▪️এরই পাশাপাশি ওরাল-ফিকল (মুখ ও মলদ্বারের) সংক্রমণের কথাও বলা হয়েছে৷ বলা হচ্ছে যে নিঃশ্বাসের সমস্যা হলে শরীরে করোনার জীবণু ১৬-১৭ দিন পর্যন্ত দেখা দেয়৷ কিন্তু এই ধরণের পেটের সমস্যা হলে শরীরে করোনার অস্তিত্ব থাকে ২৮ দিনেরও বেশি৷ এমনই উপসর্গ থাকা একজন রোগীর শরীরে করোনার সংক্রমণ ছিল প্রায় ৪৭ দিন!