এই দুটি ভ্যাকসিন হল, Zydus Cadila ও ভারত বায়োটেকের সম্ভাব্য ভ্যাকসিন Covaxine৷ Zydus Cadila আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে, তাদের ভ্যাকসিন ZyCoV-D হিউম্যান ট্রায়ালে প্রবেশ করেছে৷ সংস্থার চেয়ারম্যান পঙ্কজ প্যাটেল জানিয়েছেন, Covid-19 বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷ প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে ZyCoV-D নিরাপদ প্রমাণিত হয়েছে৷
গত মঙ্গলবার ICMR-এর ডিরেক্টর জেনারেল অধ্যাপক বলরাম ভার্গব বলেন, ' বিশ্বের কয়েক লক্ষ মানুষ করোনা ভাইরাসে কাবু৷ তাই যত দ্রুত সম্ভব বিশ্ববাসীকে বাঁচানো আমাদের নৈতিক দায়িত্ব৷ তাই এই ভ্যাকসিনের ফাস্ট-ট্র্যাকিং খুবই জরুরি৷' দুটি ভ্যাকসিনই ইঁদুর ও খরগোশের উপর প্রয়োগে ভাল ফল মিলেছে৷ এ বার মানব শরীরে ট্রায়াল শুরু হচ্ছে৷