Cyclone Yaas Preparedness : বিপর্যয় মোকাবিলায় হাজির কমলা বাহিনী! উপকূলে শুরু NDRF-এর মহড়া...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
একে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ তাণ্ডবের (Cyclone Yaas)ভয়ে কাঁটা বাংলা। অন্যদিকে ভয় বাড়াচ্ছে করোনার সংক্রমণ । তাই করোনা প্রতিরোধে হুডিযুক্ত বিশেষ পোশাকে মহড়ায় নেমেছেন এন ডি আর এফ- (NDRF)এর কর্মীরা। উপকূল বরাবর চলছে মাইকিং।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বর্তমানে তাউকতেই বিপর্যস্ত এলাকাগুলিতে কাজ চালাচ্ছে এনডিআরএফ। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ডিরেক্টর জেনারেল এস এন প্রধাণ টুইট করে জানিয়েছেন, ওই অঞ্চল থেকে এয়ার লিফট করে পশ্চিমবঙ্গ-ওড়িশাতে নিয়ে আসা হচ্ছে টিম। ঝড়ের তীব্রতা কতটা হবে মৌসম ভবণ থেকে সেই তথ্য পেলে ঠিক করা হবে কত টিম মোতায়েন করা হবে পশ্চিমবঙ্গে।
advertisement
বর্তমানে তাউকতেই বিপর্যস্ত এলাকাগুলিতে কাজ চালাচ্ছে এনডিআরএফ। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ডিরেক্টর জেনারেল এস এন প্রধাণ টুইট করে জানিয়েছেন, ওই অঞ্চল থেকে এয়ার লিফট করে পশ্চিমবঙ্গ-ওড়িশাতে নিয়ে আসা হচ্ছে টিম। ঝড়ের তীব্রতা কতটা হবে মৌসম ভবণ থেকে সেই তথ্য পেলে ঠিক করা হবে কত টিম মোতায়েন করা হবে পশ্চিমবঙ্গে।
