Abir Chatterjee: আবীর চট্টোপাধ্যায়ের ডান গালে ক্ষতচিহ্নের কারণ জানেন? নেপথ্যে ভয়ঙ্কর এক দুর্ঘটনা!

Last Updated:
Abir Chatterjee: আবীরের ভক্ত হোন বা না হোন, সকলেই জানেন, অভিনেতার ডান গালে একটি কাটা দাগ রয়েছে। জানেন কি তার উৎস কী? এটি জন্ম থেকে ছিল না। ছোটবেলায় একটি দুর্ঘটনায় এই দাগ তৈরি হয়েছে।
1/6
‘ফাটাফাটি’! ছবি দেখে এমনই প্রশংসার বন্যা দর্শকদের মুখে। উইন্ডোজ প্রোডাকশনসের নতুন ছবি মুক্তি পেয়েছে গত শুক্রবার। তার পর থেকেই ছবির কলাকুশলীরা আলোচনার কেন্দ্রে। আবীর চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, স্বস্তিকা দত্ত প্রমুখ।
‘ফাটাফাটি’! ছবি দেখে এমনই প্রশংসার বন্যা দর্শকদের মুখে। উইন্ডোজ প্রোডাকশনসের নতুন ছবি মুক্তি পেয়েছে গত শুক্রবার। তার পর থেকেই ছবির কলাকুশলীরা আলোচনার কেন্দ্রে। আবীর চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, স্বস্তিকা দত্ত প্রমুখ।
advertisement
2/6
আবীর চট্টোপাধ্যায় সেই ‘ফাটাফাটি’ নায়ক, যিনি ব্যোমকেশ বক্সী থেকে শুরু করে মধ্যবিত্ত স্বামীর চরিত্র, সবেতেই মুগ্ধ করে দেন দর্শককে। সেই নায়কের জীবনের একটি তথ্য অনেকেই জানেন না।
আবীর চট্টোপাধ্যায় সেই ‘ফাটাফাটি’ নায়ক, যিনি ব্যোমকেশ বক্সী থেকে শুরু করে মধ্যবিত্ত স্বামীর চরিত্র, সবেতেই মুগ্ধ করে দেন দর্শককে। সেই নায়কের জীবনের একটি তথ্য অনেকেই জানেন না।
advertisement
3/6
আবীরের ভক্ত হোন বা না হোন, সকলেই জানেন, অভিনেতার ডান গালে একটি কাটা দাগ রয়েছে। জানেন কি তার উৎস কী? এটি জন্ম থেকে ছিল না। শোনা যায়, ছোটবেলায় একটি দুর্ঘটনায় এই দাগ তৈরি হয়েছে।
আবীরের ভক্ত হোন বা না হোন, সকলেই জানেন, অভিনেতার ডান গালে একটি কাটা দাগ রয়েছে। জানেন কি তার উৎস কী? এটি জন্ম থেকে ছিল না। শোনা যায়, ছোটবেলায় একটি দুর্ঘটনায় এই দাগ তৈরি হয়েছে।
advertisement
4/6
এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্লাস সেভেনে পড়তেন তখন। বৃষ্টির মধ্যে সাইকেল চালাচ্ছিলেন ছোট্ট আবীর। রাস্তা পিচ্ছিল হয়ে ছিল। হঠাৎ রাস্তায় একটি বিড়াল তাঁর সাইকেলের সামনে চলে আসে। সেই মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আবীর।
এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্লাস সেভেনে পড়তেন তখন। বৃষ্টির মধ্যে সাইকেল চালাচ্ছিলেন ছোট্ট আবীর। রাস্তা পিচ্ছিল হয়ে ছিল। হঠাৎ রাস্তায় একটি বিড়াল তাঁর সাইকেলের সামনে চলে আসে। সেই মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আবীর।
advertisement
5/6
সাইকেলের হাতল ডান গালে আঘাত করে। ভয়ঙ্কর ভাবে কেটে যায়। সেই দুর্ঘটনার পর থেকে ডান গালে ওই দাগ পড়ে যায়। কোনও দিন মোছেনি সেটি।
সাইকেলের হাতল ডান গালে আঘাত করে। ভয়ঙ্কর ভাবে কেটে যায়। সেই দুর্ঘটনার পর থেকে ডান গালে ওই দাগ পড়ে যায়। কোনও দিন মোছেনি সেটি।
advertisement
6/6
আসলে এটি ক্ষত। কিন্তু সেই ক্ষত আজ তাঁকে সকলের থেকে আলাদা করে চিহ্নিত করে। এটিই তাঁর অলঙ্কার। প্রতিটি চরিত্রে নতুন মাত্রা এনে দেয় অভিনেতার গালের এই দাগ।
আসলে এটি ক্ষত। কিন্তু সেই ক্ষত আজ তাঁকে সকলের থেকে আলাদা করে চিহ্নিত করে। এটিই তাঁর অলঙ্কার। প্রতিটি চরিত্রে নতুন মাত্রা এনে দেয় অভিনেতার গালের এই দাগ।
advertisement
advertisement
advertisement