Success Story: অসাধারণ অবদানের জন্য এনএসএস রাষ্ট্রপতি পুরস্কার পেলেন শিলিগুড়ির অনুপ, কেন এই সম্মান জানেন?
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Success Story: শিলিগুড়ির বিনয় মোড়ের বাসিন্দা অনুপ ২০২০ সালে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন সূর্যসেন কলেজে। সেখান থেকেই শুরু হয় তাঁর এনএসএস জীবনের যাত্রা। কাহিনি জানলে গর্ব হবে...
advertisement
 শিলিগুড়ির বিনয় মোড়ের বাসিন্দা অনুপ ২০২০ সালে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন সূর্যসেন কলেজে। সেখান থেকেই শুরু হয় তাঁর এনএসএস জীবনের যাত্রা। সমাজসেবার প্রতিটি উদ্যোগে তিনি ছিলেন প্রথম সারিতে — রক্তদান শিবিরের আয়োজন, বিপর্যস্ত এলাকার মানুষকে সহায়তা, এবং জরুরি মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোয় তাঁকে ইতিমধ্যেই চিনেছে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের মানুষ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
 ২০২২ সালে ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনার সময় উদ্ধারকার্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। একইভাবে সোনাদা, ইসলামপুর ও শিলিগুড়ির বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে ছুটে গিয়ে সাহায্য করেছেন অসংখ্য মানুষকে। আপৎকালীন চিকিৎসা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য নিজের উদ্যোগে চালু করেন একটি নিখরচায় বাইক অ্যাম্বুলেন্স পরিষেবা, যা প্রশংসা কুড়িয়েছিল সর্বত্র।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
 কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হয়। ২০২২–২৩ মূল্যায়ন বর্ষে দেশজুড়ে মোট ৪০ জন এনএসএস সদস্য রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন। পশ্চিমবঙ্গ থেকে পুরস্কার পেয়েছেন দুইজন — শিলিগুড়ির অনুপ বিশ্বাস ও মুর্শিদাবাদের সৌভিক চট্টোপাধ্যায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement
advertisement
