আর এই ছবি দেখার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে চর্চা। এমনকি বলিউডেও চলছে কানাঘুষো। তবে কি রিনা ও কিরণ দু'জনের সঙ্গেই এখন থাকছেন আমির খান। না, তেমনটা না হলেও। দুই স্ত্রীয়ের সঙ্গেই সু সম্পর্ক রয়েছে আমিরের। তাঁর এখন সব জায়গায় এক সঙ্গেই সময় কাটান। এমনকি দুই পক্ষের ছেলে মেয়েদের দারুণ ভালো সম্পর্ক। বিয়ে ভেঙেও দুই স্ত্রীয়ের সঙ্গেই ভালোবাসার সম্পর্কে আছেন আমির খান। photo source Instagram