Bengali Actress: টেকেনি প্রথম বিয়ে, ডিভোর্স-প্রেমের কেচ্ছায় জেরবার, দ্বিতীয় বিয়ের আগেই কি অন্তঃসত্ত্বা? কে 'এই' অভিনেত্রী?

Last Updated:
Bengali Actress: ডিভোর্স-প্রেম চর্চার মধ্যেই ফের শিরোনামে উঠে এলেন তিয়াশা৷ দ্বিতীয়বার বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত্বা অভিনেত্রী৷ খবরটা শুনে সকলের চোখ কপালে উঠলেও এমনটাই বলছেন নেটিজেনরা৷
1/7
টলিউড তারকাদের ব্যক্তিগত জীবন জানার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন ভক্তরা৷  তেমনই প্রতিদিনই কেউ নতুন সম্পর্কে জড়াচ্ছেন তো কারোর ভাঙছে৷ আসলে অভিনয়ের বাইরে তারকাদের রঙিন জীবনে সকলেরই আগ্রহ তুঙ্গে৷
টলিউড তারকাদের ব্যক্তিগত জীবন জানার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন ভক্তরা৷ তেমনই প্রতিদিনই কেউ নতুন সম্পর্কে জড়াচ্ছেন তো কারোর ভাঙছে৷ আসলে অভিনয়ের বাইরে তারকাদের রঙিন জীবনে সকলেরই আগ্রহ তুঙ্গে৷
advertisement
2/7
টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী তিয়াশা লেপচাকে নিয়েও ভক্তদের উত্তেজনা তুঙ্গে৷ অভিনেতা সুবান রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সেই বিয়ে টেকেনি৷ বর্তমানে অভিনেত্রীর নতুন প্রেম নিয়েও চর্চা বাড়ছে৷
টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী তিয়াশা লেপচাকে নিয়েও ভক্তদের উত্তেজনা তুঙ্গে৷ অভিনেতা সুবান রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সেই বিয়ে টেকেনি৷ বর্তমানে অভিনেত্রীর নতুন প্রেম নিয়েও চর্চা বাড়ছে৷
advertisement
3/7
ডিভোর্স-প্রেম চর্চার মধ্যেই ফের শিরোনামে উঠে এলেন তিয়াশা৷ দ্বিতীয়বার বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত্বা অভিনেত্রী৷ খবরটা শুনে সকলের চোখ কপালে উঠলেও এমনটাই বলছেন নেটিজেনরা৷
ডিভোর্স-প্রেম চর্চার মধ্যেই ফের শিরোনামে উঠে এলেন তিয়াশা৷ দ্বিতীয়বার বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত্বা অভিনেত্রী৷ খবরটা শুনে সকলের চোখ কপালে উঠলেও এমনটাই বলছেন নেটিজেনরা৷
advertisement
4/7
সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও শেয়ার করেছেন তিয়াশা৷ যেখানে অভিনেত্রীকে বাংলা মিডিয়ামের-সহ অভিনেতা নীল ভট্টাচার্যর সঙ্গে দেখা গিয়েছে৷
সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও শেয়ার করেছেন তিয়াশা৷ যেখানে অভিনেত্রীকে বাংলা মিডিয়ামের-সহ অভিনেতা নীল ভট্টাচার্যর সঙ্গে দেখা গিয়েছে৷
advertisement
5/7
সালোয়ার কামিজ পরে ভিডিও পোস্ট করতেই ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী৷ তিয়াশার এই রিল ভিডিওতে এক নেটিজেন কমেন্টে লিখেছেন- এই প্রথম তিয়াশাকে প্রেগন্যান্ট মনে হল৷ অন্য একজন লিখেছেন- আমার মত কে কে মনে করছো, যে তিয়াশা দি প্রেগন্যান্ট৷ এই পোস্ট নিয়েই এখন সমালোচনা চলছে৷
সালোয়ার কামিজ পরে ভিডিও পোস্ট করতেই ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী৷ তিয়াশার এই রিল ভিডিওতে এক নেটিজেন কমেন্টে লিখেছেন- এই প্রথম তিয়াশাকে প্রেগন্যান্ট মনে হল৷ অন্য একজন লিখেছেন- আমার মত কে কে মনে করছো, যে তিয়াশা দি প্রেগন্যান্ট৷ এই পোস্ট নিয়েই এখন সমালোচনা চলছে৷
advertisement
6/7
তিয়াশার এই রিল ভিডিওতে নাকি বেবিবাম্প স্পষ্ট ধরা পড়েছে, তেমনটাই দাবি নেটিজেনদের৷ তবে কি দ্বিতীয় বিয়ের আগে সত্যিই অন্তঃসত্ত্বা তিয়াশা? তা নিয়ে জল্পনা বাড়ছে৷ এর আগে দিদি নম্বর ওয়ানে মজার ছলে নিজের বিয়ে প্রসঙ্গে জানিয়েছিলেন যে, ২০২৫ সালে নাকি বিয়ে করবেন, আবার এটাও বলেছিলেন তিনি সিঙ্গেল৷
তিয়াশার এই রিল ভিডিওতে নাকি বেবিবাম্প স্পষ্ট ধরা পড়েছে, তেমনটাই দাবি নেটিজেনদের৷ তবে কি দ্বিতীয় বিয়ের আগে সত্যিই অন্তঃসত্ত্বা তিয়াশা? তা নিয়ে জল্পনা বাড়ছে৷ এর আগে দিদি নম্বর ওয়ানে মজার ছলে নিজের বিয়ে প্রসঙ্গে জানিয়েছিলেন যে, ২০২৫ সালে নাকি বিয়ে করবেন, আবার এটাও বলেছিলেন তিনি সিঙ্গেল৷
advertisement
7/7
তবে কি সত্যিই সিঙ্গল নাকি নতুন সম্পর্কে রয়েছেন তিয়াশা, এই নিয়ে বাড়ছে জল্পনা৷ বাংলা মিডিয়াম ধারাবাহিকের পর অনেকদিন কোনও ধারাবাহিকে দেখা যাচ্ছে না তিয়াশাকে৷ তবে সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের ধরে রাখতে হামেশাই রিল ভিডিও পোস্ট করেন অভিনেত্রী৷ যা নিমেষের মধ্যে ভাইরাল হয়৷
তবে কি সত্যিই সিঙ্গল নাকি নতুন সম্পর্কে রয়েছেন তিয়াশা, এই নিয়ে বাড়ছে জল্পনা৷ বাংলা মিডিয়াম ধারাবাহিকের পর অনেকদিন কোনও ধারাবাহিকে দেখা যাচ্ছে না তিয়াশাকে৷ তবে সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের ধরে রাখতে হামেশাই রিল ভিডিও পোস্ট করেন অভিনেত্রী৷ যা নিমেষের মধ্যে ভাইরাল হয়৷
advertisement
advertisement
advertisement