Tollywood: ভাল ছবির কদর করে দর্শক, ৭৫ দিন পেরিয়ে বুঝিয়ে দিল 'সেদিন কুয়াশা ছিল' ছবি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Sedin Kuasha Chilo: আপাতত ৭৫ দিন পেরিয়ে এই ছবি বাঙালি দর্শকদের মন জয় করেছে৷ ফলে একটা বিষয় স্পষ্ট, ছবির গুণগত মান যদি ভাল হয়, গল্পের বুনোট থাকে, তাহলে সেই ছবি ঠিকই নিজের জায়গা তৈরি করে নেয়৷
ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলেছে সেদিন কুয়াশা ছিল ছবিটি৷ প্রক্ষাগৃহে কাটিয়ে দিল ৭৫দিন৷ ভাল ছবির যে কদর এখন রয়েছে, বুঝিয়ে দিল অর্ণব মিদ্যার এই ছবি৷ বড় স্টার কাস্ট, ৩টি গল্প অবলম্বনে এই ছবি৷ জিতু কমল, পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, দেবশঙ্কর হালদার, খরাজ মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত, অর্ণ মুখোপাধ্যায় অভিনীত বাংলা ছবি 'সেদিন কুয়াশা ছিল'৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement