তবে, এই অফার পাওয়ার জন্য আপনাকে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই মাথায় রেখে চলতে হবে ৷ ১৮ বছরের বয়সের বেশি যারা, তাদের জন্যই শুধুমাত্র এই নিয়ম প্রযোজ্য ৷ প্রতিটা এসএমএসেরই আলাদা আলাদা ইউপিআই রেফারেন্স হওয়া উচিত ৷ একই ইউপিআই রেফারেন্স থেকে একাধিক এসএমএস আসে ৷ তাহলে সেগুলি ইনভ্যালিজ হিসেবে প্রযোজ্য হবে ৷