সূর্যালোকেই মুক্তি, COVID 19 থেকে বাঁচাতে বড় ভূমিকা নিতে পারে ভিটামিন ডি! কী বলছে নতুন রিসার্চ

Last Updated:
ইউরোপের বিভিন্ন করোনা আক্রান্তদের নিয়ে প্রতি মুহূর্তে চলছে রিসার্চ
1/7
দ্য ল্যানসেটে সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে ভিটামিন ডি ও কোভিড ১৯ -র এক সম্পর্কের কথা জানিয়েছে৷ তাদের মত অনুযায়ি সূর্যালোকে ত্বক উন্মুক্ত হলে যে ভিটামিন ডি তৈরি হয় তা সাহায্য করছে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে ৷Photo- Representive
দ্য ল্যানসেটে সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে ভিটামিন ডি ও কোভিড ১৯ -র এক সম্পর্কের কথা জানিয়েছে৷ তাদের মত অনুযায়ি সূর্যালোকে ত্বক উন্মুক্ত হলে যে ভিটামিন ডি তৈরি হয় তা সাহায্য করছে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে ৷Photo- Representive
advertisement
2/7
এই মুহূর্তে সারা পৃথিবী কোভিড ১৯ -র সঙ্গে লড়ছে গোটা পৃথিবী ৷ তাই পৃথিবীর বিভিন্ন জায়গায় রিসার্চাররা এই অসুখের সঙ্গে লড়াই করছে ৷ সাইটোকাইন স্টর্মের বিষয়টিও এই সময় শোনা যাচ্ছে ৷ এটা মেডিক্যাল জটিলতা কোভিড ১৯ রোগীদের মধ্যে পাওয়া যাচ্ছে ৷ এর সাযুজ্য রয়েছে SARS ও MERS-র সঙ্গে ৷ এই তিনটি রোগই করোনা ভাইরাসের দ্বারা হয় ৷Photo- PTI(Representive)
এই মুহূর্তে সারা পৃথিবী কোভিড ১৯ -র সঙ্গে লড়ছে গোটা পৃথিবী ৷ তাই পৃথিবীর বিভিন্ন জায়গায় রিসার্চাররা এই অসুখের সঙ্গে লড়াই করছে ৷ সাইটোকাইন স্টর্মের বিষয়টিও এই সময় শোনা যাচ্ছে ৷ এটা মেডিক্যাল জটিলতা কোভিড ১৯ রোগীদের মধ্যে পাওয়া যাচ্ছে ৷ এর সাযুজ্য রয়েছে SARS ও MERS-র সঙ্গে ৷ এই তিনটি রোগই করোনা ভাইরাসের দ্বারা হয় ৷Photo- PTI(Representive)
advertisement
3/7
সহজ শব্দে সাইটোকাইন স্টর্ম মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বড়সড়ভাবে প্রভাবিত করে ৷ আর রোগ প্রতিরোধ ক্ষমতাই সমস্ত রোগের বিরুদ্ধে মানুষকে লড়াই করতে সাহায্য করে ৷ হাওয়ার্ড হিউজস মেডিক্যাল ইন্সটিটিউটের অন্য একটা রিসার্চ অনুযায়ী , সাইটোকাইন স্টর্ম আটকানো গেলে কোভিড ১৯ লক্ষণগুলি অনেকাংশে কম হতে পারে ৷Photo- Representive
সহজ শব্দে সাইটোকাইন স্টর্ম মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বড়সড়ভাবে প্রভাবিত করে ৷ আর রোগ প্রতিরোধ ক্ষমতাই সমস্ত রোগের বিরুদ্ধে মানুষকে লড়াই করতে সাহায্য করে ৷ হাওয়ার্ড হিউজস মেডিক্যাল ইন্সটিটিউটের অন্য একটা রিসার্চ অনুযায়ী , সাইটোকাইন স্টর্ম আটকানো গেলে কোভিড ১৯ লক্ষণগুলি অনেকাংশে কম হতে পারে ৷Photo- Representive
advertisement
4/7
