Aamir-Reena-Kiran: ডিভোর্সের পর দুই বউয়ের সঙ্গেই সংসার করছেন আমির খান! সম্পর্কের নতুন গল্প বলছেন আমির-রিনা-কিরণ!

Last Updated:
Aamir-Reena-Kiran: রিনা ও কিরণ দুই জনকেই ডিভোর্স দিয়েছেন আমির খান! তাতে কী? কাগজেই সব শেষ হয়ে যায় না! এখন ফের ভালোবাসায় রয়েছেন দুই স্ত্রীয়েরই! এক সঙ্গেই শুরু করেছেন জীবনের নতুন পথ চলা! তৈরি হচ্ছে ভালোবাসার গল্প!
1/6
সম্প্রতি আমির খানের মেয়ে ইরা খানের জন্মদিন ছিল। এই দিন ইরাকে সুইমিং পোশাকে দেখা গিয়েছে বাবা আমির খান ও মা রিনা দত্ত এবং আমিরের ছেলে আজাদের সঙ্গে। photo source Instagram
সম্প্রতি আমির খানের মেয়ে ইরা খানের জন্মদিন ছিল। এই দিন ইরাকে সুইমিং পোশাকে দেখা গিয়েছে বাবা আমির খান ও মা রিনা দত্ত এবং আমিরের ছেলে আজাদের সঙ্গে। photo source Instagram
advertisement
2/6
সোশ্যাল মাধ্যমে ইরার পোশাক নিয়ে নানা কথা হয়েছে। কিন্তু জন্মদিনে রাখা হয়েছিল পুল-পার্টি। সুইমিং-পুলের পোশাকেই ছিলেন ইরা। খালি গায়ে দেখা গেছে আমিরকে। এই পার্টিতে মেয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন রিনা দত্তও। photo source Instagram
সোশ্যাল মাধ্যমে ইরার পোশাক নিয়ে নানা কথা হয়েছে। কিন্তু জন্মদিনে রাখা হয়েছিল পুল-পার্টি। সুইমিং-পুলের পোশাকেই ছিলেন ইরা। খালি গায়ে দেখা গেছে আমিরকে। এই পার্টিতে মেয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন রিনা দত্তও। photo source Instagram
advertisement
3/6
ছবিতে দেখা গিয়েছে ইরার প্রেমিক নূপুর শিখারেকেও। নূপুর সোশ্যাল মাধ্যমে ইরাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন। photo source Instagram
ছবিতে দেখা গিয়েছে ইরার প্রেমিক নূপুর শিখারেকেও। নূপুর সোশ্যাল মাধ্যমে ইরাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন। photo source Instagram
advertisement
4/6
কিন্তু মাত্র কিছু মাস আগেই কিরণ রাও-এর সঙ্গে ডিভোর্স ঘোষণা করেছেন আমির খান। দু'জনের ইচ্ছেতেই ডিভোর্স হয়েছে। অন্যদিকে রিনা দত্তকে আগেই ডিভোর্স দিয়েছেন আমির খান। photo source Instagram
কিন্তু মাত্র কিছু মাস আগেই কিরণ রাও-এর সঙ্গে ডিভোর্স ঘোষণা করেছেন আমির খান। দু'জনের ইচ্ছেতেই ডিভোর্স হয়েছে। অন্যদিকে রিনা দত্তকে আগেই ডিভোর্স দিয়েছেন আমির খান। photo source Instagram
advertisement
5/6
কিন্তু মেয়ের জন্মদিনে শুধু রিনা নয় ছিলেন কিরণ রাও-ও। সুইমিংপুলে ইরাকে জড়িয়ে ছবিও তুলেছেন। photo source Instagram
কিন্তু মেয়ের জন্মদিনে শুধু রিনা নয় ছিলেন কিরণ রাও-ও। সুইমিংপুলে ইরাকে জড়িয়ে ছবিও তুলেছেন। photo source Instagram
advertisement
6/6
আর এই ছবি দেখার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে চর্চা। এমনকি বলিউডেও চলছে কানাঘুষো। তবে কি রিনা ও কিরণ দু'জনের সঙ্গেই এখন থাকছেন আমির খান। না, তেমনটা না হলেও। দুই স্ত্রীয়ের সঙ্গেই সু সম্পর্ক রয়েছে আমিরের। তাঁর এখন সব জায়গায় এক সঙ্গেই সময় কাটান। এমনকি দুই পক্ষের ছেলে মেয়েদের দারুণ ভালো সম্পর্ক। বিয়ে ভেঙেও দুই স্ত্রীয়ের সঙ্গেই ভালোবাসার সম্পর্কে আছেন আমির খান।  photo source Instagram
আর এই ছবি দেখার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে চর্চা। এমনকি বলিউডেও চলছে কানাঘুষো। তবে কি রিনা ও কিরণ দু'জনের সঙ্গেই এখন থাকছেন আমির খান। না, তেমনটা না হলেও। দুই স্ত্রীয়ের সঙ্গেই সু সম্পর্ক রয়েছে আমিরের। তাঁর এখন সব জায়গায় এক সঙ্গেই সময় কাটান। এমনকি দুই পক্ষের ছেলে মেয়েদের দারুণ ভালো সম্পর্ক। বিয়ে ভেঙেও দুই স্ত্রীয়ের সঙ্গেই ভালোবাসার সম্পর্কে আছেন আমির খান। photo source Instagram
advertisement
advertisement
advertisement