Knowledge Story: অপারেশন থিয়েটার কেন বলা হয়, ৯৯ শতাংশ মানুষেরই ধারণ নেই, জানুন মানে
- Published by:Debalina Datta
Last Updated:
Knowledge Story: এগুলি ছাড়াও, সকলেই আমরা থিয়েটার শব্দটি অন্য কোনও জায়গায় শুনেছি, যেখানে বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না অপারেশন থিয়েটার কথাটি ব্যবহারের পিছনে কারণ জানেন না।
advertisement
advertisement
এগুলি ছাড়াও, সকলেই আমরা থিয়েটার শব্দটি অন্য কোনও জায়গায় শুনেছি, যেখানে বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না অপারেশন থিয়েটার কথাটি ব্যবহারের পিছনে কারণ জানেন না। হাসপাতালের অস্ত্রোপচার কক্ষকে অপারেশন থিয়েটার বলা হয়। কখনও ভেবে দেখেছেন কেন এই অস্ত্রোপচারের জায়গার নামের সঙ্গে থিয়েটার শব্দটি যুক্ত?
advertisement
advertisement
advertisement
বিংশ শতাব্দী থেকে শুরু থিয়েটার একটি গ্রিক শব্দ। যার অর্থ 'দেখার জায়গা'। অর্থাৎ যে জায়গাটিতে দুইজনের বেশি মানুষ সরাসরি পুরো প্রক্রিয়া দেখতে পারে। বিংশ শতাব্দীতে চিকিৎসা বিজ্ঞানে অপারেশন বা সার্জারির কাজকে খুবই কঠিন বলে মনে করা হত। দীর্ঘ সময় অবধি অজ্ঞান না করেই অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়।
advertisement
মানুষ সেই সময়ে অস্ত্রোপচার দেখতে যেত হাসপাতালের অপারেশন থিয়েটারগুলি সিনেমা-থিয়েটারের মতোই তৈরি করা হয়েছিল। আসলে, সেই সময়ে সার্জারি দেখার জন্য মেডিকেল ছাত্র এবং নার্সদের আমন্ত্রণ জানানো হত। মানুষ অপারেশন থিয়েটারে গিয়ে দেখতেন কিভাবে অস্ত্রোপচার হয়। দর্শকদের বসার জন্য এখানে আসনও তৈরি করা হত৷