IPO আসার পর LIC-র কী হতে চলেছে, কী প্রভাব পড়বে পলিসিহোল্ডারদের উপরে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার সরকারের তরফে জানানো হয়েছে যে অর্থমন্ত্রী একটি প্রশ্নের লিখিত জবাবে রাজ্যসভায় এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে ৷
advertisement
advertisement
২০২০-২১ বাজেটে ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন সরকারি সংস্থা এলআইসি-কে এবার লিস্টেড করা হবে ৷ এর মাঝে অনুরাগ ঠাকুর অন্য একটি প্রশ্নের জবাবে জানিয়েছেন সরকার ৩৪টি Central Public Sector Enterprises-CPSE-এর স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টের জন্য অনুমোদন দিয়েছে ৷ এর মধ্যে সাবসিডিয়ারি ইউনিট ও জয়েন্ট ভেঞ্চার সামিল রয়েছে ৷
advertisement