1/ 5


অতিমারীর মহাসঙ্কটের মধ্যেই কিছুদিন আগে খুশির খবর জানিয়েছিলেন ৷ গত ৭ সেপ্টেম্বর মা হয়েছেন অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার ৷ বিয়ের দেড় বছরের মাথাতেই এই খুশির খবর দেন বাঙালি অভিনেত্রী ৷ (Photo Courtesy: Ankita Majumder Paul/Facebook)
2/ 5


কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অঙ্কিতা ৷ মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছিলেন অভিনেত্রী ৷ এবার শেয়ার করলেন মেয়ের ছবিও ৷ (Photo Courtesy: Ankita Majumder Paul/Facebook)
3/ 5


এর আগে মেয়ের ছোট্ট হাতের ছবি প্রকাশ্যে এসেছিল ৷ সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে তাঁর মা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী ৷ এবার শেয়ার করলেন মেয়ের আরও বেশ কয়েকটি ছবি ৷ (Photo Courtesy: Ankita Majumder Paul/Facebook)
4/ 5


সদ্যোজাত কন্যার নাম রেখেছেন আরুন্য পল (AARUNYA PAUL) ৷ (Photo Courtesy: Ankita Majumder Paul/Facebook)