এই কাজটি করে নিন এখুনি, না হলে ৩১ ডিসেম্বরের পর বন্ধ হয়ে যেতে পারে আপনার UPI ID

Last Updated:
নতুন বছর থেকে করা যাবে না কোনও লেনদেন ?
1/6
৩১ ডিসেম্বর থেকে অনেকেই তাঁদের UPI ব্যবহার করতে পারবেন না ৷ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) PhonePe ও Google Pay-এর মতো থার্ড পার্টির অ্যাপ ইউপিআই বন্ধ করার নির্দেশ দিয়েছে ৷ তবে সবার ভয় পাওয়ার কিছু নেই ৷ এই নির্দেশ কেবল তাঁদের জন্য প্রযোজ্য যাঁরা গত এক বছরে কোনও লেনদেন করেনি ৷ NPCI জানিয়েছে ইউপিআই বন্ধ করার আগে ব্যবহারকারীদের মেসেজের মধ্যে নোটিফিকেশন পাঠানোর কথা বলা হয়েছে ৷
৩১ ডিসেম্বর থেকে অনেকেই তাঁদের UPI ব্যবহার করতে পারবেন না ৷ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) PhonePe ও Google Pay-এর মতো থার্ড পার্টির অ্যাপ ইউপিআই বন্ধ করার নির্দেশ দিয়েছে ৷ তবে সবার ভয় পাওয়ার কিছু নেই ৷ এই নির্দেশ কেবল তাঁদের জন্য প্রযোজ্য যাঁরা গত এক বছরে কোনও লেনদেন করেনি ৷ NPCI জানিয়েছে ইউপিআই বন্ধ করার আগে ব্যবহারকারীদের মেসেজের মধ্যে নোটিফিকেশন পাঠানোর কথা বলা হয়েছে ৷
advertisement
2/6
NPCI জানিয়েছে এই পদক্ষেপের জেরে ইউপিআই ট্রানজাকশন আরও সুরক্ষিত হতে চলেছে ৷ এই নির্দেশের পর সমস্ত অ্যাপ ও ব্যাঙ্ক যে গ্রাহকরা কোনও লেনদেন করেনি তাঁধের ইউপিআই আইডি এবং তার সঙ্গে যুক্ত মোবাইল নম্বর ভেরিফাই করবে ৷ ১ বছর ধরে এই অ্যাকাউন্টে কোনও ক্রেডিট বা ডেবিট না হয়ে থাকে তাহলে সেই ইউপিআইডি বন্ধ করে দেওয়া হবে ৷
NPCI জানিয়েছে এই পদক্ষেপের জেরে ইউপিআই ট্রানজাকশন আরও সুরক্ষিত হতে চলেছে ৷ এই নির্দেশের পর সমস্ত অ্যাপ ও ব্যাঙ্ক যে গ্রাহকরা কোনও লেনদেন করেনি তাঁধের ইউপিআই আইডি এবং তার সঙ্গে যুক্ত মোবাইল নম্বর ভেরিফাই করবে ৷ ১ বছর ধরে এই অ্যাকাউন্টে কোনও ক্রেডিট বা ডেবিট না হয়ে থাকে তাহলে সেই ইউপিআইডি বন্ধ করে দেওয়া হবে ৷
advertisement
3/6
নতুন বছর থেকে করা যাবে না কোনও লেনদেন-

গত এক বছরে ইউপিআইডি থেকে কোনও লেনদেন না হয়ে থাকলে সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে ৷ আইডি প্রদান করতে বলেছে, যা এক বছর ধরে সক্রিয় করা হয়নি। আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ থেকে এটি বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ কেউ যদি এক বছর ধরে কোনও UPI আইডি দিয়ে লেনদেন না করে থাকেন, তাহলে এটি ৩১ ডিসেম্বর, ২০২৩-এর পর বন্ধ হয়ে যাবে।
নতুন বছর থেকে করা যাবে না কোনও লেনদেন- গত এক বছরে ইউপিআইডি থেকে কোনও লেনদেন না হয়ে থাকলে সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে ৷ আইডি প্রদান করতে বলেছে, যা এক বছর ধরে সক্রিয় করা হয়নি। আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ থেকে এটি বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ কেউ যদি এক বছর ধরে কোনও UPI আইডি দিয়ে লেনদেন না করে থাকেন, তাহলে এটি ৩১ ডিসেম্বর, ২০২৩-এর পর বন্ধ হয়ে যাবে।
advertisement
4/6
NPCI -এটি একটি অলাভজনক সংস্থা, যা ভারতের খুচরো পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেম পরিচালনা করে। অর্থাৎ PhonePe, Google Pay এবং Paytm-এর মতো অ্যাপগুলি তার নির্দেশিকা অনুযায়ী কাজ করে। এছাড়াও কোনও বিবাদের ক্ষেত্রে, NPCI এর মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে।
NPCI -এটি একটি অলাভজনক সংস্থা, যা ভারতের খুচরো পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেম পরিচালনা করে। অর্থাৎ PhonePe, Google Pay এবং Paytm-এর মতো অ্যাপগুলি তার নির্দেশিকা অনুযায়ী কাজ করে। এছাড়াও কোনও বিবাদের ক্ষেত্রে, NPCI এর মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে।
advertisement
5/6
সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, ইউজারদের পুরনো নম্বর একটি নতুন ব্যবহারকারীকে জারি করা হতে পারে। সেই পরিস্থিতিতে জালিয়াতির সম্ভাবনা রয়েছে। এই কারণে পুরনো আইডি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট তার সাম্প্রতিক আদেশে বলেছে যে, টেলিকম প্রদানকারী সংস্থাগুলি বন্ধ থাকা নম্বরগুলি ৯০ দিন পর নিষ্ক্রিয় করতে পারে। এছাড়াও তারা অন্য কাউকে সেই নম্বর ট্রান্সফার করতে পারে।
সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, ইউজারদের পুরনো নম্বর একটি নতুন ব্যবহারকারীকে জারি করা হতে পারে। সেই পরিস্থিতিতে জালিয়াতির সম্ভাবনা রয়েছে। এই কারণে পুরনো আইডি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট তার সাম্প্রতিক আদেশে বলেছে যে, টেলিকম প্রদানকারী সংস্থাগুলি বন্ধ থাকা নম্বরগুলি ৯০ দিন পর নিষ্ক্রিয় করতে পারে। এছাড়াও তারা অন্য কাউকে সেই নম্বর ট্রান্সফার করতে পারে।
advertisement
6/6
কিন্তু, যদি কারও UPI আইডি গত এক বছর ধরে সক্রিয় করা থাকে, অর্থাৎ, কেউ যদি সেই UPI আইডি দিয়ে লেনদেন করেন, তাহলে তাঁদের চিন্তা করার দরকার নেই।
কিন্তু, যদি কারও UPI আইডি গত এক বছর ধরে সক্রিয় করা থাকে, অর্থাৎ, কেউ যদি সেই UPI আইডি দিয়ে লেনদেন করেন, তাহলে তাঁদের চিন্তা করার দরকার নেই।
advertisement
advertisement
advertisement