Anu Aggarwal: ভয়ানক দুর্ঘটনার পর ২৯ দিন কোমায়, স্মৃতিশক্তি একেবারে শেষ! 'আশিকি' ছবির অনু এখন কোথায়?

Last Updated:
Anu Aggarwal Aashiqui: 'জাতীয় ক্রাশ' শব্দটির উদ্ভাবন সম্ভবত ৯০-এর দশকে অনুকে ঘিরেই তৈরি হয়। তবে রাতারাতি সুপারস্টার এই নায়িকা রাতারাতি হারিয়েছিলেন সমস্ত খ্যাতি।
1/13
ছকভাঙা অভিনেত্রী। মডেলিং থেকে বলিউডের নতুন মুখের জনপ্রিয় অভিনেত্রী হয়ে রাতারাতি নজর কেড়েছিলেন অনু আগরওয়াল। ৯০-এর দশকে রাহুল রয়ের সঙ্গে 'আশিকি' ছবিতে কাজ করে 'সুপারস্টার' হয়েছিলেন অনু।
ছকভাঙা অভিনেত্রী। মডেলিং থেকে বলিউডের নতুন মুখের জনপ্রিয় অভিনেত্রী হয়ে রাতারাতি নজর কেড়েছিলেন অনু আগরওয়াল। ৯০-এর দশকে রাহুল রয়ের সঙ্গে 'আশিকি' ছবিতে কাজ করে 'সুপারস্টার' হয়েছিলেন অনু।
advertisement
2/13
'জাতীয় ক্রাশ' শব্দটির উদ্ভাবন সম্ভবত ৯০-এর দশকে অনুকে ঘিরেই তৈরি হয়। তবে রাতারাতি সুপারস্টার এই নায়িকা রাতারাতি হারিয়েছিলেন সমস্ত খ্যাতি।
'জাতীয় ক্রাশ' শব্দটির উদ্ভাবন সম্ভবত ৯০-এর দশকে অনুকে ঘিরেই তৈরি হয়। তবে রাতারাতি সুপারস্টার এই নায়িকা রাতারাতি হারিয়েছিলেন সমস্ত খ্যাতি।
advertisement
3/13
'আশিকি' ছবি থেকে রাতারাতি পরিচিতি পেতে শুরু করেন। মাত্র ২১ বছর বয়সে বলিউডে পদার্পণ করেছিলেন। তবে আশিকির আকাশছোঁয়া সাফল্যে পালটে যায় অনুর ভাগ্য।
'আশিকি' ছবি থেকে রাতারাতি পরিচিতি পেতে শুরু করেন। মাত্র ২১ বছর বয়সে বলিউডে পদার্পণ করেছিলেন। তবে আশিকির আকাশছোঁয়া সাফল্যে পালটে যায় অনুর ভাগ্য।
advertisement
4/13
অনুকে দূরদর্শনের ধারাবাহিক 'ইসি বাহানে'-তে দেখা গিয়েছিল। এই ধারাবাহিকটি ১৯৮৮ সালে সম্প্রচারিত হত। প্রথম সিনেমাতে অভিনয় করে বাজিমাত করেছিলেন অনু। আশিকির পর রাকেশ রোশনের 'কিং আঙ্কেল' ছবিতে কাজ করেন। 'রিটার্ন অফ জুয়েল' ছিল অনুর শেষ বক্স অফিস রিলিজ। বলিউডের সেই সাফল্য ধরে রাখতে পারেননি নায়িকা।
অনুকে দূরদর্শনের ধারাবাহিক 'ইসি বাহানে'-তে দেখা গিয়েছিল। এই ধারাবাহিকটি ১৯৮৮ সালে সম্প্রচারিত হত। প্রথম সিনেমাতে অভিনয় করে বাজিমাত করেছিলেন অনু। আশিকির পর রাকেশ রোশনের 'কিং আঙ্কেল' ছবিতে কাজ করেন। 'রিটার্ন অফ জুয়েল' ছিল অনুর শেষ বক্স অফিস রিলিজ। বলিউডের সেই সাফল্য ধরে রাখতে পারেননি নায়িকা।
advertisement
5/13
একটি ছবিতে অভিনয় করেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন অনু এবং রাতারাতি হারিয়ে ফেলেছিলেন সেই খ্যাতি। কেন না, তারপর তাঁকে আর দেখতে পাওয়া যায়নি অন্য কোনও ছবিতেই।
একটি ছবিতে অভিনয় করেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন অনু এবং রাতারাতি হারিয়ে ফেলেছিলেন সেই খ্যাতি। কেন না, তারপর তাঁকে আর দেখতে পাওয়া যায়নি অন্য কোনও ছবিতেই।
