Corona update India: করোনার দৈনিক সংক্রমণে বিরতি নেই! তবে বাড়ছে সুস্থতার হার, কমেছে দৈনিক মৃত্যুও

Last Updated:
আজ রবিবার দৈনিক করোনা (Daily corona cases) সংক্রমণ নামল আড়াই লক্ষের নীচে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৪০,৮৪২ জন। তবে স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় কমেছে মৃতের সংখ্যাও।
1/6
আজ রবিবার দৈনিক করোনা (Daily corona cases) সংক্রমণ নামল আড়াই লক্ষের নীচে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৪০,৮৪২ জন। তবে স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় কমেছে মৃতের সংখ্যাও। শনিবারও দৈনিক মৃত্যুর সংখ্যা ছিস ৪১৯৪। রবিবার ৪ হাজারের ঘর থেকে নেমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭৪১ জনের।
আজ রবিবার দৈনিক করোনা (Daily corona cases) সংক্রমণ নামল আড়াই লক্ষের নীচে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৪০,৮৪২ জন। তবে স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় কমেছে মৃতের সংখ্যাও। শনিবারও দৈনিক মৃত্যুর সংখ্যা ছিস ৪১৯৪। রবিবার ৪ হাজারের ঘর থেকে নেমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭৪১ জনের।
advertisement
2/6
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের থেকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৩,৫৫,১০২ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের থেকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৩,৫৫,১০২ জন।
advertisement
3/6
এই মুহূর্তে দেশে মোট করোনা অ্যাক্টিভ কেসের (Corona active cases)সংখ্যা ২৬,৫৩০,১৩২। সুস্থ হওয়ার সংখ্যা ২৩,৪২৫,৪৬৭। এখনও পর্যন্ত ভারতে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২ লক্ষ ৯৯ হাজার ২৬৬-তে।
এই মুহূর্তে দেশে মোট করোনা অ্যাক্টিভ কেসের (Corona active cases)সংখ্যা ২৬,৫৩০,১৩২। সুস্থ হওয়ার সংখ্যা ২৩,৪২৫,৪৬৭। এখনও পর্যন্ত ভারতে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২ লক্ষ ৯৯ হাজার ২৬৬-তে।
advertisement
4/6
মোট টিকাকারণ হওয়ার সংখ্যা ১৯,৫০,০৪,১৮৪। দেশে বর্তমানে করোনা আক্রান্তের হার ১০.৫৭ শতাংশ এবং সুস্থ হওয়ার হার ৮৮.৩০ শতাংশ।
মোট টিকাকারণ হওয়ার সংখ্যা ১৯,৫০,০৪,১৮৪। দেশে বর্তমানে করোনা আক্রান্তের হার ১০.৫৭ শতাংশ এবং সুস্থ হওয়ার হার ৮৮.৩০ শতাংশ।
advertisement
5/6
করোনা মহামারীতে মোট আক্রান্তের সংখ্যার নিরিখে যে ৬ রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত- মহারাষ্ট্র (৫,৫২৭,০৯২), কর্ণাটক (২,৩৬৭,৭৪২), কেরল (২,২৯৩,৬৩২), তামিলনাড়ু (১,৭৭০,৯৮৮), উত্তরপ্রদেশ (১,৬৫৯,২৬৫), দিল্লি (১,৫৪২,০৭৯)।
করোনা মহামারীতে মোট আক্রান্তের সংখ্যার নিরিখে যে ৬ রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত- মহারাষ্ট্র (৫,৫২৭,০৯২), কর্ণাটক (২,৩৬৭,৭৪২), কেরল (২,২৯৩,৬৩২), তামিলনাড়ু (১,৭৭০,৯৮৮), উত্তরপ্রদেশ (১,৬৫৯,২৬৫), দিল্লি (১,৫৪২,০৭৯)।
advertisement
6/6
করোনা ত্রাসের মধ্যে নতুন চিন্তা এখন ব্ল্যাক ফাঙ্গাসকে নিয়ে। ইতিমধ্যেই ভারতে mucormycosis বা ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus)-এ আক্রান্ত হয়েছেন ৯০০০ জন। কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়া এমনই জানিয়েছেন। এই নতুন ইনফেকশনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে অতিরিক্ত ২৩ হাজার ভায়াল ওষুধ পাঠিয়েছে কেন্দ্র।
করোনা ত্রাসের মধ্যে নতুন চিন্তা এখন ব্ল্যাক ফাঙ্গাসকে নিয়ে। ইতিমধ্যেই ভারতে mucormycosis বা ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus)-এ আক্রান্ত হয়েছেন ৯০০০ জন। কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়া এমনই জানিয়েছেন। এই নতুন ইনফেকশনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে অতিরিক্ত ২৩ হাজার ভায়াল ওষুধ পাঠিয়েছে কেন্দ্র।
advertisement
advertisement
advertisement