Employees will get 3 days off in a week: মাত্র চার দিন অফিস ! তিন দিন ছুটি পাবে কর্মীরা ! ছুটিতে অফিসের কাজে মানা! দারুণ ঘোষণা

Last Updated:
Employees will get 3 days off in a week: সপ্তাহে তিন দিন ছুটি। আনন্দের সীমা নেই কর্মীদের ! কেন এই নতুন নিয়ম, কবে থেকে চালু...
1/5
সপ্তাহে পাঁচ দিন কাজ, দু'দিন ছুটি। এই নিয়মেই কাজ চলে বেশির ভাগ দেশে। ভারতে তো আবার অনেক সরকারি সহ বহু বেসরকারি কোম্পানিতে ছয় দিন কাজ এক দিন ছুটি থাকে। যা সত্যিই খুব সমস্যার। photo source collected
সপ্তাহে পাঁচ দিন কাজ, দু'দিন ছুটি। এই নিয়মেই কাজ চলে বেশির ভাগ দেশে। ভারতে তো আবার অনেক সরকারি সহ বহু বেসরকারি কোম্পানিতে ছয় দিন কাজ এক দিন ছুটি থাকে। যা সত্যিই খুব সমস্যার। photo source collected
advertisement
2/5
এক দিনের ছুটিতে না হয় বাড়ির কাজ ! না ঠিক করে ছুটি কাটানো যায়। সারা সপ্তাহের স্ট্রেস কাটার আগেই ছুটি শেষ হবে যায়। এবার এই নিয়মে বদল আসতে চলেছে। photo source collected
এক দিনের ছুটিতে না হয় বাড়ির কাজ ! না ঠিক করে ছুটি কাটানো যায়। সারা সপ্তাহের স্ট্রেস কাটার আগেই ছুটি শেষ হবে যায়। এবার এই নিয়মে বদল আসতে চলেছে। photo source collected
advertisement
3/5
এবার থেকে সপ্তাহে এক দিন বা দু'দিন নয় দিতে হবে তিন দিন ছুটি। আর শুধু তাই নয়, কোনও কর্মী যখন অফিস থেকে বেরিয়ে যাবেন, আর তাঁর সঙ্গে অফিসের আলোচনা করা যাবে না। মানে অফিস ছুটি মানে, সে সময়ে আর অফিসের কাজ নয়। photo source collected
এবার থেকে সপ্তাহে এক দিন বা দু'দিন নয় দিতে হবে তিন দিন ছুটি। আর শুধু তাই নয়, কোনও কর্মী যখন অফিস থেকে বেরিয়ে যাবেন, আর তাঁর সঙ্গে অফিসের আলোচনা করা যাবে না। মানে অফিস ছুটি মানে, সে সময়ে আর অফিসের কাজ নয়। photo source collected
advertisement
4/5
ভাবছেন তো কবে থেকে হবে এই সব কিছু। আমাদের দেশেই কী হতে চলেছে এই নিয়ম! photo source collected
ভাবছেন তো কবে থেকে হবে এই সব কিছু। আমাদের দেশেই কী হতে চলেছে এই নিয়ম! photo source collected
advertisement
5/5
না, আমাদের দেশে এখনই এই নিয়ম চালু হচ্ছে না। তবে বহু বেসরকারি সংস্থা এই বিষয়ে ভাবনা শুরু করেছে। আর ঠিক এখানেই এক ধাপ এগিয়ে গেল বেলজিয়াম। সেখানকার সরকার এই নতুন ছুটির কথা ঘোষণা করেছেন। খুব তাড়াতাড়ি এই নিয়মেই অফিস বা কাজ হবে সেখানে। এমনকি সেখানকার সরকার মনে করছেন এতে কোম্পানির গ্রোথও হবে। আর বাড়ি গেলেই কর্মীরা ভুলে যাবে অফিসের কথা। এই দারুণ নিয়মের প্রশংসা শুরু হয়েছে। photo source collected
না, আমাদের দেশে এখনই এই নিয়ম চালু হচ্ছে না। তবে বহু বেসরকারি সংস্থা এই বিষয়ে ভাবনা শুরু করেছে। আর ঠিক এখানেই এক ধাপ এগিয়ে গেল বেলজিয়াম। সেখানকার সরকার এই নতুন ছুটির কথা ঘোষণা করেছেন। খুব তাড়াতাড়ি এই নিয়মেই অফিস বা কাজ হবে সেখানে। এমনকি সেখানকার সরকার মনে করছেন এতে কোম্পানির গ্রোথও হবে। আর বাড়ি গেলেই কর্মীরা ভুলে যাবে অফিসের কথা। এই দারুণ নিয়মের প্রশংসা শুরু হয়েছে। photo source collected
advertisement
advertisement
advertisement