পাঁচ বছর ধরে রোজ রেপ করত শ্বশুর, স্বামী জেনে শুনেও ছিলেন চুপ

Last Updated:
নির্মম অত্যাচারের কাহিনি উঠে আসে বারবার
1/4
ছেলের নয়, আমার শরীরের খিদে মেটানোর জন্য তোমাকে বাড়ির বউ করে এনেছি ৷ এই কথা দিনের পর দিন বলা হত ধর্ষিতা মেয়েটিকে ৷ Photo- Representive
ছেলের নয়, আমার শরীরের খিদে মেটানোর জন্য তোমাকে বাড়ির বউ করে এনেছি ৷ এই কথা দিনের পর দিন বলা হত ধর্ষিতা মেয়েটিকে ৷ Photo- Representive
advertisement
2/4
পাঁচ বছর ধরে নিয়মিত শ্বশুর ছেলের বউকে রেপ করতেন ৷ বারবার অনুরোধ করা সত্ত্বেও ছাড় মেলেনি ৷ Photo- Representive
পাঁচ বছর ধরে নিয়মিত শ্বশুর ছেলের বউকে রেপ করতেন ৷ বারবার অনুরোধ করা সত্ত্বেও ছাড় মেলেনি ৷ Photo- Representive
advertisement
3/4
স্বামী সব জানা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেননি ৷ পাঁচ বছর এই যন্ত্রণা সহ্য করার পর এবার পরিস্থিতি আরও খারাপ হয় যখন দেওর-ও তাঁকে রেপ করতে শুরু করে ৷ Photo- Representive
স্বামী সব জানা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেননি ৷ পাঁচ বছর এই যন্ত্রণা সহ্য করার পর এবার পরিস্থিতি আরও খারাপ হয় যখন দেওর-ও তাঁকে রেপ করতে শুরু করে ৷ Photo- Representive
advertisement
4/4
এরপর উত্তরপ্রদেশের বরেলি থানায় ভদ্রমহিলা রিপোর্ট করেন ৷ ২০১৪ সালে বিয়ের পর থেকে এই নির্মম অত্যাচার হয়ে এসেছে ৷  Photo- Representive
এরপর উত্তরপ্রদেশের বরেলি থানায় ভদ্রমহিলা রিপোর্ট করেন ৷ ২০১৪ সালে বিয়ের পর থেকে এই নির্মম অত্যাচার হয়ে এসেছে ৷ Photo- Representive
advertisement
advertisement
advertisement