Pradhan Mantri Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা আপনি কি পাবেন ? কীভাবে আবেদন করবেন দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Pradhan Mantri Awas Yojana : ২০১৫ সালে শুরু হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিম।
advertisement
২০১৫ সালে শুরু হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিম। এই স্কিমের আওতায় শহর এবং গ্রামের যে সব দরিদ্র মানুষের নিজস্ব বাড়ি নেই, তাঁদের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেয় কেন্দ্র সরকার। গত ১০ বছরে ৪.২১ কোটি বাড়ি তৈরি করা হয়েছে। যদি কারও নিজস্ব বাড়ি না থাকে এবং স্কিমের যোগ্যতার মানদণ্ড পূরণ করেন, তাহলে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে পারেন।
advertisement
আবেদন করার আগে অবশ্যই প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমে বাড়ি পাওয়ার জন্য যোগ্যতা এবং সুবিধাগুলো জানা প্রয়োজন। বর্তমানে দুই ধরনের আবাস যোজনা চালু রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (PMAY-G) এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান (PMAY-U)। এই প্রকল্পে শুধু যোগ্য দরিদ্র ব্যক্তিদের বাড়ি তৈরি করে দেওয়া নয়, যাঁদের জমি আছে এবং বাড়ি তৈরি করতে চান, তাঁদের আর্থিক সহায়তাও দেওয়া হয়।
advertisement
advertisement
যোগ্যতা: স্কিমের সুবিধা পেতে হলে আবেদনকারীর বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে হতে হবে ভারতীয় নাগরিক। ১৮ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে পারেন। তবে পাকা বাড়ি থাকলে সেই ব্যক্তি এই স্কিমে আবেদন করতে পারবেন না। পাশাপাশি পরিবারের কোনও সদস্য সরকারি চাকরি করলে এই স্কিমের সুবিধা মিলবে না। আবেদনের সময় পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, আয়ের অনুপাত এবং সম্পত্তির নথি দিতে হবে।
advertisement
advertisement
advertisement