Job News: গবেষণা করার ইচ্ছে? আইআইটিতে চাকরির দারুণ সুযোগ, আবেদনের শেষ দিন কবে? জানুন

Last Updated:
Job News: অনলাইন মাধ্যমে আবেদন জানাতে গেলে আপনাকে প্রথমে আইআইটি খড়গপুরের অফিশিয়াল ওয়েবসাইটে থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে।
1/6
আপনার কি ৫৫ শতাংশের বেশি নম্বর নিয়ে বিজ্ঞানের যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে? নেট কিংবা গেট উত্তীর্ণ? গ্রাজুয়েশনে রয়েছে ফার্স্ট ক্লাস? আপনার জন্য মোটা অঙ্কের বেতনে কাজের সুযোগ রয়েছে ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরে। গবেষণা সংক্রান্ত চাকরি পেতে আবেদন করুন। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
আপনার কি ৫৫ শতাংশের বেশি নম্বর নিয়ে বিজ্ঞানের যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে? নেট কিংবা গেট উত্তীর্ণ? গ্রাজুয়েশনে রয়েছে ফার্স্ট ক্লাস? আপনার জন্য মোটা অঙ্কের বেতনে কাজের সুযোগ রয়েছে ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরে। গবেষণা সংক্রান্ত চাকরি পেতে আবেদন করুন।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
2/6
গবেষণা করার ইচ্ছে? আইআইটি খড়গপুর দিচ্ছে চাকরির সুযোগ। ইতিমধ্যেই অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোটা অঙ্কের বেতনে জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়োগ করতে চলেছে আইআইটি খড়গপুর। জিওলজি ও জিওফিজিক্স বিভাগের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
গবেষণা করার ইচ্ছে? আইআইটি খড়গপুর দিচ্ছে চাকরির সুযোগ। ইতিমধ্যেই অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোটা অঙ্কের বেতনে জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়োগ করতে চলেছে আইআইটি খড়গপুর। জিওলজি ও জিওফিজিক্স বিভাগের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
3/6
বিজ্ঞানের যে কোনও বিষয় নিয়ে শুধুমাত্র স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই আবেদন জানাতে পারবেন। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ এক প্রকল্পে কাজের জন্য গবেষক নিয়োগ করা হবে। বেতন যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রতি মাসের ৩৭ হাজার টাকা। প্রয়োজন শুধুমাত্র নেট কিংবা গেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
বিজ্ঞানের যে কোনও বিষয় নিয়ে শুধুমাত্র স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই আবেদন জানাতে পারবেন। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ এক প্রকল্পে কাজের জন্য গবেষক নিয়োগ করা হবে। বেতন যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রতি মাসের ৩৭ হাজার টাকা। প্রয়োজন শুধুমাত্র নেট কিংবা গেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
4/6
অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে Steep landscapes inside the Sikkim Himalaya: Is the Main Central Thrust Zone accommodating active crustal shortening from million-year to millennial timescales?(ICZ) প্রকল্পে কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে একজন কর্মী নিয়োগ করা হবে। গবেষণা সংক্রান্ত কাজের জন্যই মূলত এই নিয়োগ প্রক্রিয়া। মোট শূন্যপদ একটি। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে Steep landscapes inside the Sikkim Himalaya: Is the Main Central Thrust Zone accommodating active crustal shortening from million-year to millennial timescales?(ICZ) প্রকল্পে কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে একজন কর্মী নিয়োগ করা হবে। গবেষণা সংক্রান্ত কাজের জন্যই মূলত এই নিয়োগ প্রক্রিয়া। মোট শূন্যপদ একটি।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
5/6
জিআইএস, কম্পিউটেশন, রিমোট সেন্সিং বিষয়ে থাকতে হবে অভিজ্ঞতা। তবেই অগ্রাধিকার মিলবে। বয়স হতে হবে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে। সেক্ষেত্রে সংরক্ষিত আবেদনকারীর জন্য মিলবে বয়সের ছাড়। সর্বাধিক ৩০ মাসের জন্য এই প্রকল্পে কাজ হবে। অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
জিআইএস, কম্পিউটেশন, রিমোট সেন্সিং বিষয়ে থাকতে হবে অভিজ্ঞতা। তবেই অগ্রাধিকার মিলবে। বয়স হতে হবে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে। সেক্ষেত্রে সংরক্ষিত আবেদনকারীর জন্য মিলবে বয়সের ছাড়। সর্বাধিক ৩০ মাসের জন্য এই প্রকল্পে কাজ হবে। অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
6/6
অনলাইন মাধ্যমে আবেদন জানাতে গেলে আপনাকে প্রথমে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন আবেদন জানানো শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৬। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
অনলাইন মাধ্যমে আবেদন জানাতে গেলে আপনাকে প্রথমে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন আবেদন জানানো শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৬।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
advertisement
advertisement