সোনার গয়নায় বাধ্যতামূলক হলমার্কিং, তাহলে আপনার পুরনো সোনার কী হবে ? দেখে নিন...

Last Updated:
হলমার্কিংয়ের আওতায় ২০,২২,২৩,২৪ ক্যারেটের সোনার গয়না, অন্যান্য সামগ্রী আসতে পারে।
1/5
বুধবার থেকেই দেশে সোনার গয়নার ক্ষেত্রে হলমার্কিং বাধ্যতামূলক করল কেন্দ্র। এই মুহূর্তে তুল্যমূল্য ৩০% গয়নায় হলমার্কিং থাকে। কেন্দ্রের লক্ষ্য অগাস্ট মাসের মধ্যে অন্তত ২৫৬টি জেলায় এই নিয়ম চালু করা। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠবে, এই হলমার্কিং নিয়ে কেন্দ্রের এত তোড়জোড় কেন? তা জানতে গেলে প্রথমে বুঝতে হবে হলমার্কিং কী, কেন সোনা যারা পছন্দ করেন তাদের হলমার্ক দেখে নেওয়া উচিত। কোনও গয়নার সোনা আদৌ খাঁটি কিনা তা বোঝার জন্য যে শংসাপত্রটি ব্যবহার করা যেতে পারে তাই হল।
বুধবার থেকেই দেশে সোনার গয়নার ক্ষেত্রে হলমার্কিং বাধ্যতামূলক করল কেন্দ্র। এই মুহূর্তে তুল্যমূল্য ৩০% গয়নায় হলমার্কিং থাকে। কেন্দ্রের লক্ষ্য অগাস্ট মাসের মধ্যে অন্তত ২৫৬টি জেলায় এই নিয়ম চালু করা। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠবে, এই হলমার্কিং নিয়ে কেন্দ্রের এত তোড়জোড় কেন? তা জানতে গেলে প্রথমে বুঝতে হবে হলমার্কিং কী, কেন সোনা যারা পছন্দ করেন তাদের হলমার্ক দেখে নেওয়া উচিত। কোনও গয়নার সোনা আদৌ খাঁটি কিনা তা বোঝার জন্য যে শংসাপত্রটি ব্যবহার করা যেতে পারে তাই হল।
advertisement
2/5
হলমার্কিংয়ের আওতায় ২০,২২,২৩,২৪ ক্যারেটের সোনার গয়না, অন্যান্য সামগ্রী আসতে পারে। এছাড়া ১৪ ও ১৮ ক্যারেটের সোনার ক্ষেত্রেও হলমার্কিং ব্যবহার করা যায়। সারাদেশে ৯৪০টি হলমার্ক কেন্দ্র রয়েছে যার মধ্যে ১০০টি রাজ্যের। কেন্দ্র চাইছে, যাতে কোনও ব্যবসায়ী কংক্রিটের সোনা দিয়ে বেশি ক্যারেটের দাম ধার্য করতে না পারে তা নিশ্চিত করতে। এই কারণে গুরুত্বপূর্ণ হলমার্কিং।
হলমার্কিংয়ের আওতায় ২০,২২,২৩,২৪ ক্যারেটের সোনার গয়না, অন্যান্য সামগ্রী আসতে পারে। এছাড়া ১৪ ও ১৮ ক্যারেটের সোনার ক্ষেত্রেও হলমার্কিং ব্যবহার করা যায়। সারাদেশে ৯৪০টি হলমার্ক কেন্দ্র রয়েছে যার মধ্যে ১০০টি রাজ্যের। কেন্দ্র চাইছে, যাতে কোনও ব্যবসায়ী কংক্রিটের সোনা দিয়ে বেশি ক্যারেটের দাম ধার্য করতে না পারে তা নিশ্চিত করতে। এই কারণে গুরুত্বপূর্ণ হলমার্কিং।
advertisement
3/5
অবশ্য কয়েকটি জায়গায় হলমার্কিং থেকে ছাড়ও রয়েছে।
অবশ্য কয়েকটি জায়গায় হলমার্কিং থেকে ছাড়ও রয়েছে।
advertisement
4/5
যেমন দু'গ্রাম সোনার ক্ষেত্রে হলমার্কিংয়ের দায়িত্ব নিতে হবে ব্যবসায়ীকে নিজেকেই। কোনও প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য সোনা ব্যবহার করলে তা হলমার্কিংয়ের প্রয়োজন নেই।
যেমন দু'গ্রাম সোনার ক্ষেত্রে হলমার্কিংয়ের দায়িত্ব নিতে হবে ব্যবসায়ীকে নিজেকেই। কোনও প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য সোনা ব্যবহার করলে তা হলমার্কিংয়ের প্রয়োজন নেই।
advertisement
5/5
কোনও ব্যবসায়ীর বার্ষিক আয় যদি ৪০ লক্ষ টাকা হয় তবে সেই ব্যবসায়ী এই হলমার্কিং নিয়মের আওতায় পড়বেন না। পুরনো গয়না যদি কোন ব্যবসায় কিনতে চান তবে হলমার্কের প্রয়োজন নেই।
কোনও ব্যবসায়ীর বার্ষিক আয় যদি ৪০ লক্ষ টাকা হয় তবে সেই ব্যবসায়ী এই হলমার্কিং নিয়মের আওতায় পড়বেন না। পুরনো গয়না যদি কোন ব্যবসায় কিনতে চান তবে হলমার্কের প্রয়োজন নেই।
advertisement
advertisement
advertisement