Success Story: অসাধারণ অবদানের জন্য এনএসএস রাষ্ট্রপতি পুরস্কার পেলেন শিলিগুড়ির অনুপ, কেন এই সম্মান জানেন?

Last Updated:
Success Story: শিলিগুড়ির বিনয় মোড়ের বাসিন্দা অনুপ ২০২০ সালে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন সূর্যসেন কলেজে। সেখান থেকেই শুরু হয় তাঁর এনএসএস জীবনের যাত্রা। কাহিনি জানলে গর্ব হবে...
1/8
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : মানবসেবার প্রতি নিবেদিতপ্রাণ এক তরুণ — শিলিগুড়ির অনুপ বিশ্বাস। সমাজের জন্য তাঁর নিরলস পরিশ্রম ও ত্যাগ স্বীকৃতি পেল দেশের সর্বোচ্চ পর্যায়ে। সোমবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতির হাত থেকে পেলেন তিনি ন্যাশনাল সার্ভিস স্কিম (NSS) রাষ্ট্রপতি পুরস্কার।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : মানবসেবার প্রতি নিবেদিতপ্রাণ এক তরুণ — শিলিগুড়ির অনুপ বিশ্বাস। সমাজের জন্য তাঁর নিরলস পরিশ্রম ও ত্যাগ স্বীকৃতি পেল দেশের সর্বোচ্চ পর্যায়ে। সোমবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতির হাত থেকে পেলেন তিনি ন্যাশনাল সার্ভিস স্কিম (NSS) রাষ্ট্রপতি পুরস্কার।
advertisement
2/8
শিলিগুড়ির বিনয় মোড়ের বাসিন্দা অনুপ ২০২০ সালে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন সূর্যসেন কলেজে। সেখান থেকেই শুরু হয় তাঁর এনএসএস জীবনের যাত্রা। সমাজসেবার প্রতিটি উদ্যোগে তিনি ছিলেন প্রথম সারিতে — রক্তদান শিবিরের আয়োজন, বিপর্যস্ত এলাকার মানুষকে সহায়তা, এবং জরুরি মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোয় তাঁকে ইতিমধ্যেই চিনেছে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের মানুষ। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
শিলিগুড়ির বিনয় মোড়ের বাসিন্দা অনুপ ২০২০ সালে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন সূর্যসেন কলেজে। সেখান থেকেই শুরু হয় তাঁর এনএসএস জীবনের যাত্রা। সমাজসেবার প্রতিটি উদ্যোগে তিনি ছিলেন প্রথম সারিতে — রক্তদান শিবিরের আয়োজন, বিপর্যস্ত এলাকার মানুষকে সহায়তা, এবং জরুরি মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোয় তাঁকে ইতিমধ্যেই চিনেছে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের মানুষ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/8
২০২২ সালে ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনার সময় উদ্ধারকার্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। একইভাবে সোনাদা, ইসলামপুর ও শিলিগুড়ির বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে ছুটে গিয়ে সাহায্য করেছেন অসংখ্য মানুষকে। আপৎকালীন চিকিৎসা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য নিজের উদ্যোগে চালু করেন একটি নিখরচায় বাইক অ্যাম্বুলেন্স পরিষেবা, যা প্রশংসা কুড়িয়েছিল সর্বত্র। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
২০২২ সালে ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনার সময় উদ্ধারকার্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। একইভাবে সোনাদা, ইসলামপুর ও শিলিগুড়ির বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে ছুটে গিয়ে সাহায্য করেছেন অসংখ্য মানুষকে। আপৎকালীন চিকিৎসা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য নিজের উদ্যোগে চালু করেন একটি নিখরচায় বাইক অ্যাম্বুলেন্স পরিষেবা, যা প্রশংসা কুড়িয়েছিল সর্বত্র।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/8
কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হয়। ২০২২–২৩ মূল্যায়ন বর্ষে দেশজুড়ে মোট ৪০ জন এনএসএস সদস্য রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন। পশ্চিমবঙ্গ থেকে পুরস্কার পেয়েছেন দুইজন — শিলিগুড়ির অনুপ বিশ্বাস ও মুর্শিদাবাদের সৌভিক চট্টোপাধ্যায়। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হয়। ২০২২–২৩ মূল্যায়ন বর্ষে দেশজুড়ে মোট ৪০ জন এনএসএস সদস্য রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন। পশ্চিমবঙ্গ থেকে পুরস্কার পেয়েছেন দুইজন — শিলিগুড়ির অনুপ বিশ্বাস ও মুর্শিদাবাদের সৌভিক চট্টোপাধ্যায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/8
উল্লেখযোগ্যভাবে, সূর্যসেন কলেজ পরপর তিনবার রাষ্ট্রপতি পুরস্কারের গৌরব অর্জন করেছে — দুটি এনএসএস ভলেন্টিয়ার এবং একটি প্রোগ্রাম অফিসারের মাধ্যমে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
উল্লেখযোগ্যভাবে, সূর্যসেন কলেজ পরপর তিনবার রাষ্ট্রপতি পুরস্কারের গৌরব অর্জন করেছে — দুটি এনএসএস ভলেন্টিয়ার এবং একটি প্রোগ্রাম অফিসারের মাধ্যমে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/8
স্নাতক শেষ করেও অনুপ সমাজসেবা থামাননি। বর্তমানে সাহুদাঙির জলডুমুরপাড়ায় তিনজন সহকর্মী — পল্লব বিশ্বাস ও রিনা রায় বিশ্বাসের সঙ্গে মিলে চালাচ্ছেন একটি অবৈতনিক স্কুল, যেখানে আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীরা পাচ্ছে বিনামূল্যে শিক্ষার সুযোগ। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
স্নাতক শেষ করেও অনুপ সমাজসেবা থামাননি। বর্তমানে সাহুদাঙির জলডুমুরপাড়ায় তিনজন সহকর্মী — পল্লব বিশ্বাস ও রিনা রায় বিশ্বাসের সঙ্গে মিলে চালাচ্ছেন একটি অবৈতনিক স্কুল, যেখানে আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীরা পাচ্ছে বিনামূল্যে শিক্ষার সুযোগ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
7/8
নিজের এই সাফল্য সম্পর্কে অনুপ বলেন, “সমাজের জন্য কিছু করার অনুপ্রেরণা পেয়েছি আমার সিনিয়র পল্লব বিশ্বাসের কাছ থেকে। তিনিই ২০২২ সালে এনএসএস ভলেন্টিয়ার হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পান। তাঁর দেখানো পথেই হাঁটছি আমি।
নিজের এই সাফল্য সম্পর্কে অনুপ বলেন, “সমাজের জন্য কিছু করার অনুপ্রেরণা পেয়েছি আমার সিনিয়র পল্লব বিশ্বাসের কাছ থেকে। তিনিই ২০২২ সালে এনএসএস ভলেন্টিয়ার হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পান। তাঁর দেখানো পথেই হাঁটছি আমি।"ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
8/8
সূর্যসেন কলেজ কর্তৃপক্ষ বলছে, অনুপের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত নয়, সমগ্র উত্তরবঙ্গের গর্ব। তাঁর কাজ প্রমাণ করে দেয়, প্রকৃত দেশসেবা মানে মানুষের পাশে থাকা — নিঃস্বার্থভাবে, নিঃশব্দে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
সূর্যসেন কলেজ কর্তৃপক্ষ বলছে, অনুপের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত নয়, সমগ্র উত্তরবঙ্গের গর্ব। তাঁর কাজ প্রমাণ করে দেয়, প্রকৃত দেশসেবা মানে মানুষের পাশে থাকা — নিঃস্বার্থভাবে, নিঃশব্দে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement