বন্ধুর মৃত্যুতে বদলে গেল জীবন, একা হাতে শত্রু দমন করে নারী শক্তি উদযাপনের গল্প নিয়ে আসছে ঝুমুর
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মেয়েদের লড়াই তাঁদের নিজেদের করতে হবেন, সমাজে মাথা তুলে দাঁড়াতে নিজেদের শক্ত হাতে দমন করতে হবে শত্রুদের, সেই বার্তা দেবে এই ছবি৷
বড় পর্দায় নারী শক্তির উদযাপন৷ মুক্তির অপেক্ষায় বাংলা ছবি ঝুমুর৷ ছবি জুড়েই নারী ক্ষমতায়নের কথা তুলে ধরেছেন পরিচালক বরুণ দাস৷ ছবির মুখ্য ভূমিকায় রাজশ্রী৷ তিনি আবার এই ছবির সহ প্রযোজকও বটে৷ মেয়েদের লড়াই তাঁদের নিজেদের করতে হবেন, সমাজে মাথা তুলে দাঁড়াতে নিজেদের শক্ত হাতে দমন করতে হবে শত্রুদের, সেই বার্তা দেবে এই ছবি৷
advertisement
এখানে এক গ্রামের মেয়ের গল্প তুলে ধরা হয়েছে৷ যার নাম মুর মুর্মু। প্রচন্ড মেধাবী। পড়াশোনার পাশাপাশি খেলাধূলাতেও সমান দক্ষ। উচ্চ শিক্ষার জন্য সে পৌঁছায় শহর কলকাতায়। ভর্তি হয় শহরের এক নামী বিশ্ব বিদ্যালয়ে। নতুন শহর, নতুন সম্পর্ক, প্রেম, বন্ধুত্ব। কিন্ত হঠাৎই হোস্টেলের রুমে এক বান্ধবীর আত্মহত্যা বদলে দেয় ঝুমুরের জীবন।
advertisement
advertisement
advertisement