Shane Warne Death Anniversary: ভয়াবহ সেই সংবাদ, মাটিতে, বালিশে, তোয়ালেতে লেগে রক্তের ছোপ, তারপর যা হয়েছিল...
- Published by:Debalina Datta
Last Updated:
Shane Warne Death Anniversary: এক বছর আগের ঠিক এই দিনে ঘটে গিয়েছিল এক চরম দুর্ঘটনা৷ শেন ওয়ার্নের মৃত্যুবার্ষিকীতে তাঁর মর্মান্তিক মৃত্যুর অধ্যায়টি ফিরে দেখা৷
#ব্যাঙ্কক: চোখের পলক মনে হয়, কেউ খবরটা শুনে বিশ্বাস করতে পারছিলেন না, কিংবদন্তী স্পিনার, স্পিনিং উইজার্জ নাকি ছুটি কাটাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন৷ সেই দিনটার এক বছর হয়ে গেল তিনি নেই৷ মাত্র ৫২ তে প্রয়াত শেন ওয়ার্ন (Shane Warne Passes Away)৷ থাইল্যান্ডের রিসর্টে (Thailand Resort Shane Warne) ছুটি কাটাতে গিয়ে তাঁর আকস্মিক মৃত্যু নিয়ে মানুষের মনে প্রশ্ন প্রচুর৷ প্রাথমিকভাবে জানানো হয়েছিল হার্ট অ্যাটাকের কারণেই এভাবে অকালে চলে গেলেন স্পিন উইজার্জ শেন ওয়ার্ন (Shane Warne Pass)৷ পৃথিবীর অন্যতম সর্বকালীন সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন ৭০৮ উইকেটের মালিক৷
advertisement
advertisement
advertisement
advertisement
ব্যাঙ্কক পোস্টে প্রকাশিত রিপোর্ট অনুযায়ি রক্তের দাগ পাওয়া গেছে রিসর্টের ঘরের মাটিতে এমনকি তাঁর স্নানের তোয়ালেতে, বালিশের কভারে৷ Pol Maj Gen সাতিত পলপিনিত -যিনি সুরাত থানি প্রভিন্সিয়াল পুলিশের পক্ষ থেকে Matichon কে জানিয়েছেন তাঁর মুখ থেকে তরল বেরিয়েছিল, এবং রক্ত ছিল৷ যখন সিপিআর দেওয়া হয়৷ Photo Courtesy- Royal Thai Police via Matichon online
advertisement
advertisement
advertisement