রাজকুমারের দুর্দান্ত অভিনয় থেকে ধর্মেন্দ্রর ম্যাজিক ছিল সম্বল; ১৯৭২ সালে সবথেকে বেশি আয় করেছিল এই ছবিগুলিই
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
5 Best Movies Of 1972: রাজকুমারের পাশাপাশি ওই বছরে ধর্মেন্দ্র, মনোজ কুমার এবং রাজেন্দ্র কুমারও দারুণ অভিনয় করেছিলেন বিভিন্ন ছবিতে।
অভিনেতা রাজকুমারের জন্য দারুণ সাফল্য-সমৃদ্ধি নিয়ে এসেছিল ১৯৭২ সালটা। কারণ ওই বছরে রাজকুমার অভিনীত একটি ছবি বক্স অফিস তোলপাড় করে দিয়েছিল। সেটি ওই বছরের সর্বোচ্চ আয় প্রদানকারী ছবি হয়ে উঠেছিল। রাজকুমারের পাশাপাশি ওই বছরে ধর্মেন্দ্র, মনোজ কুমার এবং রাজেন্দ্র কুমারও দারুণ অভিনয় করেছিলেন। আজ ১৯৭২ সালের ৫টি ছবির বিষয়ে কথা বলব, যা সর্বোচ্চ আয় প্রদানকারী ছবির তালিকায় ছিল।
advertisement
advertisement
সীতা অওর গীতা: সেলিম-জাভেদ জুটির লেখা এই কমেডি ছবি পরিচালনা করেছিলেন রমেশ সিপ্পি। ১৯৭২ সালের ৩ নভেম্বর মুক্তিপ্রাপ্ত ছবিতে দ্বৈত ভূমিকায় ছিলেন হেমা মালিনী। তাঁর পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, সঞ্জীব কুমার, রূপেশ কুমার, মনোরমা, সত্যেন কপ্পু, হানি ইরানি এবং প্রতিমা দেবী। ওই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবি ছিল এটি।
advertisement
advertisement
advertisement