ভিটামিন ডি সাইটোকাইন স্টর্ম আটকাতে বড় ভূমিকা নিতে পারে ৷ ভিটামিন ডি ফ্যাটে দ্রবীভূত হয়ে যাওয়ার মতো ভিটামিন ৷ যারা শ্বেত রক্তকণিকাকে নিয়ন্ত্রণ করে ৷ আর এই হোয়াইট ব্লাড সেলই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ৷Photo- Representive
ভিটামিন ডি সাইটোকাইন স্টর্ম আটকাতে বড় ভূমিকা নিতে পারে ৷ ভিটামিন ডি ফ্যাটে দ্রবীভূত হয়ে যাওয়ার মতো ভিটামিন ৷ যারা শ্বেত রক্তকণিকাকে নিয়ন্ত্রণ করে ৷ আর এই হোয়াইট ব্লাড সেলই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ৷Photo- Representive
advertisement
5/7
ভিটামিন ডি-র মাপ কম হলে কোভিড ১৯ -রোগীর ক্ষেত্রে তা বড়সড় প্রভাব ফেলতে পারে ৷ কারণ করোনা ভাইরাস মানুষের রক্তকণিকা ওপর প্রভাব ফেলে ৷ শ্বেত রক্ত কণিকা কম থাকলে কোভিড আক্রান্ত রোগীদের ক্ষেত্রে প্রচুর পরিমাণ সাইটোকাইন স্টর্ম রক্তের মধ্যে মুক্ত করতে শুরু করে ৷ আর তা কোভিড ১৯ রোগীদের ক্ষেত্রে মারণ প্রমাণিত হয় ৷
ভিটামিন ডি-র মাপ কম হলে কোভিড ১৯ -রোগীর ক্ষেত্রে তা বড়সড় প্রভাব ফেলতে পারে ৷ কারণ করোনা ভাইরাস মানুষের রক্তকণিকা ওপর প্রভাব ফেলে ৷ শ্বেত রক্ত কণিকা কম থাকলে কোভিড আক্রান্ত রোগীদের ক্ষেত্রে প্রচুর পরিমাণ সাইটোকাইন স্টর্ম রক্তের মধ্যে মুক্ত করতে শুরু করে ৷ আর তা কোভিড ১৯ রোগীদের ক্ষেত্রে মারণ প্রমাণিত হয় ৷
advertisement
6/7
ল্যানসেটের সম্প্রতি প্রকাশিত স্টাডি অনুযায়ী করোনা সংক্রমণে মৃত্যুর হার নিয়ে পরীক্ষা করতে গিয়ে জনসংখ্যার ওপ রিলেটিভ ভিটামিন ডি স্ট্যাটাস খতিয়ে দেখা হচ্ছে ৷ ভিটামিন ডি দুটি স্তরে নিজের কার্যকরিতা প্রমাণ করে ৷ ভিটামিন ডি প্রাথমিকভাবে অ্যান্টি মাইক্রোবিয়াল পেপটাইডস শ্বাসযন্ত্রে আক্রমণ করে ৷Photo- Representive
ল্যানসেটের সম্প্রতি প্রকাশিত স্টাডি অনুযায়ী করোনা সংক্রমণে মৃত্যুর হার নিয়ে পরীক্ষা করতে গিয়ে জনসংখ্যার ওপ রিলেটিভ ভিটামিন ডি স্ট্যাটাস খতিয়ে দেখা হচ্ছে ৷ ভিটামিন ডি দুটি স্তরে নিজের কার্যকরিতা প্রমাণ করে ৷ ভিটামিন ডি প্রাথমিকভাবে অ্যান্টি মাইক্রোবিয়াল পেপটাইডস শ্বাসযন্ত্রে আক্রমণ করে ৷Photo- Representive
advertisement
7/7
দ্বিতীয়ত ভিটামিন ডি সার্স কোভ ২ -র সঙ্গে লড়াই করতে পারে তা প্রমাণিত ৷ SARS-CoV-2-কে নিয়ন্ত্রণ করে প্রোটিনের সঙ্গে হুকআপ করে ৷ যাতে মানুষের সেলে ভাইরাসের প্রবেশের পথে বাধা তৈরি করে ৷
দ্বিতীয়ত ভিটামিন ডি সার্স কোভ ২ -র সঙ্গে লড়াই করতে পারে তা প্রমাণিত ৷ SARS-CoV-2-কে নিয়ন্ত্রণ করে প্রোটিনের সঙ্গে হুকআপ করে ৷ যাতে মানুষের সেলে ভাইরাসের প্রবেশের পথে বাধা তৈরি করে ৷
advertisement
advertisement
advertisement