বিকাশের বিরুদ্ধে ৬২টি ক্রিমিনাল কেস! জানুন বিকাশের গ্যাংস্টার হয়ে ওঠার কাহিনি

Last Updated:
উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ৷ ৮ পুলিশকর্মীকে খুনের জন্য যাকে চিনল গোটা দেশ, সেই বিকাশের বিরুদ্ধে রয়েছে ৬২টি মামলা!
1/6
▪️পুলিশের এনকাউন্টারে শেষ বিকাশ দুবে৷ কুখ্যাত দুষ্কৃতী বিকাশ একদিনে তো অন্ধকার জগতে এতটা নাম করেনি৷ বা চৌবেপুরের ৮ পুলিশ খুন তার একমাত্র অপরাধ ছিল না৷ তার নামে রয়েছে ভুরি ভুরি অভিযোগ৷ দোষী সাব্যস্ত হয়ে জেলেও খেটেছে এই বিকাশ৷ পাক্কা গুন্ডা বিকাশের হত্যার পিছনে যতই রাজনীতির গন্ধ থাকুক না কেন, তার মৃত্যুতে খুশি হয়েছেন বিকাশের গ্রামের বাসিন্দারা৷
▪️পুলিশের এনকাউন্টারে শেষ বিকাশ দুবে৷ কুখ্যাত দুষ্কৃতী বিকাশ একদিনে তো অন্ধকার জগতে এতটা নাম করেনি৷ বা চৌবেপুরের ৮ পুলিশ খুন তার একমাত্র অপরাধ ছিল না৷ তার নামে রয়েছে ভুরি ভুরি অভিযোগ৷ দোষী সাব্যস্ত হয়ে জেলেও খেটেছে এই বিকাশ৷ পাক্কা গুন্ডা বিকাশের হত্যার পিছনে যতই রাজনীতির গন্ধ থাকুক না কেন, তার মৃত্যুতে খুশি হয়েছেন বিকাশের গ্রামের বাসিন্দারা৷
advertisement
2/6
▪️১৯৯৯ গ্রামেরই বাসিন্দা জুন্না বাবাকে খুনের অভিযোগ রয়েছে বিকাশের বিরুদ্ধে এবং তার জমি ও সম্পত্তি লুঠ করে বিকাশ৷ এরপর ২০০০-এ কানপুরের তারাচাঁদ ইন্টার কলেজের অধ্যক্ষ সিদ্ধেশ্বর পান্ডে খুনে মূল অভিযুক্ত বিকাশ
▪️১৯৯৯ গ্রামেরই বাসিন্দা জুন্না বাবাকে খুনের অভিযোগ রয়েছে বিকাশের বিরুদ্ধে এবং তার জমি ও সম্পত্তি লুঠ করে বিকাশ৷ এরপর ২০০০-এ কানপুরের তারাচাঁদ ইন্টার কলেজের অধ্যক্ষ সিদ্ধেশ্বর পান্ডে খুনে মূল অভিযুক্ত বিকাশ
advertisement
3/6
▪️তবে ২০০১ এ তৎকালীন মন্ত্রী সন্তোষ শুক্লা খুনের ঘটনায় সাড়া ফেলে দেয় বিকাশ৷ থানার মধ্যেই মন্ত্রীকে খুন করা হয়! অপরাধ জগতে তখন থেকে নিজের পরিচিতি বাড়াতে থাকে উত্তরপ্রদেশের গ্যাংস্টার! সেই সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন রাজনাথ সিং৷
▪️তবে ২০০১ এ তৎকালীন মন্ত্রী সন্তোষ শুক্লা খুনের ঘটনায় সাড়া ফেলে দেয় বিকাশ৷ থানার মধ্যেই মন্ত্রীকে খুন করা হয়! অপরাধ জগতে তখন থেকে নিজের পরিচিতি বাড়াতে থাকে উত্তরপ্রদেশের গ্যাংস্টার! সেই সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন রাজনাথ সিং৷
advertisement
4/6
 ▪️এরপর ২০০৪ কেবল অপরেটর দিনেশ দুবের খুনের অভিযোগ রয়েছে বিকাশের বিরুদ্ধে৷ অর্থের বিবাদেই এই খুন বলে জানা যায়৷
▪️এরপর ২০০৪ কেবল অপরেটর দিনেশ দুবের খুনের অভিযোগ রয়েছে বিকাশের বিরুদ্ধে৷ অর্থের বিবাদেই এই খুন বলে জানা যায়৷
advertisement
5/6
 ▪️২০১৮ নিজের আত্মীয় অনুরাগের ওপর হামলা চালায় বিকাশ৷ এই হামলায় মৃত্যু হয় অনুরাগের৷ তবে সরাসরি না, জেলে বসে এই হামলার ষড়যন্ত্র করে বিকাশ৷ অনুরাগের স্ত্রী এই হামলায় অনুরাগের বিরুদ্ধে অভিযোগ করেন৷
▪️২০১৮ নিজের আত্মীয় অনুরাগের ওপর হামলা চালায় বিকাশ৷ এই হামলায় মৃত্যু হয় অনুরাগের৷ তবে সরাসরি না, জেলে বসে এই হামলার ষড়যন্ত্র করে বিকাশ৷ অনুরাগের স্ত্রী এই হামলায় অনুরাগের বিরুদ্ধে অভিযোগ করেন৷
advertisement
6/6
▪️২০২০, ৩ জুলাই ৮ পুলিশকর্মীকে খুনের অভিযোগ রয়েছে বিকাশের বিরুদ্ধে৷ তবে সব হিসেব বদলে পুলিশের এনকাউন্টারে খতম উত্তরপ্রদেশের ত্রাস বিকাশ৷
▪️২০২০, ৩ জুলাই ৮ পুলিশকর্মীকে খুনের অভিযোগ রয়েছে বিকাশের বিরুদ্ধে৷ তবে সব হিসেব বদলে পুলিশের এনকাউন্টারে খতম উত্তরপ্রদেশের ত্রাস বিকাশ৷
advertisement
advertisement
advertisement