প্রথমবার পর্দায় এক সঙ্গে তিন খান! নয়ের দশকের রাজ ও প্রেমের সঙ্গে ফের হবে পরিচয় !

Last Updated:
ইতিমধ্যেই কিং খান তাঁর চরিত্রের শ্যুটিংও সেরে ফেলেছেন। তবে সলমনের শ্যুটিং এখনও হয়নি।
1/5
 শাহরুখ, সলমন ও আমিরকে এক সঙ্গে কখনই পর্দায় অভিনয় করতে দেখা যায়নি। তবে এবার বোধ হয় সেই সময় এসে গিয়েছে যখন এই তিন খানকে দেখা যাবে এক সঙ্গে এক ছবিতে অভিনয় করতে। photo source collected
শাহরুখ, সলমন ও আমিরকে এক সঙ্গে কখনই পর্দায় অভিনয় করতে দেখা যায়নি। তবে এবার বোধ হয় সেই সময় এসে গিয়েছে যখন এই তিন খানকে দেখা যাবে এক সঙ্গে এক ছবিতে অভিনয় করতে। photo source collected
advertisement
2/5
আমির খানের ছবি  'লাল সিং চাড্ডা'র দৌলতেই একসঙ্গে পর্দায় আসতে চলেছেন বলিউডের তিন খান। photo source collected
আমির খানের ছবি 'লাল সিং চাড্ডা'র দৌলতেই একসঙ্গে পর্দায় আসতে চলেছেন বলিউডের তিন খান। photo source collected
advertisement
3/5
জানা গিয়েছে, ন'য়ের দশকের স্মৃতি উসকে লাল সিং চাড্ডায় 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'র জনপ্রিয় চরিত্র 'রাজ'-এর বেশে এই ছবিতে দেখা যাবে শাহরুখকে। আর সলমনকে দেখা যাবে 'ম্যায়নে পেয়ার কিয়া'র প্রেমের ভূমিকায়। photo source collected
জানা গিয়েছে, ন'য়ের দশকের স্মৃতি উসকে লাল সিং চাড্ডায় 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'র জনপ্রিয় চরিত্র 'রাজ'-এর বেশে এই ছবিতে দেখা যাবে শাহরুখকে। আর সলমনকে দেখা যাবে 'ম্যায়নে পেয়ার কিয়া'র প্রেমের ভূমিকায়। photo source collected
advertisement
4/5
ইতিমধ্যেই কিং খান চরিত্রটির শ্যুটিংও সেরে ফেলেছেন। তবে সলমনের শ্যুটিং এখনও হয়নি। photo source collected
ইতিমধ্যেই কিং খান চরিত্রটির শ্যুটিংও সেরে ফেলেছেন। তবে সলমনের শ্যুটিং এখনও হয়নি। photo source collected
advertisement
5/5
লাল সিং চাড্ডা-র শ্যুটিং নিয়ে এমনিই মানুষের মনে উৎসাহ ছিল। তবে তিন খানকে এক সঙ্গে পাওয়া তো উপরি পাওনা। photo source collected
লাল সিং চাড্ডা-র শ্যুটিং নিয়ে এমনিই মানুষের মনে উৎসাহ ছিল। তবে তিন খানকে এক সঙ্গে পাওয়া তো উপরি পাওনা। photo source collected
advertisement
advertisement
advertisement