রেপ হয়েছিল ক্লাস এইটের ছাত্রী, চরম পরিণতি- জন্ম দিল সন্তানের !

Last Updated:
রেপের চরম পরিণতি স্কুল ছাত্রীকে জন্ম দিতে হল সন্তানের
1/4
রাজস্থান -র বিকানির জেলায় ধর্ষিতা কিশোরীর ৷ ক্লাস এইটের ছাত্রীর চরম পরিণতি হল ৷ রাজস্থানে দিন কয়েক আগে এক মর্মান্তিক ধর্ষণের খবর সামনে এসেছিল এবার আরও একবার আরও এক ধর্ষণের ঘটনা সামনে এল৷ তবে এবারের ঘটনায় যে অভিযুক্ত তাকে জোরদারভাবে খুঁজছে পুলিশ ৷Photo- Representive
রাজস্থান -র বিকানির জেলায় ধর্ষিতা কিশোরীর ৷ ক্লাস এইটের ছাত্রীর চরম পরিণতি হল ৷ রাজস্থানে দিন কয়েক আগে এক মর্মান্তিক ধর্ষণের খবর সামনে এসেছিল এবার আরও একবার আরও এক ধর্ষণের ঘটনা সামনে এল৷ তবে এবারের ঘটনায় যে অভিযুক্ত তাকে জোরদারভাবে খুঁজছে পুলিশ ৷Photo- Representive
advertisement
2/4
বিকানিরের পিবিএম হাসপাতালে ক্লাস এইটের মেয়ে সন্তানের জন্ম দিল ৷ এরপর জন্মানো সন্তানকে ফেলে রেখে মেয়েটিকে নিয়ে যখন তার পরিবারের লোক পালিয়ে আসতে চাইছিল ঠিক তখন হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয় ৷ পুলিশের সামনে মেয়েটির পরিবারের লোক ভেঙে পড়ে ৷Photo- Representive
বিকানিরের পিবিএম হাসপাতালে ক্লাস এইটের মেয়ে সন্তানের জন্ম দিল ৷ এরপর জন্মানো সন্তানকে ফেলে রেখে মেয়েটিকে নিয়ে যখন তার পরিবারের লোক পালিয়ে আসতে চাইছিল ঠিক তখন হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয় ৷ পুলিশের সামনে মেয়েটির পরিবারের লোক ভেঙে পড়ে ৷Photo- Representive
advertisement
3/4
তারা জানায় ক্লাস এইটের ছাত্রী নয় মাস আগে ধর্ষিতা হয়েছিল ৷ গ্রামেরই এক ব্যক্তি যাঁর নাম বাল শংকর নায়েক তিনি দু‘বার রেপ করেছিল মেয়েটিকে ৷ এরপর এই খবর পুলিশে দিলে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়েছিল সে ৷Photo- Representive
তারা জানায় ক্লাস এইটের ছাত্রী নয় মাস আগে ধর্ষিতা হয়েছিল ৷ গ্রামেরই এক ব্যক্তি যাঁর নাম বাল শংকর নায়েক তিনি দু‘বার রেপ করেছিল মেয়েটিকে ৷ এরপর এই খবর পুলিশে দিলে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়েছিল সে ৷Photo- Representive
advertisement
4/4
ধর্ষিতা মেয়ের পরিবার কোনও পথ না পেয়ে সন্তানকে জন্ম দেওয়ানোর সিদ্ধান্ত নেয় ৷ তারপর কী হবে সেটা ভেবে না পেয়েই তারা বাচ্চা ছেড়ে চলে যাচ্ছিল ৷Photo- Representive
ধর্ষিতা মেয়ের পরিবার কোনও পথ না পেয়ে সন্তানকে জন্ম দেওয়ানোর সিদ্ধান্ত নেয় ৷ তারপর কী হবে সেটা ভেবে না পেয়েই তারা বাচ্চা ছেড়ে চলে যাচ্ছিল ৷Photo- Representive
advertisement
advertisement
advertisement