগা, কুসুম, ধারাবাহিকে তাঁর অভিনয় হয়েছিল জনপ্রিয় ৷ তন্নু ওয়েডস মন্নু, জিলা গাজিয়াবাদ ছবিতেও অভিনয় করেছেন এয়জাজ খান ৷
advertisement
3/12
নিকি তামবোলি-নিকি হলেন দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী ৷ কাঞ্চনা ৩ তে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল ৷
নিকি তামবোলি-নিকি হলেন দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী ৷ কাঞ্চনা ৩ তে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল ৷
advertisement
4/12
রুবিনা দিলাক- টেলিধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলাক ৷ তবে রুবিনার আরেক পরিচয় অভিনেতা অভিনব শুক্লার স্ত্রী হলেন তিনি ৷ ছোটি বহু, শক্তি, মহাদেব ধারাবাহিকে মন জয় করেছিলেন রুবিনা৷
রুবিনা দিলাক- টেলিধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলাক ৷ তবে রুবিনার আরেক পরিচয় অভিনেতা অভিনব শুক্লার স্ত্রী হলেন তিনি ৷ ছোটি বহু, শক্তি, মহাদেব ধারাবাহিকে মন জয় করেছিলেন রুবিনা৷
advertisement
5/12
অভিনব শুক্লা- শুধু স্ত্রী রুবিনা নয়, বিগবসে হাজির রুবিনার স্বামী অভিনব শুক্লা ৷ এই প্রথম কোনও স্মামী-স্ত্রীকে ডাকা হল বিগবসে ৷
অভিনব শুক্লা- শুধু স্ত্রী রুবিনা নয়, বিগবসে হাজির রুবিনার স্বামী অভিনব শুক্লা ৷ এই প্রথম কোনও স্মামী-স্ত্রীকে ডাকা হল বিগবসে ৷
advertisement
6/12
জাসমিন ভাসিন- টশন-এ-ইশক থেকে জনপ্রিয়তায় আসেন অভিনেত্রী জাসমিন ৷ গত বছরের বিজয়ী সিদ্ধার্থ শুক্লা জাসমিনের ঘনিষ্ঠ বন্ধু ৷
জাসমিন ভাসিন- টশন-এ-ইশক থেকে জনপ্রিয়তায় আসেন অভিনেত্রী জাসমিন ৷ গত বছরের বিজয়ী সিদ্ধার্থ শুক্লা জাসমিনের ঘনিষ্ঠ বন্ধু ৷
advertisement
7/12
নিশান্ত মালখানি- টেলিপর্দার বেশ জনপ্রিয় মুখ নিশান্ত ৷ রাম-মিলাই জোড়িতে আলাদা করে নজর কাড়েন তিনি ৷ রাগিনি এমএমএস-রিটার্নসে দেখা গিয়েছিল তাঁকে ৷
নিশান্ত মালখানি- টেলিপর্দার বেশ জনপ্রিয় মুখ নিশান্ত ৷ রাম-মিলাই জোড়িতে আলাদা করে নজর কাড়েন তিনি ৷ রাগিনি এমএমএস-রিটার্নসে দেখা গিয়েছিল তাঁকে ৷
advertisement
8/12
শেহজাদ দেওল- ফেস অফ শো থেকে জনপ্রিয় হন শেহজাদ দেওল ৷ ফাইনালেও উঠেছিলেন তিনি ৷ এবার দেখা যাক বিগবসে এসে কী করতে পারেন শেহজাদ ৷
শেহজাদ দেওল- ফেস অফ শো থেকে জনপ্রিয় হন শেহজাদ দেওল ৷ ফাইনালেও উঠেছিলেন তিনি ৷ এবার দেখা যাক বিগবসে এসে কী করতে পারেন শেহজাদ ৷
advertisement
9/12
জান কুমার শানু- জনপ্রিয় গায়ক কুমার শানুর ছেলে জান কুমার শানুকে এবার দেখা যাবে বিগবসের ঘরে ৷ সলমন খান জানিয়েছেন জান, বাবার পরিচয়ের বাইরে বেরিয়ে কিছু একটা করতে চান ৷
জান কুমার শানু- জনপ্রিয় গায়ক কুমার শানুর ছেলে জান কুমার শানুকে এবার দেখা যাবে বিগবসের ঘরে ৷ সলমন খান জানিয়েছেন জান, বাবার পরিচয়ের বাইরে বেরিয়ে কিছু একটা করতে চান ৷
advertisement
10/12
সারা গুরপাল- শেহনাজ গিল ও হিমাংশি খুরানার পর এবার পঞ্জাব থেকে বিগবসে এলেন গায়িকা সারা গুরপাল ৷
সারা গুরপাল- শেহনাজ গিল ও হিমাংশি খুরানার পর এবার পঞ্জাব থেকে বিগবসে এলেন গায়িকা সারা গুরপাল ৷
advertisement
11/12
পবিত্র পুনিয়া- স্প্লিটভিলা রিয়ালিটি শো থেকেই নজরে আসেন পবিত্র পুনিয়া ৷ তারপর নাগিন ৩-তে দেখা যায় তাংকে ৷ বলবীর ধারাবাহিকেও রয়েছেন তিনি ৷ এবার তিনি আসছেন বিগবসে ৷
পবিত্র পুনিয়া- স্প্লিটভিলা রিয়ালিটি শো থেকেই নজরে আসেন পবিত্র পুনিয়া ৷ তারপর নাগিন ৩-তে দেখা যায় তাংকে ৷ বলবীর ধারাবাহিকেও রয়েছেন তিনি ৷ এবার তিনি আসছেন বিগবসে ৷
advertisement
12/12
রাহুল বৈদ- প্রথম ইন্ডিয়ান আইডলে গান গেয়ে মন কেড়েছিলেন রাহুল ৷ অভিজিৎ সাওয়ান্ত ইন্ডিয়ান আইডল হলেও, রাহুল সেকেন্ড হয়েও জনপ্রিয়তা কুড়িয়েছিলেন ৷ সেই রাহুলই এবার আসছেন বিগবসে ৷
রাহুল বৈদ- প্রথম ইন্ডিয়ান আইডলে গান গেয়ে মন কেড়েছিলেন রাহুল ৷ অভিজিৎ সাওয়ান্ত ইন্ডিয়ান আইডল হলেও, রাহুল সেকেন্ড হয়েও জনপ্রিয়তা কুড়িয়েছিলেন ৷ সেই রাহুলই এবার আসছেন বিগবসে ৷
advertisement
advertisement
advertisement