COVID19 third wave: বাড়িতে থেকে মোটা হচ্ছে বাচ্চা, করোনা তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হওয়ার আশঙ্কা খুব বেশি!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অনলাইন ক্লাস(Online class) এবং বাড়িতে বন্দি (Lockdown Kids) থেকে শিশুদের মনের উপর প্রভাব পড়তে শুরু করেছে৷
advertisement
advertisement
•বিশেষজ্ঞদের মতে করোনার তৃতীয় ঢেউয়ে ১২ বছরের নিচে বাচ্চারা বেশি আক্রান্ত হতে চলেছে৷ তাই অভিভাবকদের পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব তারা টিকা নিয়ে নিন৷ এছাড়াও বাড়ির বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি যাতে বৃদ্ধি পায়, এমন খাবার ব্যবস্থা করুন অভিভাবকরা, এই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা৷ এতে মৃত্যুর হার কমবে৷
advertisement
•অনলাইন ক্লাস এবং বাড়িতে বন্দি থেকে শিশুদের মনের উপর প্রভাব পড়তে শুরু করেছে৷ স্কুলের দৌড়াদৌড়ি নেই, বন্ধুদের সঙ্গে খুনসুটি নেই, শিক্ষকের বকুনি নেই...একেবারে যেন ক্লান্ত হয়ে পড়েছে শৈশব৷ ফলে বাচ্চারা আরও অলস হয়ে পড়েছে৷ গ্যাজেট বা সোশ্যাল মিডিয়ায় তারাও আশক্ত হয়ে পড়ছে৷ কারণ বাড়িতে অভিভাবকরাও ব্যস্ত থাকছেন তাঁদের নিজেদের কাজে৷
advertisement
•শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সোমশেখর বলছেন যে, স্থূলতার ফলে ছোটের হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে৷ গাঁটে ব্যাথা হচ্ছে এবং হজমের অসুবিধা হচ্ছে৷ এর জন্য জাঙ্ক ফুড খেতে নিষেধ করছেন তিনি৷ স্বাস্থ্যকর খাবারের সঙ্গে নিয়মিত হাল্কা শরীরচর্চা প্রয়োজন ছোটদের৷ কারণ এই ধরণের অভ্যাস তাদের সুস্থ থাকতে সাহায্য করবে এবং করোনার সঙ্গে লড়াইতেও জয়ী করবে৷
