Aditya-Shraddha: গভীর রাতে শ্রদ্ধার বাড়ি থেকে বেরচ্ছেন আদিত্য... অনন্যা অতীত? তোলপাড় করা খবর বলিউডে
- Published by:Rachana Majumder
- trending desk
Last Updated:
গত মাস অবধি অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে আদিত্য ডেট করছেন বলে শোনা গিয়েছিল। কিন্তু এই ছবি সামনে আসার পর অনেকেই মনে করছেন ‘ওকে জানু’-র সহ অভিনেত্রীর সঙ্গে আদিত্যর ফের প্যাচ আপ হল বোধহয়।
advertisement
advertisement
আদিত্য ও শ্রদ্ধা ভক্তদের হৃদয়ে যে এই ছবি ঝড় তুলেছে বলাইবাহুল্য। এক ইউজার ছবিতে কমেন্ট করেছেন, “এই দু’জন যদি বিয়ে করে ইন্টারনেট পাগল হয়ে যাবে”। আরেক ইউজার লিখেছেন, “রাহুল মোদি একটা সিনেমা করছেন। তাতে শ্রদ্ধা এবং আদিত্য রায় কাপুরের থাকার কথা”। বলে রাখা ভাল, শ্রদ্ধা ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর লেখক রাহুল মোদির সঙ্গে ডেটিং করছেন বলে গুজব রয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে নিউজ 18 শোসা রিল অ্যা ওয়ার্ডস ২০২৪-এর মঞ্চে একসঙ্গে হাজির হয়েছিলেন শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রায় কাপুর। ‘দ্য নাইট ম্যানেজার’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য আদিত্য ওটিটি-র সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন। অন্য দিকে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছিলেন শ্রদ্ধা কাপুর।
advertisement
advertisement