‘চরিত্রে দোষ আছে’, সন্দেহে উঠতি মডেল বান্ধবীকে মাথা থেঁতলে খুন করল প্রেমিক!

Last Updated:
1/5
• বছর উনিশের উঠতি মডেল বান্ধবীকে খুনের অভিযোগে গ্রেফতার যুবক ৷ অভিযুক্তের নাম আশরফ শেখ ৷ ছবি: ফেসবুক ৷
• বছর উনিশের উঠতি মডেল বান্ধবীকে খুনের অভিযোগে গ্রেফতার যুবক ৷ অভিযুক্তের নাম আশরফ শেখ ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
2/5
• বেশ কিছুদিন ধরেই স্থানীয় মডেল খুশি পারিহরের সঙ্গে সম্পর্ক ছিল তার ৷ জানা গিয়েছে, খুশি ও আশরফ, দু’জনেই নাগপুরের বাসিন্দা ৷ বান্ধবীর ‘চরিত্র’ নিয়ে সন্দেহের বশেই নাকি তাঁকে খুন করেছে আশরফ ৷ ছবি: ফেসবুক ৷
• বেশ কিছুদিন ধরেই স্থানীয় মডেল খুশি পারিহরের সঙ্গে সম্পর্ক ছিল তার ৷ জানা গিয়েছে, খুশি ও আশরফ, দু’জনেই নাগপুরের বাসিন্দা ৷ বান্ধবীর ‘চরিত্র’ নিয়ে সন্দেহের বশেই নাকি তাঁকে খুন করেছে আশরফ ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
3/5
• পুলিশ সূত্রে খবর, গত শনিবার সকালে পানধুরা-নাগপুর হাইওয়েতে একটি মাথা থেঁতলে দেওয়া মহিলার দেহ উদ্ধার হয় ৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুলিশ ওই মহিলাকে শনাক্ত করে ৷ ছবি: ফেসবুক ৷
• পুলিশ সূত্রে খবর, গত শনিবার সকালে পানধুরা-নাগপুর হাইওয়েতে একটি মাথা থেঁতলে দেওয়া মহিলার দেহ উদ্ধার হয় ৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুলিশ ওই মহিলাকে শনাক্ত করে ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
4/5
• এরপর খুশির সূত্র ধরেই আশরফকে গ্রেফতার করে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদের মুখে নিজের দোষ কবুল করে আশরফ ৷ ছবি: ফেসবুক ৷
• এরপর খুশির সূত্র ধরেই আশরফকে গ্রেফতার করে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদের মুখে নিজের দোষ কবুল করে আশরফ ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
5/5
• আশরফ জানায়, এলাকার কয়েকজনের সঙ্গে খুশির ঘনিষ্ঠতা হয়েছিল ৷ খুশির সঙ্গে গত ১২ জুলাই পানধুরনা-নাগপুর হাইওয়ে ধরে গাড়ি নিয়ে যাওয়ার সময় সাভেলি ফাটা এলাকায় তাঁর মাথা থেঁতলে তাঁকে হত্যা করে ৷ ছবি: ফেসবুক ৷
• আশরফ জানায়, এলাকার কয়েকজনের সঙ্গে খুশির ঘনিষ্ঠতা হয়েছিল ৷ খুশির সঙ্গে গত ১২ জুলাই পানধুরনা-নাগপুর হাইওয়ে ধরে গাড়ি নিয়ে যাওয়ার সময় সাভেলি ফাটা এলাকায় তাঁর মাথা থেঁতলে তাঁকে হত্যা করে ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
advertisement
advertisement