ধেয়ে আসছে আমফান,সমুদ্রের ঢেউ উঠতে পারে দোতলা সমান, ভাসতে পারে তিলোত্তমাও, মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
আমফান মোকাবিলায় কলকাতা পুরসভায় জোর তৎপরতা। তৈরি করা হয়েছে কন্ট্রোল রুম।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। ১৯৯৯-এ পর এত ভয়ঙ্কর সুপার সাইক্লোন আসেনি ৷ সুপার সাইক্লোন হিসেবেই স্থলভাগে আছড়ে পড়বে জানিয়েছে NDRF ৷ সাইক্লোনটি আগামী ২০ মে বিকেলে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে৷ স্থলভাগে ঝড়ের গতি হবে ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার ৷ সমুদ্রের ঢেউ দোতলা সমান উঁচু হতে পারে ৷ আমফানের প্রভাবে ভাসবে কলকাতা বলে আশঙ্কা ৷
advertisement
advertisement
advertisement