Cyclone Yaas Preparedness : বিপর্যয় মোকাবিলায় হাজির কমলা বাহিনী! উপকূলে শুরু NDRF-এর মহড়া...

Last Updated:
একে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ তাণ্ডবের (Cyclone Yaas)ভয়ে কাঁটা বাংলা। অন্যদিকে ভয় বাড়াচ্ছে করোনার সংক্রমণ । তাই করোনা প্রতিরোধে হুডিযুক্ত বিশেষ পোশাকে মহড়ায় নেমেছেন এন ডি আর এফ- (NDRF)এর কর্মীরা। উপকূল বরাবর চলছে মাইকিং।
1/7
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ ( Cyclone যাস )। অশনি আশংকায় রাজ্যজুড়ে প্রস্তুতি তুঙ্গে। দেশের পশ্চিম উপকূল থেকে দফায় দফায় রাজ্যে এয়ার লিফট করিয়ে আনা হচ্ছে এনডিআরএফের কর্মীদের। আমফানের মতই বিপর্যয়ের পরেই ঝাঁপিয়ে পড়বে এই জাতীয় বিপর্যয় বাহিনী। তারই মহড়া চলছে উপকূল এলাকায়।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ ( Cyclone যাস )। অশনি আশংকায় রাজ্যজুড়ে প্রস্তুতি তুঙ্গে। দেশের পশ্চিম উপকূল থেকে দফায় দফায় রাজ্যে এয়ার লিফট করিয়ে আনা হচ্ছে এনডিআরএফের কর্মীদের। আমফানের মতই বিপর্যয়ের পরেই ঝাঁপিয়ে পড়বে এই জাতীয় বিপর্যয় বাহিনী। তারই মহড়া চলছে উপকূল এলাকায়।
advertisement
2/7
একে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ তাণ্ডবের ভয়ে কাঁটা বাংলা। অন্যদিকে ভয় বাড়াচ্ছে করোনার সংক্রমণ। তাই করোনা প্রতিরোধে হুডিযুক্ত বিশেষ পোশাকে মহড়ায় নেমেছেন এন ডি আর এফ-এর কর্মীরা। উপকূল বরাবর চলছে মাইকিং। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্ক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে মাঝ-সমুদ্রে।
একে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ তাণ্ডবের ভয়ে কাঁটা বাংলা। অন্যদিকে ভয় বাড়াচ্ছে করোনার সংক্রমণ। তাই করোনা প্রতিরোধে হুডিযুক্ত বিশেষ পোশাকে মহড়ায় নেমেছেন এন ডি আর এফ-এর কর্মীরা। উপকূল বরাবর চলছে মাইকিং। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্ক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে মাঝ-সমুদ্রে।
advertisement
3/7
আমফানের থেকে শিক্ষা নিয়ে এবার সবদিক থেকেই আগাম সতর্কতা নেওয়া হচ্ছে। প্রস্তুত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। গত কয়েকদিন আগেই পশ্চিম উপকুলে আছড়ে পড়ে তাউকতেই। এবার আছড়ে পড়ার প্রহর গুনছে যশ বা ইয়াস। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে প্রস্তুতি নিচ্ছে এনডিআরএফ।
আমফানের থেকে শিক্ষা নিয়ে এবার সবদিক থেকেই আগাম সতর্কতা নেওয়া হচ্ছে। প্রস্তুত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। গত কয়েকদিন আগেই পশ্চিম উপকুলে আছড়ে পড়ে তাউকতেই। এবার আছড়ে পড়ার প্রহর গুনছে যশ বা ইয়াস। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে প্রস্তুতি নিচ্ছে এনডিআরএফ।
advertisement
4/7
