"You look good in saree", গোপনে ইনবক্সে ঋজুর মেসেজ, তোলপাড় ফেসবুক, বাদ পড়লেন কি বউ কথা কও-এর মৌরী? উত্তর দিলেন মানালি নিজেই

Last Updated:
আর এসবের মধ্যে মানালি পড়েছেন ফাঁপড়ে৷ কারণ তাঁর ও ঋজুর ছবি জুড়ে ছড়িয়েছে মিম৷ বউ কথা কও সিরিয়ালের ছবি ব্যবহার করে লেখা হয়েছে, ওগো তুমি সবাইকে তো বললে, কিন্তু আমায় অন্তত একবার বলো, You look good in saree! 
1/8
ঋজু বিশ্বাস, বাংলা সিরিয়ালের পরিচিত মুখ, এখন বিতর্কের চরমে৷ ‘ইউ লুক গুড ইন শাড়ি', ফেসবুক ম্যাসেঞ্জারে মহিলাদের তিনি এমনই লিখতেন৷ চেনা-অচেনা প্রায় সব ফেসবুক ফ্রেন্ডস-কেই তিনি এই কথাটা লিখতেন৷ এবার নিজের জালেই তিনি ফেঁসেছেন, এমনই অভিযোগ৷ শাড়ি বিতর্ক এখন বাংলা বিনোদন জগতে ট্রেন্ডিং টপিক৷
ঋজু বিশ্বাস, বাংলা সিরিয়ালের পরিচিত মুখ, এখন বিতর্কের চরমে৷ ‘ইউ লুক গুড ইন শাড়ি', ফেসবুক ম্যাসেঞ্জারে মহিলাদের তিনি এমনই লিখতেন৷ চেনা-অচেনা প্রায় সব ফেসবুক ফ্রেন্ডস-কেই তিনি এই কথাটা লিখতেন৷ এবার নিজের জালেই তিনি ফেঁসেছেন, এমনই অভিযোগ৷ শাড়ি বিতর্ক এখন বাংলা বিনোদন জগতে ট্রেন্ডিং টপিক৷
advertisement
2/8
তিনি কোনও এক মহিলার সঙ্গে অভব্য চ্যাট করেন এবং তার স্ক্রিন শট সকলের সামনে আনেন সেই মহিলাই৷ এরপর থেকে বিভিন্ন মহিলারা নিজেদের চ্যাট সামনে আনতে শুরু করায় বিপাকে পড়েছেন অভিনেতা৷
তিনি কোনও এক মহিলার সঙ্গে অভব্য চ্যাট করেন এবং তার স্ক্রিন শট সকলের সামনে আনেন সেই মহিলাই৷ এরপর থেকে বিভিন্ন মহিলারা নিজেদের চ্যাট সামনে আনতে শুরু করায় বিপাকে পড়েছেন অভিনেতা৷
advertisement
3/8
এই শাড়ি বিড়ম্বনায় বিরক্ত হয়েছেন ঋজুর একসময়ের সহঅভিনেত্রী মানালি দে৷ বউ কথা কও সিরিয়ালের মাধ্যমে নিজেদের পরিচিতি তৈরি করেন ঋজু ও মানালি৷ সিরিয়ালটি যেমন হিট ছিল, তেমনই তাঁদের জুটিও ছিল সকলের পছন্দের৷
এই শাড়ি বিড়ম্বনায় বিরক্ত হয়েছেন ঋজুর একসময়ের সহঅভিনেত্রী মানালি দে৷ বউ কথা কও সিরিয়ালের মাধ্যমে নিজেদের পরিচিতি তৈরি করেন ঋজু ও মানালি৷ সিরিয়ালটি যেমন হিট ছিল, তেমনই তাঁদের জুটিও ছিল সকলের পছন্দের৷
advertisement
4/8
পর্দায় নিপাট ভদ্র, শান্ত ছেলে হিসেবে পরিচিত ঋজু৷ বউ কথা কও সিরিয়াল তাঁকে পৌঁছে দিয়েছিল খ্যাতির শিরোনামে৷ তবে সেই সিরিয়াল শেষ হওয়ার পর আর সেভাবে তিনি কাজ পাননি৷ প্রধান চরিত্রে তো নয়ই৷ এর জন্য দিল্লির ছেলে ঋজু কিছুটা হতাশ ছিলেন৷
