Madan Mitra Oxygen Parlor: অক্সিজেন-অ্যাম্বুল্যান্সের কালোবাজারি! অক্সিজেন পার্লার উদ্বোধনের পর যা বললেন মদন মিত্র...

Last Updated:
রবিবার দুপুরে কামারহাটিতে চালু হল অক্সিজেন পার্লার। ১০০ শয্যার ব্যবস্থা থাকলেও বর্তমানে দশ শয্যা নিয়ে চালু হল পার্লার।
1/6
*রবিবার দুপুরে কামারহাটিতে চালু হল অক্সিজেন পার্লার। ১০০ শয্যার ব্যবস্থা থাকলেও বর্তমানে দশ শয্যা নিয়ে চালু হল পার্লার। যখন অক্সিজেনের অভাব বোধ করছে গোটা রাজ্য তখন এই অক্সিজেন পার্লার অনেকটাই বাড়তি অক্সিজেন যোগাবে কামারহাটির বাসিন্দাদের। তথ্য ও ছবিঃ সুশোভন ভট্টাচার্য।    
*রবিবার দুপুরে কামারহাটিতে চালু হল অক্সিজেন পার্লার। ১০০ শয্যার ব্যবস্থা থাকলেও বর্তমানে দশ শয্যা নিয়ে চালু হল পার্লার। যখন অক্সিজেনের অভাব বোধ করছে গোটা রাজ্য তখন এই অক্সিজেন পার্লার অনেকটাই বাড়তি অক্সিজেন যোগাবে কামারহাটির বাসিন্দাদের। তথ্য ও ছবিঃ সুশোভন ভট্টাচার্য।    
advertisement
2/6
*কামারহাটির বিধায়ক মদন মিত্র রবিবার দুপুরে উদ্বোধন করেন বিনামূল্যের অক্সিজেন পার্লারের। এ দিন অক্সিজেন পার্লারের সঙ্গে 'সেফ হোম'-রও উদ্বোধন করেন তিনি। মদন মিত্র বলেন, যখন অক্সিজেন,  ঔষুধ কালোবাজারি হচ্ছে তখন কামারহাটিতেই মিলবে বিনামূল্যের অক্সিজেন।  সরকারি ও বেসরকারি হাসপাতালের আদলে অক্সিজেন পাইপ লাইন করে অক্সিজেন সরবরাহ করা হবে পার্লারে।'
*কামারহাটির বিধায়ক মদন মিত্র রবিবার দুপুরে উদ্বোধন করেন বিনামূল্যের অক্সিজেন পার্লারের। এ দিন অক্সিজেন পার্লারের সঙ্গে 'সেফ হোম'-রও উদ্বোধন করেন তিনি। মদন মিত্র বলেন, যখন অক্সিজেন,  ঔষুধ কালোবাজারি হচ্ছে তখন কামারহাটিতেই মিলবে বিনামূল্যের অক্সিজেন।  সরকারি ও বেসরকারি হাসপাতালের আদলে অক্সিজেন পাইপ লাইন করে অক্সিজেন সরবরাহ করা হবে পার্লারে।'
advertisement
3/6
*মদন মিত্র আরও বলেন, বেশ কিছু মোবাইল নম্বরে ফোন করলেই মিলবে পরিষেবা। কামারহাটির পার্লারে অক্সিজেন নেওয়ার সময় গান শুনবেন রোগীরা। রোগীর আত্মীয় পরিজনরা সর্বক্ষণ দেখতে পাবেন সিসি ক্যামেরার মাধ্যমে। কোনও রোগীর পরিবার রোগীর সঙ্গে কথাও বলতে পারবেন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে।
*মদন মিত্র আরও বলেন, বেশ কিছু মোবাইল নম্বরে ফোন করলেই মিলবে পরিষেবা। কামারহাটির পার্লারে অক্সিজেন নেওয়ার সময় গান শুনবেন রোগীরা। রোগীর আত্মীয় পরিজনরা সর্বক্ষণ দেখতে পাবেন সিসি ক্যামেরার মাধ্যমে। কোনও রোগীর পরিবার রোগীর সঙ্গে কথাও বলতে পারবেন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে।
advertisement
4/6
*মদন মিত্র রবিবার বলেন, অনেকদিন কামারহাটিতে তৃণমূল কংগ্রেস অক্সিজেন পায়নি, সিলিন্ডার থাকলেও অক্সিজেনের অভাব বোধ করছিলেন, এ বার সেই অক্সিজেন নিয়ে পাঁচ বছরের জন্য হাজির থাকবে মদন মিত্র। অক্সিজেন পার্লারের শুরুর দিনই এলাকার বাসিন্দাদের মদন মিত্র আবেদন করেন সবাই অক্সিজেন নিন, তবে ফাঁকা সিলিন্ডারগুলো ফিরিয়ে দিন।
*মদন মিত্র রবিবার বলেন, অনেকদিন কামারহাটিতে তৃণমূল কংগ্রেস অক্সিজেন পায়নি, সিলিন্ডার থাকলেও অক্সিজেনের অভাব বোধ করছিলেন, এ বার সেই অক্সিজেন নিয়ে পাঁচ বছরের জন্য হাজির থাকবে মদন মিত্র। অক্সিজেন পার্লারের শুরুর দিনই এলাকার বাসিন্দাদের মদন মিত্র আবেদন করেন সবাই অক্সিজেন নিন, তবে ফাঁকা সিলিন্ডারগুলো ফিরিয়ে দিন।
advertisement
5/6
*এ দিন তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলেন, এই ধরনের অক্সিজেন পার্লার কামারহাটি বিধানসভা এলাকায় আরও তৈরি করা হবে। কিছুদিন আগে এই পার্লারের ঘোষনা মদন মিত্র তার ফেসবুক লাইভে করেছিলেন।  সেখানে তিনি বলেছিলেন কালোবাজারি কথা। রবিবার অক্সিজেন পার্লার উদ্বোধন করতে এসে একই কথা বলেন তিনি। 
*এ দিন তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলেন, এই ধরনের অক্সিজেন পার্লার কামারহাটি বিধানসভা এলাকায় আরও তৈরি করা হবে। কিছুদিন আগে এই পার্লারের ঘোষনা মদন মিত্র তার ফেসবুক লাইভে করেছিলেন।  সেখানে তিনি বলেছিলেন কালোবাজারি কথা। রবিবার অক্সিজেন পার্লার উদ্বোধন করতে এসে একই কথা বলেন তিনি। 
advertisement
6/6
*তিনি বলেন, "শুধুই যে কালোবাজারি হচ্ছে অক্সিজেন তা নয়, নানান জিনিসপত্র যা করোনাকালে অতিগুরুত্বপূর্ণ তাও কালোবাজারি হচ্ছে।" তাই এ সব বন্ধ করে সমাজের পাশে দাঁড়াতে মানুষকে আরও মানবিক ও সচেতন হওয়ার পরামর্শ দেন মদন মিত্র।
*তিনি বলেন, "শুধুই যে কালোবাজারি হচ্ছে অক্সিজেন তা নয়, নানান জিনিসপত্র যা করোনাকালে অতিগুরুত্বপূর্ণ তাও কালোবাজারি হচ্ছে।" তাই এ সব বন্ধ করে সমাজের পাশে দাঁড়াতে মানুষকে আরও মানবিক ও সচেতন হওয়ার পরামর্শ দেন মদন মিত্র।
advertisement
advertisement
advertisement