Anupam Roy-Prashmita Paul Marriage: আবার বিয়ে অনুপমের, খবর পেয়ে কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী-র 'সেরা' প্রতিক্রিয়া!

Last Updated:
Anupam Roy's Third Marriage, Sreemoyee Chattoraj's reaction: কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর প্রেম পর্ব নিয়ে অনেক ঘরোয়া অশান্তির খবর সামনে এসেছে৷ সেদিক থেকে তুলনায় খুবই নির্ঝঞ্ঝাট ভাবে এবং লোকচক্ষুর আড়ালে গিয়ে প্রেম করেছেন অনুপম-প্রস্মিতা৷ ২ মার্চ রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে দু’জনের৷
1/14
মার্চ মাসে একের পর এক বিয়ে টলি পাড়ায়৷ কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে হবে মার্চের ৬ তারিখ৷ তার আগে ২ মার্চ বিয়ে করছেন অনুপম-প্রস্মীতা৷
মার্চ মাসে একের পর এক বিয়ে টলি পাড়ায়৷ কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে হবে মার্চের ৬ তারিখ৷ তার আগে ২ মার্চ বিয়ে করছেন অনুপম-প্রস্মীতা৷
advertisement
2/14
কাঞ্চনের মতো এটাই অনুপমের তৃতীয় বিয়ে৷ তাঁর প্রাক্তন দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়৷
কাঞ্চনের মতো এটাই অনুপমের তৃতীয় বিয়ে৷ তাঁর প্রাক্তন দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়৷
advertisement
3/14
পরম-পিয়ার বিয়ে নিয়ে বিস্তর চর্চা চলেছিল নেট দুনিয়ায়৷
পরম-পিয়ার বিয়ে নিয়ে বিস্তর চর্চা চলেছিল নেট দুনিয়ায়৷
advertisement
4/14
পিয়ার সঙ্গে অনুপমের বিবাহবিচ্ছেদ হয় বেশ কিছু সময় আগেই৷ তখন থেকেই একাকী ছিলেন অনুপম৷
পিয়ার সঙ্গে অনুপমের বিবাহবিচ্ছেদ হয় বেশ কিছু সময় আগেই৷ তখন থেকেই একাকী ছিলেন অনুপম৷
advertisement
5/14
তবে গানের সূত্রে তাঁর সঙ্গে যোগাযোগ সঙ্গীত শিল্পী প্রস্মিতার৷ প্রায় ২০১১ নাগাদ নতুনদের নিয়ে একটি গান তৈরি হয়েছিল৷ সেখানেই অনুপম ও প্রস্মিতার আলাপ৷
তবে গানের সূত্রে তাঁর সঙ্গে যোগাযোগ সঙ্গীত শিল্পী প্রস্মিতার৷ প্রায় ২০১১ নাগাদ নতুনদের নিয়ে একটি গান তৈরি হয়েছিল৷ সেখানেই অনুপম ও প্রস্মিতার আলাপ৷
advertisement
6/14
পেশাগত ভাবেই দু’জন দু’জনকে চেনেন এবং সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব৷ যদিও তাঁদের সম্পর্ক তৈরি হয়েছে গত ১ বছর৷
পেশাগত ভাবেই দু’জন দু’জনকে চেনেন এবং সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব৷ যদিও তাঁদের সম্পর্ক তৈরি হয়েছে গত ১ বছর৷
advertisement
7/14
পিয়া-পরমের বিয়ের সময় থেকেই অনুপম-প্রস্মিতার প্রেমের গুঞ্জন চলছিল৷ এবার তাতে শিলমোহর পড়ল৷
পিয়া-পরমের বিয়ের সময় থেকেই অনুপম-প্রস্মিতার প্রেমের গুঞ্জন চলছিল৷ এবার তাতে শিলমোহর পড়ল৷
advertisement
8/14
ইতিমধ্যেই প্রস্মিতার প্রোফাইল সকলেরই জানা৷ তিনি গায়িকা হিসেবে জনপ্রিয়৷ তবে এর পাশাপাশি তিনি চাকরি করেন একটি আন্তর্জাতিক সংস্থায়৷
ইতিমধ্যেই প্রস্মিতার প্রোফাইল সকলেরই জানা৷ তিনি গায়িকা হিসেবে জনপ্রিয়৷ তবে এর পাশাপাশি তিনি চাকরি করেন একটি আন্তর্জাতিক সংস্থায়৷
advertisement
9/14
এই নিয়ে তৃতীয়বার বিয়ে করছেন অনুপম রায়৷ একইভাবে তৃতীয়বার বিয়ে করছেন কাঞ্চন মল্লিকও৷ -Photo Courtesy: Anupam Roy/ Facebook
এই নিয়ে তৃতীয়বার বিয়ে করছেন অনুপম রায়৷ একইভাবে তৃতীয়বার বিয়ে করছেন কাঞ্চন মল্লিকও৷ -Photo Courtesy: Anupam Roy/ Facebook
advertisement
10/14
অনুপম-প্রস্মিতার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছেন কাঞ্চন মল্লিকের তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজ৷
অনুপম-প্রস্মিতার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছেন কাঞ্চন মল্লিকের তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজ৷
advertisement
11/14
একেবারে অনুপমকে দরাজ সার্টিফিকেট দেন শ্রীময়ী৷
একেবারে অনুপমকে দরাজ সার্টিফিকেট দেন শ্রীময়ী৷
advertisement
12/14
অনুপম-প্রস্মিতার বিয়ের খবরে তিনি লেখেন, দারুণ খবর! অনুপম রায় খুবই ভাল মানুষ৷ অনেক শুভেচ্ছা দু’জনকে৷
অনুপম-প্রস্মিতার বিয়ের খবরে তিনি লেখেন, দারুণ খবর! অনুপম রায় খুবই ভাল মানুষ৷ অনেক শুভেচ্ছা দু’জনকে৷
advertisement
13/14
কাঞ্চন-শ্রীময়ীর মতোই অনুপম রায় ও প্রস্মিতা পালের বয়সের পার্থক্য অনেকটা৷
কাঞ্চন-শ্রীময়ীর মতোই অনুপম রায় ও প্রস্মিতা পালের বয়সের পার্থক্য অনেকটা৷
advertisement
14/14
কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর প্রেম পর্ব নিয়ে অনেক ঘরোয়া অশান্তির খবর সামনে এসেছে৷ সেদিক থেকে তুলনায় খুবই নির্ঝঞ্ঝাট ভাবে এবং লোকচক্ষুর আড়ালে গিয়ে প্রেম করেছেন অনুপম-প্রস্মিতা৷ ২ মার্চ রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে দু’জনের৷
কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর প্রেম পর্ব নিয়ে অনেক ঘরোয়া অশান্তির খবর সামনে এসেছে৷ সেদিক থেকে তুলনায় খুবই নির্ঝঞ্ঝাট ভাবে এবং লোকচক্ষুর আড়ালে গিয়ে প্রেম করেছেন অনুপম-প্রস্মিতা৷ ২ মার্চ রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে দু’জনের৷
advertisement
advertisement
advertisement