Mukesh Khanna Net Worth: টাকার কোনও অন্ত নেই! ফিল্মে ফ্লপ, শক্তিমান হিসেবেই এত রোজগার? অভিনেতা মুকেশ খান্না তো ধনকুবের, সম্পত্তি গুনে শেষ হবে না

Last Updated:
Mukesh Khanna aka Shaktimaan Net Worth:মুকেশ খান্না তাঁর শো এবং কাজের ভিত্তিতে প্রচুর উপার্জন করেছেন। তিনি তাঁর ইউটিউব চ্যানেল থেকেও প্রচুর আয় করেন।
1/6
৯র দশকের 'শক্তিমান' আবার ফিরবে, তবে এবার বড়পর্দায়৷ এনিয়ে অনেক আলোচনা, শোরগোল৷ আর তার কেন্দ্র বিন্দুতে অবশ্যই শক্তিমান মুকেশ খান্না৷ এই সময় দাঁড়িয়ে পর্দায় শক্তিমান হওয়ার কথা ছিল রণবীর সিং-এর৷ তবে তাঁকে প্রত্যাখ্যান করেন মুকেশ৷ এরপর টাইগার শ্রফের নাম উঠে এলেও তাঁকে পছন্দ হয়নি৷ এরপর নিজেই শক্তিমান সেজে সাংবাদিক সম্মলনে এসে ছবিটি নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বললেও অভিনয় ও মুক্তির বিষয়ে কিছু জানাননি।
৯র দশকের 'শক্তিমান' আবার ফিরবে, তবে এবার বড়পর্দায়৷ এনিয়ে অনেক আলোচনা, শোরগোল৷ আর তার কেন্দ্র বিন্দুতে অবশ্যই শক্তিমান মুকেশ খান্না৷ এই সময় দাঁড়িয়ে পর্দায় শক্তিমান হওয়ার কথা ছিল রণবীর সিং-এর৷ তবে তাঁকে প্রত্যাখ্যান করেন মুকেশ৷ এরপর টাইগার শ্রফের নাম উঠে এলেও তাঁকে পছন্দ হয়নি৷ এরপর নিজেই শক্তিমান সেজে সাংবাদিক সম্মলনে এসে ছবিটি নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বললেও অভিনয় ও মুক্তির বিষয়ে কিছু জানাননি।
advertisement
2/6
মুকেশ খান্না, বয়স ৬৬ বছর। তাঁর ক্যারিয়ার ৪০ বছরেরও বেশি সময় ধরে। ১৯৮১ সালে 'রুহি' ছবি দিয়ে বলিউডে প্রবেশ করেন তিনি। বি আর চোপড়ার 'মহাভারত'-এ ভীষ্ম পিতামহের ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই সময় থেকেই তিনি সুপরিচিত৷
মুকেশ খান্না, বয়স ৬৬ বছর। তাঁর ক্যারিয়ার ৪০ বছরেরও বেশি সময় ধরে। ১৯৮১ সালে 'রুহি' ছবি দিয়ে বলিউডে প্রবেশ করেন তিনি। বি আর চোপড়ার 'মহাভারত'-এ ভীষ্ম পিতামহের ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই সময় থেকেই তিনি সুপরিচিত৷
advertisement
3/6
তবে জনপ্রিয়তা পেয়েছেন 'শক্তিমান' থেকে। ১৯৯৭ থেকে ২০০৫ পর্যন্ত, মুকেশ খান্না একজন ভারতীয় সুপারহিরো হিসাবে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যান, নিজের ব্র্যান্ড তৈরি করে ফেলেন৷
তবে জনপ্রিয়তা পেয়েছেন 'শক্তিমান' থেকে। ১৯৯৭ থেকে ২০০৫ পর্যন্ত, মুকেশ খান্না একজন ভারতীয় সুপারহিরো হিসাবে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যান, নিজের ব্র্যান্ড তৈরি করে ফেলেন৷
advertisement
4/6
মুকেশ খান্নার ফিল্ম কেরিয়ার খুব বেশি এগোয়নি৷ ৬০ টিরও বেশি ছবিতে কাজ করেছেন এবং তাঁর বেশিরভাগই ফ্লপ। লিড এবং সাপোর্টিং হিরো থেকে শুরু করে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি। 'সওদাগর', 'রাজা', 'বারসাত', 'ম্যায় খিলাড়ি তু আনারি' এবং হেরা ফেরির মতো সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু 'শক্তিমান' তাঁকে এখন পর্যন্ত জনপ্রিয় করে রেখেছে।
মুকেশ খান্নার ফিল্ম কেরিয়ার খুব বেশি এগোয়নি৷ ৬০ টিরও বেশি ছবিতে কাজ করেছেন এবং তাঁর বেশিরভাগই ফ্লপ। লিড এবং সাপোর্টিং হিরো থেকে শুরু করে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি। 'সওদাগর', 'রাজা', 'বারসাত', 'ম্যায় খিলাড়ি তু আনারি' এবং হেরা ফেরির মতো সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু 'শক্তিমান' তাঁকে এখন পর্যন্ত জনপ্রিয় করে রেখেছে।
advertisement
5/6
ছবিতে তেমন সাফল্য না পেয়ে মুকেশ খান্না তাঁর নিজস্ব প্রোডাকশন হাউস ভীষ্ম ইন্টারন্যাশনাল শুরু করেন। এই প্রোডাকশন হাউসের ব্যানারে তিনি শক্তিমান প্রযোজনা করেন এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেন। এই ব্যানারের অধীনে তিনি 'আর্যমান' এবং সৈতেলার মতো টিভি শোও প্রযোজনা করেন। পরে প্রযোজনার একটি ইউটিউব চ্যানেলও তৈরি করা হয়।
ছবিতে তেমন সাফল্য না পেয়ে মুকেশ খান্না তাঁর নিজস্ব প্রোডাকশন হাউস ভীষ্ম ইন্টারন্যাশনাল শুরু করেন। এই প্রোডাকশন হাউসের ব্যানারে তিনি শক্তিমান প্রযোজনা করেন এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেন। এই ব্যানারের অধীনে তিনি 'আর্যমান' এবং সৈতেলার মতো টিভি শোও প্রযোজনা করেন। পরে প্রযোজনার একটি ইউটিউব চ্যানেলও তৈরি করা হয়।
advertisement
6/6
মুকেশ খান্না তাঁর শো এবং কাজের ভিত্তিতে প্রচুর উপার্জন করেছেন। তিনি তাঁর ইউটিউব চ্যানেল থেকেও প্রচুর আয় করেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২২ কোটি টাকা। তিনি যদি 'শক্তিমান' নিয়ে একটি ছবি করেন, তাহলে অবশ্যই তাঁর মোট সম্পত্তির পরিমাণ আরও বাড়বে। তিনি নিজেই শক্তিমান চরিত্রে অভিনয় করতে পারেন। ভক্তদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন তিনি।
মুকেশ খান্না তাঁর শো এবং কাজের ভিত্তিতে প্রচুর উপার্জন করেছেন। তিনি তাঁর ইউটিউব চ্যানেল থেকেও প্রচুর আয় করেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২২ কোটি টাকা। তিনি যদি 'শক্তিমান' নিয়ে একটি ছবি করেন, তাহলে অবশ্যই তাঁর মোট সম্পত্তির পরিমাণ আরও বাড়বে। তিনি নিজেই শক্তিমান চরিত্রে অভিনয় করতে পারেন। ভক্তদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন তিনি।
advertisement
advertisement
advertisement