আবাসনের চেয়ারপার্সনকে খুন করতে চাইলেন পায়েল ! গ্রেফতার অভিনেত্রী

Last Updated:
Payel Rohatgi: পায়েলের এই ঘটনায় আতঙ্কে রয়েছেন আবাসনের সকলে।
1/5
পায়েল রোহাতগি (Payel Rohatgi)। বলিউডের অভিনেত্রী এবং মডেল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পায়েলকে বহু বার সোশ্যাল মিডিয়ায় এসে সুশান্তের হয়ে কথা বলতে দেখা যায়। তাঁর দাবি ছিল সুশান্তকে খুন করা হয়েছে। এবং তিনি জানেন এটা কাদের কাজ। বলিটাউনের অনেককেই দোষারোপ করেছিলেন তিনি। এবার নিজেই খুন করতে চাইলেন। photo source Instagram
পায়েল রোহাতগি (Payel Rohatgi)। বলিউডের অভিনেত্রী এবং মডেল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পায়েলকে বহু বার সোশ্যাল মিডিয়ায় এসে সুশান্তের হয়ে কথা বলতে দেখা যায়। তাঁর দাবি ছিল সুশান্তকে খুন করা হয়েছে। এবং তিনি জানেন এটা কাদের কাজ। বলিটাউনের অনেককেই দোষারোপ করেছিলেন তিনি। এবার নিজেই খুন করতে চাইলেন। photo source Instagram
advertisement
2/5
তাও নিজের আবাসনের বয়স্ক চেয়ারপার্সনকে খুন করতে চাইলেন পায়েল। সকলের সামনে দিলেন প্রাণে মেরে ফেলার হুমকি। photo source Instagram
তাও নিজের আবাসনের বয়স্ক চেয়ারপার্সনকে খুন করতে চাইলেন পায়েল। সকলের সামনে দিলেন প্রাণে মেরে ফেলার হুমকি। photo source Instagram
advertisement
3/5
প্রায়ই পায়েলের সঙ্গে ওই ভদ্রলোকের ঝামেলা লেগে থাকত। কিছুতেই মিটছিল না। এর আগেও অনেকবার ধমকেছেন পায়েল ওই ভদ্রলোককে। এবার একেবারে প্রাণে মারার হুমকি দিলেন। photo source Instagram
প্রায়ই পায়েলের সঙ্গে ওই ভদ্রলোকের ঝামেলা লেগে থাকত। কিছুতেই মিটছিল না। এর আগেও অনেকবার ধমকেছেন পায়েল ওই ভদ্রলোককে। এবার একেবারে প্রাণে মারার হুমকি দিলেন। photo source Instagram
advertisement
4/5
আবাসনের মিটিংয়ের মাঝখানে রেগে গিয়ে ওই ভদ্রলোককে খুন করবেন বলে হুমকি দেন। এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়। তখন আবাসনের সকলে পুলিশে অভিযোগ করেন। photo source Instagram
আবাসনের মিটিংয়ের মাঝখানে রেগে গিয়ে ওই ভদ্রলোককে খুন করবেন বলে হুমকি দেন। এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়। তখন আবাসনের সকলে পুলিশে অভিযোগ করেন। photo source Instagram
advertisement
5/5
এরপর গ্রেফতার করা হয় পায়েলকে। এর আগেও একবার ২০১৯ সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার হয়েছিলেন তিনি। photo source Instagram
এরপর গ্রেফতার করা হয় পায়েলকে। এর আগেও একবার ২০১৯ সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার হয়েছিলেন তিনি। photo source Instagram
advertisement
advertisement
advertisement