প্রেম বাঁচাতে স্বামীকে প্ল্যান করে খুন! এবার প্রেমিকের সঙ্গে জেলেই কাটাতে হবে জীবন...

Last Updated:
আদালতে যাবজ্জীবন কারাদণ্ড হয় দোষীদের।
1/5
•স্বামীকে লুকিয়ে চলছিল প্রেম। ধরা পড়তেই স্বামীকে খতম করার প্ল্যান করে ফেলল স্ত্রী ও তার প্রেমিক।
•স্বামীকে লুকিয়ে চলছিল প্রেম। ধরা পড়তেই স্বামীকে খতম করার প্ল্যান করে ফেলল স্ত্রী ও তার প্রেমিক।
advertisement
2/5
•স্বামীকে লুকিয়ে চলছিল প্রেম। ধরা পড়তেই স্বামীকে খতম করার প্ল্যান করে ফেলল স্ত্রী ও তার প্রেমিক।
•স্বামীকে লুকিয়ে চলছিল প্রেম। ধরা পড়তেই স্বামীকে খতম করার প্ল্যান করে ফেলল স্ত্রী ও তার প্রেমিক।
advertisement
3/5
•রাস্তার ধারে মৃত অবস্থা উদ্ধার হয় মনোজের দেহ। জানা গিয়েছে যে, বাইকে করে জাভি গ্রামে এক বিয়ে বাড়িতে যাচ্ছিলেন মনোজ। সেই সময় তাঁকে রাস্তায় তার পথ আটকায় সলমন ও সারাফত। গলা টিপে খুন করে তার। পরে রাস্তার ধারে ফেলে রেখে দেয় দেহ, যাতে মনে হয়, এটা খুন নয় দুর্ঘটনা।
•রাস্তার ধারে মৃত অবস্থা উদ্ধার হয় মনোজের দেহ। জানা গিয়েছে যে, বাইকে করে জাভি গ্রামে এক বিয়ে বাড়িতে যাচ্ছিলেন মনোজ। সেই সময় তাঁকে রাস্তায় তার পথ আটকায় সলমন ও সারাফত। গলা টিপে খুন করে তার। পরে রাস্তার ধারে ফেলে রেখে দেয় দেহ, যাতে মনে হয়, এটা খুন নয় দুর্ঘটনা।
advertisement
4/5
•এরই মধ্যে উদ্ধার হয় মৃতের দেহ। ময়নাতদন্তে স্পষ্ট হয় মৃত্যুর কারণ। একই সঙ্গে মঞ্জু এবং সলমনের ফোনের মেসেজ এবং সলমন ও সারাফতের ফোনের লকেশনে জানা যায় যে মনোজরে মুত্যের সময় তারাই ছিল ঘটনাস্থলে।
•এরই মধ্যে উদ্ধার হয় মৃতের দেহ। ময়নাতদন্তে স্পষ্ট হয় মৃত্যুর কারণ। একই সঙ্গে মঞ্জু এবং সলমনের ফোনের মেসেজ এবং সলমন ও সারাফতের ফোনের লকেশনে জানা যায় যে মনোজরে মুত্যের সময় তারাই ছিল ঘটনাস্থলে।
advertisement
5/5
•পুলিশ ঘটনার তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করে। এরপর আদালতে যাবজ্জীবন কারাদণ্ড হয় দোষীদের। ঘটনা মধ্যপ্রদেশের।
•পুলিশ ঘটনার তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করে। এরপর আদালতে যাবজ্জীবন কারাদণ্ড হয় দোষীদের। ঘটনা মধ্যপ্রদেশের।
advertisement
advertisement
advertisement