*কামারহাটির বিধায়ক মদন মিত্র রবিবার দুপুরে উদ্বোধন করেন বিনামূল্যের অক্সিজেন পার্লারের। এ দিন অক্সিজেন পার্লারের সঙ্গে 'সেফ হোম'-রও উদ্বোধন করেন তিনি। মদন মিত্র বলেন, যখন অক্সিজেন, ঔষুধ কালোবাজারি হচ্ছে তখন কামারহাটিতেই মিলবে বিনামূল্যের অক্সিজেন। সরকারি ও বেসরকারি হাসপাতালের আদলে অক্সিজেন পাইপ লাইন করে অক্সিজেন সরবরাহ করা হবে পার্লারে।'
*মদন মিত্র রবিবার বলেন, অনেকদিন কামারহাটিতে তৃণমূল কংগ্রেস অক্সিজেন পায়নি, সিলিন্ডার থাকলেও অক্সিজেনের অভাব বোধ করছিলেন, এ বার সেই অক্সিজেন নিয়ে পাঁচ বছরের জন্য হাজির থাকবে মদন মিত্র। অক্সিজেন পার্লারের শুরুর দিনই এলাকার বাসিন্দাদের মদন মিত্র আবেদন করেন সবাই অক্সিজেন নিন, তবে ফাঁকা সিলিন্ডারগুলো ফিরিয়ে দিন।