Jeetu Kamal-Nabanita Das: 'আমার বহু রাতের আশ্রয় ছিল', নবনীতার পর ফের জিতুর জীবনে বিচ্ছেদের সুর
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
নবনীতার সঙ্গে বিচ্ছেদের খবর পাওয়ার পর থেকে তাঁর প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ নবনীতার সঙ্গে বিচ্ছেদের পর এবার আবার বিচ্ছেদের সুর জিতুর জীবনে।
advertisement
advertisement
advertisement
advertisement
অভিনেতা গাড়ির সঙ্গে তোলা নিজের ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমার প্রিয়’র ছুটি হল। অনেক উঠা-পড়ার সাক্ষী ছিলো এই লাল ষাঁড়। বহু রাতের আশ্রয়ও ছিল আমার… আজ, মিলিয়ে যাওয়ার সময় সত্যিই চোখটা চিক-চিক করে উঠেছিল। কেন! তা,লিখে বা বলে বোঝাতে অক্ষম বন্ধু। ছোট্ট ছিল, কিন্তু বড্ড আপন ছিল। #আমারলালষাঁড়..."