না, আমাদের দেশে এখনই এই নিয়ম চালু হচ্ছে না। তবে বহু বেসরকারি সংস্থা এই বিষয়ে ভাবনা শুরু করেছে। আর ঠিক এখানেই এক ধাপ এগিয়ে গেল বেলজিয়াম। সেখানকার সরকার এই নতুন ছুটির কথা ঘোষণা করেছেন। খুব তাড়াতাড়ি এই নিয়মেই অফিস বা কাজ হবে সেখানে। এমনকি সেখানকার সরকার মনে করছেন এতে কোম্পানির গ্রোথও হবে। আর বাড়ি গেলেই কর্মীরা ভুলে যাবে অফিসের কথা। এই দারুণ নিয়মের প্রশংসা শুরু হয়েছে। photo source collected