Abhijeet Sawant VS Rahul Vaidya: কেউ নিল ট্রফি, কেউ জনপ্রিয়তা! আজ ২০ বছর পর কার বেশি সম্পত্তি? রাহুল বৈদ্য-অভিজিৎ সাওয়ান্তের পারিশ্রমিকের ব্যবধানে চমকে উঠবেন

Last Updated:
Abhijeet Sawant VS Rahul Vaidya: রাহুলের বেতন এবং সম্পত্তি যেভাবে বৃদ্ধি পেতে থাকে, তা থেকে বোঝা যায়, অভিজিৎ কেবল শিরোপা জিতেছিলেন, রাহুল জিতেছিলেন জনপ্রিয়তা, আর সেটাই কাজে লেগেছে পরবর্তীকালে।
1/11
ভারতীয় টেলিভিশনের ইতিহাসে রিয়্যালিটি শো-এর ময়দানে ইতিহাস তৈরি করেছে ‘ইন্ডিয়ান আইডল’। প্রথমবার এরকম একটি রিয়্যালিটি শো। সকলেরই মনে প্রশ্ন জেগেছিল, গোটাটাই বাস্তব নাকি স্ক্রিপ্টেড? এ নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল।
ভারতীয় টেলিভিশনের ইতিহাসে রিয়্যালিটি শো-এর ময়দানে ইতিহাস তৈরি করেছে ‘ইন্ডিয়ান আইডল’। প্রথমবার এরকম একটি রিয়্যালিটি শো। সকলেরই মনে প্রশ্ন জেগেছিল, গোটাটাই বাস্তব নাকি স্ক্রিপ্টেড? এ নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল।
advertisement
2/11
সেই সময়ে তিন প্রতিযোগীর লড়াই প্রত্যক্ষ করেছিল গোটা দেশ- অভিজিৎ সাওয়ান্ত, অমিত সানা এবং রাহুল বৈদ্য। রাহুল তৃতীয় স্থান অধিকার করে, অভিজিৎ সাওয়ান্ত প্রথম স্থান। অমিত সানা দ্বিতীয় হয়েছিলেন।
সেই সময়ে তিন প্রতিযোগীর লড়াই প্রত্যক্ষ করেছিল গোটা দেশ- অভিজিৎ সাওয়ান্ত, অমিত সানা এবং রাহুল বৈদ্য। রাহুল তৃতীয় স্থান অধিকার করে, অভিজিৎ সাওয়ান্ত প্রথম স্থান। অমিত সানা দ্বিতীয় হয়েছিলেন।
advertisement
3/11
কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলা যায়, তৃতীয় স্থান অধিকার করলেও রাহুল সকলের থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। অভিজিৎ ছিলেন সেই মুহূর্তের তারকা। কিন্তু রাহুল আজকের তারকা।
কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলা যায়, তৃতীয় স্থান অধিকার করলেও রাহুল সকলের থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। অভিজিৎ ছিলেন সেই মুহূর্তের তারকা। কিন্তু রাহুল আজকের তারকা।
advertisement
4/11
ইন্ডিয়ান আইডলের পরে, রাহুল বছরের পর বছর বিভিন্ন জায়গায় শো করেছেন। পারফর্মার হিসেবে তাঁর চাহিদা অনেক বেশি ছিল অভিজিতের তুলনায়।
ইন্ডিয়ান আইডলের পরে, রাহুল বছরের পর বছর বিভিন্ন জায়গায় শো করেছেন। পারফর্মার হিসেবে তাঁর চাহিদা অনেক বেশি ছিল অভিজিতের তুলনায়।
advertisement
5/11
রাহুলের বেতন এবং সম্পত্তি যেভাবে বৃদ্ধি পেতে থাকে, তা থেকে বোঝা যায়, অভিজিৎ কেবল শিরোপা জিতেছিলেন, রাহুল জিতেছিলেন জনপ্রিয়তা, আর সেটাই কাজে লেগেছে পরবর্তীকালে।
রাহুলের বেতন এবং সম্পত্তি যেভাবে বৃদ্ধি পেতে থাকে, তা থেকে বোঝা যায়, অভিজিৎ কেবল শিরোপা জিতেছিলেন, রাহুল জিতেছিলেন জনপ্রিয়তা, আর সেটাই কাজে লেগেছে পরবর্তীকালে।
advertisement
6/11
শো প্রতি অভিজিৎ সাওয়ান্তের পারিশ্রমিক আর রাহুল বৈদ্যের পারিশ্রমিকের তুলনা করলেই স্পষ্ট হয়ে যাবে। বিভিন্ন রিপোর্ট এবং ইভেন্ট আয়োজকদের তথ্য অনুযায়ী, ইন্ডিয়ান আইডল বিজয়ী একটি পারফরম্যান্সের জন্য ৬-৮ লক্ষ টাকা নেন।