আমফান পরবর্তী সময়ে দুই ২৪ পরগনা ও কলকাতাকে সচল করতে বিশেষ ভূমিকা নিয়েছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা টিম। এবার আবারও আগাম কোমড় বেঁধে বিপর্যয়ের প্রস্তুতিতে নেমেছে ওরাও। ২৫০ টি স্কুল-কলেজে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে অস্থায়ী শরণার্থী শিবির।
আমফান পরবর্তী সময়ে দুই ২৪ পরগনা ও কলকাতাকে সচল করতে বিশেষ ভূমিকা নিয়েছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা টিম। এবার আবারও আগাম কোমড় বেঁধে বিপর্যয়ের প্রস্তুতিতে নেমেছে ওরাও। ২৫০ টি স্কুল-কলেজে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে অস্থায়ী শরণার্থী শিবির।
advertisement
5/7
ইতিমধ্যেই কাজে নামানো হয়েছে NDRF ও উপকূলরক্ষীবাহিনী। যেই যেই এলাকাগুলিতে এন ডি আর এফ মোতায়েন হয়েছে সেগুলি হল হাসনাবাদ, সন্দেশখালি, গোসাবা, কাকদ্বীপ, সাগর, দিঘা, রামনগর, কাঁথি, ডায়মন্ড হারবার, কলকাতা ও হাওড়া।
ইতিমধ্যেই কাজে নামানো হয়েছে NDRF ও উপকূলরক্ষীবাহিনী। যেই যেই এলাকাগুলিতে এন ডি আর এফ মোতায়েন হয়েছে সেগুলি হল হাসনাবাদ, সন্দেশখালি, গোসাবা, কাকদ্বীপ, সাগর, দিঘা, রামনগর, কাঁথি, ডায়মন্ড হারবার, কলকাতা ও হাওড়া।
advertisement
6/7
বর্তমানে তাউকতেই বিপর্যস্ত এলাকাগুলিতে কাজ চালাচ্ছে এনডিআরএফ। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ডিরেক্টর জেনারেল এস এন প্রধাণ টুইট করে জানিয়েছেন, ওই অঞ্চল থেকে এয়ার লিফট করে পশ্চিমবঙ্গ-ওড়িশাতে নিয়ে আসা হচ্ছে টিম। ঝড়ের তীব্রতা কতটা হবে মৌসম ভবণ থেকে সেই তথ্য পেলে ঠিক করা হবে কত টিম মোতায়েন করা হবে পশ্চিমবঙ্গে।
বর্তমানে তাউকতেই বিপর্যস্ত এলাকাগুলিতে কাজ চালাচ্ছে এনডিআরএফ। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ডিরেক্টর জেনারেল এস এন প্রধাণ টুইট করে জানিয়েছেন, ওই অঞ্চল থেকে এয়ার লিফট করে পশ্চিমবঙ্গ-ওড়িশাতে নিয়ে আসা হচ্ছে টিম। ঝড়ের তীব্রতা কতটা হবে মৌসম ভবণ থেকে সেই তথ্য পেলে ঠিক করা হবে কত টিম মোতায়েন করা হবে পশ্চিমবঙ্গে।
advertisement
7/7
বর্তমানে তাউকতেই বিপর্যস্ত এলাকাগুলিতে কাজ চালাচ্ছে এনডিআরএফ। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ডিরেক্টর জেনারেল এস এন প্রধাণ টুইট করে জানিয়েছেন, ওই অঞ্চল থেকে এয়ার লিফট করে পশ্চিমবঙ্গ-ওড়িশাতে নিয়ে আসা হচ্ছে টিম। ঝড়ের তীব্রতা কতটা হবে মৌসম ভবণ থেকে সেই তথ্য পেলে ঠিক করা হবে কত টিম মোতায়েন করা হবে পশ্চিমবঙ্গে।
বর্তমানে তাউকতেই বিপর্যস্ত এলাকাগুলিতে কাজ চালাচ্ছে এনডিআরএফ। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ডিরেক্টর জেনারেল এস এন প্রধাণ টুইট করে জানিয়েছেন, ওই অঞ্চল থেকে এয়ার লিফট করে পশ্চিমবঙ্গ-ওড়িশাতে নিয়ে আসা হচ্ছে টিম। ঝড়ের তীব্রতা কতটা হবে মৌসম ভবণ থেকে সেই তথ্য পেলে ঠিক করা হবে কত টিম মোতায়েন করা হবে পশ্চিমবঙ্গে।
advertisement
advertisement
advertisement