পর্দায় নিপাট ভদ্র, শান্ত ছেলে হিসেবে পরিচিত ঋজু৷ বউ কথা কও সিরিয়াল তাঁকে পৌঁছে দিয়েছিল খ্যাতির শিরোনামে৷ তবে সেই সিরিয়াল শেষ হওয়ার পর আর সেভাবে তিনি কাজ পাননি৷ প্রধান চরিত্রে তো নয়ই৷ এর জন্য দিল্লির ছেলে ঋজু কিছুটা হতাশ ছিলেন৷
advertisement
5/8
বেশ কিছুদিন তিনি কলকাতায় ছিলেন না৷ ঋজুর বক্তব্য, তিনি দিল্লি গিয়েছিলেন ভাই ও মায়ের চিকিৎসার জন্য৷ আর তার মধ্যেই এই ঘটনা সবাইকে অবাক করেছে৷ যদিও সাফাই দেওয়ার বহু চেষ্টা করেছেন ঋজু, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোনও ভাবে তাঁকে ক্ষমা করা হচ্ছে না৷
বেশ কিছুদিন তিনি কলকাতায় ছিলেন না৷ ঋজুর বক্তব্য, তিনি দিল্লি গিয়েছিলেন ভাই ও মায়ের চিকিৎসার জন্য৷ আর তার মধ্যেই এই ঘটনা সবাইকে অবাক করেছে৷ যদিও সাফাই দেওয়ার বহু চেষ্টা করেছেন ঋজু, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোনও ভাবে তাঁকে ক্ষমা করা হচ্ছে না৷
advertisement
6/8
আর এসবের মধ্যে মানালি পড়েছেন ফাঁপড়ে৷ কারণ তাঁর ও ঋজুর ছবি জুড়ে ছড়িয়েছে মিম৷ বউ কথা কও সিরিয়ালের ছবি ব্যবহার করে লেখা হয়েছে, ওগো তুমি সবাইকে তো বললে, কিন্তু আমায় অন্তত একবার বলো, You look good in saree! এই মিমটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে মানালি নিজের বিরক্তি প্রকাশ করেন, পরে যদিও সেই পোস্ট তিনি মুছেও দেন৷
আর এসবের মধ্যে মানালি পড়েছেন ফাঁপড়ে৷ কারণ তাঁর ও ঋজুর ছবি জুড়ে ছড়িয়েছে মিম৷ বউ কথা কও সিরিয়ালের ছবি ব্যবহার করে লেখা হয়েছে, ওগো তুমি সবাইকে তো বললে, কিন্তু আমায় অন্তত একবার বলো, You look good in saree! 
advertisement
7/8
এই মিমটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে মানালি নিজের বিরক্তি প্রকাশ করেন, পরে যদিও সেই পোস্ট তিনি মুছেও দেন৷
এই মিমটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে মানালি নিজের বিরক্তি প্রকাশ করেন, পরে যদিও সেই পোস্ট তিনি মুছেও দেন৷
advertisement
8/8
তবে মানালির খুব ভাল বন্ধু ডিজাইনার অভিষেক রায় আবার একটি পোস্ট করে সেই একই কথা লিখেছেন৷ তাঁর ডিজাইন করা শাড়ি ও ব্লাউজ পরেছেন মানালি৷ সেই পোস্টে মানালিও কমেন্ট করেছেন৷
তবে মানালির খুব ভাল বন্ধু ডিজাইনার অভিষেক রায় আবার একটি পোস্ট করে সেই একই কথা লিখেছেন৷ তাঁর ডিজাইন করা শাড়ি ও ব্লাউজ পরেছেন মানালি৷ সেই পোস্টে মানালিও কমেন্ট করেছেন৷
advertisement
advertisement
advertisement