শো প্রতি অভিজিৎ সাওয়ান্তের পারিশ্রমিক আর রাহুল বৈদ্যের পারিশ্রমিকের তুলনা করলেই স্পষ্ট হয়ে যাবে। বিভিন্ন রিপোর্ট এবং ইভেন্ট আয়োজকদের তথ্য অনুযায়ী, ইন্ডিয়ান আইডল বিজয়ী একটি পারফরম্যান্সের জন্য ৬-৮ লক্ষ টাকা নেন।
advertisement
7/11
কিন্তু শো জেতার পর পর তাঁর কাছে সুযোগের ছড়াছড়ি ছিল। তবে ধীরে ধীরে তাঁর স্টারডম ম্লান হয়ে যায়। কিন্তু যখন তিনি সাফল্যের শীর্ষে, সেই সময়েই বাড়ি কিনে, বিয়ে করে, জীবনে থিতু হয়ে নিয়েছিলেন।
কিন্তু শো জেতার পর পর তাঁর কাছে সুযোগের ছড়াছড়ি ছিল। তবে ধীরে ধীরে তাঁর স্টারডম ম্লান হয়ে যায়। কিন্তু যখন তিনি সাফল্যের শীর্ষে, সেই সময়েই বাড়ি কিনে, বিয়ে করে, জীবনে থিতু হয়ে নিয়েছিলেন।
advertisement
8/11
অন্যদিকে রাহুল নিজের পারিশ্রমিক ধার্য করেন সেই শো-এর দর্শকসংখ্যা দেখে বা কত বড় ব্র্যান্ডের, সে সব দেখে। ১৫ থেকে ১৮ লক্ষের মধ্যে ঘোরাফেরা করে তাঁর ফি। বর্তমানে, রাহুল অভিজিৎ সাওয়ান্তের চেয়ে ১৫০ শতাংশ বেশি টাকা নেন।
অন্যদিকে রাহুল নিজের পারিশ্রমিক ধার্য করেন সেই শো-এর দর্শকসংখ্যা দেখে বা কত বড় ব্র্যান্ডের, সে সব দেখে। ১৫ থেকে ১৮ লক্ষের মধ্যে ঘোরাফেরা করে তাঁর ফি। বর্তমানে, রাহুল অভিজিৎ সাওয়ান্তের চেয়ে ১৫০ শতাংশ বেশি টাকা নেন।
advertisement
9/11
অভিজিতের মোট সম্পত্তির পরিমাণ সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। তবে কিছু রিপোর্টের দাবি, ৬-৮ কোটির টাকার মালিক তিনি। আবার কেউ কেউ বলে, ১.২-১.৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে ইন্ডিয়ান আইডলের বিজয়ীর কাছে।
অভিজিতের মোট সম্পত্তির পরিমাণ সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। তবে কিছু রিপোর্টের দাবি, ৬-৮ কোটির টাকার মালিক তিনি। আবার কেউ কেউ বলে, ১.২-১.৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে ইন্ডিয়ান আইডলের বিজয়ীর কাছে।
advertisement
10/11
রাহুল প্রায় ৩-৩.৫ কোটি টাকার সম্পত্তির মালিক। বিগ বস ১৪- এ অংশগ্রহণের জন্য প্রতি সপ্তাহে ১ লাখ টাকা দেওয়া হয়েছিল তাঁকে। শো থেকে মোট ২০ লাখ উপার্জন করেছিলেন। ‘খতরোঁ কে খিলাড়ি’র জন্য প্রতি পর্বে ১৫ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। মোট ৩.৩ কোটি আয় করেছেন।
রাহুল প্রায় ৩-৩.৫ কোটি টাকার সম্পত্তির মালিক। বিগ বস ১৪- এ অংশগ্রহণের জন্য প্রতি সপ্তাহে ১ লাখ টাকা দেওয়া হয়েছিল তাঁকে। শো থেকে মোট ২০ লাখ উপার্জন করেছিলেন। ‘খতরোঁ কে খিলাড়ি’র জন্য প্রতি পর্বে ১৫ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। মোট ৩.৩ কোটি আয় করেছেন।
advertisement
11/11
ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালের পরে অভিজিৎ ট্রফি-সহ এক কোটি টাকার নগদ পুরস্কার জিতেছিলেন। রাহুল সনি বিজিএম-এর সঙ্গে চুক্তির স্বাক্ষর করেছিলেন। যেখানে তাঁকে প্রতি মাসে ১০ লাখ টাকা দেওয়া হয়। শো হেরে গিয়েও মাত্র ১৮ বছর বয়সে রাহুলের এত উপার্জন!
ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালের পরে অভিজিৎ ট্রফি-সহ এক কোটি টাকার নগদ পুরস্কার জিতেছিলেন। রাহুল সনি বিজিএম-এর সঙ্গে চুক্তির স্বাক্ষর করেছিলেন। যেখানে তাঁকে প্রতি মাসে ১০ লাখ টাকা দেওয়া হয়। শো হেরে গিয়েও মাত্র ১৮ বছর বয়সে রাহুলের এত উপার্জন!
advertisement
advertisement
advertisement