Covid-19 2nd Wave End: কবে থামবে করোনা সুনামির দ্বিতীয় ধাক্কা? কবে তাণ্ডব শুরু করবে তৃতীয় ঢেউ? স্পষ্ট জানাল কেন্দ্রীয় প্যানেল
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
আর মাত্র দু'মাস। তারপরেই করোনার (COVID 19) দ্বিতীয় ঢেউয়ের (second wave of Covid-19) দাপট কমে যাবে। কেন্দ্রের তিন সদস্যের বিশেষজ্ঞ প্যানেল এমন আশার বানী শোনানোর ঠিক পরেই আবার আশঙ্কার কথাও শুনিয়ে ফেলেছে।
advertisement
advertisement
advertisement
*IIT কানপুরের অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল (Manindra Agarwal) তৃতীয় ঢেউ প্রসঙ্গে ইন্ডিয়া টুডে-কে বলেন, "করোনা অতিমারীর তৃতীয় ঢেউ (phase 3 of the pandemic) স্থানীয়ভাবেই (localised) মানুষকে সংক্রামিত করবে। ভারতের একটা বড় অংশের মানুষের টিকাকরণ সম্পন্ন হয়ে যাবে, ফলে সংক্রমণের (immunity from vaccination) মাত্রা অনেকটাই কম হবে।" ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement
*বৃহস্পতিবার SUTRA মডেলের সঙ্গে যুক্ত বিজ্ঞানী এম বিদ্যাসাগর জানিয়েছেন, টিকাকরণ প্রক্রিয়া যদি যথাযথভাবে না হয়, তবে মডেলের সঙ্গে তথ্য মেলায় তারতম্য হতে পারে। আগামী ৬-৮ মাসের মধ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা। যদিও তিনি জানান, সুত্র মডেলে এখনও তৃতীয় ঢেউ সম্পর্কিত কোনও পূর্বাভাস নেই। তবে কাজ চলছে। ফাইল ছবি।