advertisement
6/13
১৯৯০ সালে মুক্তি পায় 'আশিকি'। আলিয়া ভাটের বাবা মহেশ ভাটের পরিচালনায় তৈরি ছবিতে অভিনয় করেন আর এক হারিয়ে যাওয়া অভিনেতা রাহুল রয়। তিনি ছিলেন নায়ক। বলিউডে 'আশিকি' ব্লকবাস্টার হিট করার পর অভিনয় দুনিয়া থেকে সরে আসেন অনু। ৫ বছর পর ভয়ানক পথ দুর্ঘটনা হয় অনুর।
১৯৯০ সালে মুক্তি পায় 'আশিকি'। আলিয়া ভাটের বাবা মহেশ ভাটের পরিচালনায় তৈরি ছবিতে অভিনয় করেন আর এক হারিয়ে যাওয়া অভিনেতা রাহুল রয়। তিনি ছিলেন নায়ক। বলিউডে 'আশিকি' ব্লকবাস্টার হিট করার পর অভিনয় দুনিয়া থেকে সরে আসেন অনু। ৫ বছর পর ভয়ানক পথ দুর্ঘটনা হয় অনুর।
advertisement
7/13
২৯ দিন কোমায় ছিলেন তিনি। স্মৃতিশক্তি এক্কেবারে হারিয়ে ফেলেছিলেন। ভুলে গিয়েছিলেন তিনি যে 'আশিকি'-তে অভিনয় করেছিলেন। সিনেমায় নিজেকে দেখেও মনে করতে পারতেন না কিছু।
২৯ দিন কোমায় ছিলেন তিনি। স্মৃতিশক্তি এক্কেবারে হারিয়ে ফেলেছিলেন। ভুলে গিয়েছিলেন তিনি যে 'আশিকি'-তে অভিনয় করেছিলেন। সিনেমায় নিজেকে দেখেও মনে করতে পারতেন না কিছু।
advertisement
8/13
সেই সময় অভিনেত্রীর মা তাঁকে মনে করানোর চেষ্টা করতেন তাঁর অতীত। নিজেও অভিনয় করে দেখাতেন অনুকে।
সেই সময় অভিনেত্রীর মা তাঁকে মনে করানোর চেষ্টা করতেন তাঁর অতীত। নিজেও অভিনয় করে দেখাতেন অনুকে।
advertisement
9/13
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অনু বলেছেন, ''পর্দায় যে মেয়েটাকে দেখতাম, তাঁকে দেখে মনে হয়নি আমি অভিনয় করছি। কিন্তু অনুভূতিগুলো কাজ করত আমার।''
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অনু বলেছেন, ''পর্দায় যে মেয়েটাকে দেখতাম, তাঁকে দেখে মনে হয়নি আমি অভিনয় করছি। কিন্তু অনুভূতিগুলো কাজ করত আমার।''
advertisement
10/13
'আশিকি' নায়িকা অনু আগরওয়ালের বর্তমান ছবি দেখলে চিনে ওঠা মুশকিল।
'আশিকি' নায়িকা অনু আগরওয়ালের বর্তমান ছবি দেখলে চিনে ওঠা মুশকিল।
advertisement
11/13
হিট সিনেমা দেওয়া অভিনেত্রী এখন লাইমলাইট থেকে দূরেই থাকেন। খুব সাধারণ তাঁর জীবনযাপন।
হিট সিনেমা দেওয়া অভিনেত্রী এখন লাইমলাইট থেকে দূরেই থাকেন। খুব সাধারণ তাঁর জীবনযাপন।
advertisement
12/13
এই মুহূর্তে অভিনয়ে কামব্যাক করতে চাইছেন অনু।
এই মুহূর্তে অভিনয়ে কামব্যাক করতে চাইছেন অনু।
advertisement
13/13
নানা ধরনের চিত্রনাট্য পড়ছেন তিনি। নির্মাতাদের সঙ্গেও দেখা করছেন। তিন দশক পর পর্দায় ফিরবেন বলে মনস্থির করেছেন অভিনেত্রী।
নানা ধরনের চিত্রনাট্য পড়ছেন তিনি। নির্মাতাদের সঙ্গেও দেখা করছেন। তিন দশক পর পর্দায় ফিরবেন বলে মনস্থির করেছেন অভিনেত্রী।
advertisement
advertisement
advertisement