Union Budget 2024: বাজেটে সোনা-রুপো নিয়ে বড় ঘোষণা !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Union Budget 2024: এবারের বাজেটে দাম কি কমল সোনার ?
advertisement
advertisement
বিঘ্নহর্তা গোল্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মহেন্দ্র লুনিয়া বলেছেন যে, অর্থবর্ষ ২৩-এ ভারতের সোনার আমদানির পরিমাণ ছিল মোট আনুমানিক ২.৮ লক্ষ কোটি টাকা। আর ১৫% আমদানি শুল্ক হারে ইন্ডাস্ট্রির কাস্টম ডিউটি পে-আউট অনুমান করা হয়েছে ৪২০০০ কোটি টাকা। তবে সেই সঙ্গে তিনি এ-ও উল্লেখ করেছেন যে, এই বিষয়ে সর্বশেষ সঠিক তথ্য তাঁর কাছে নেই।
advertisement
তিনি আরও বলেছেন যে, এটি ইন্ডাস্ট্রির জন্য একটি তাৎপর্যপূর্ণ বৃদ্ধি হতে পারে এবং সরকার যদি তার দাবিতে সম্মত হয়, তবে তা অবিলম্বে হলুদ ধাতুর দাম কমিয়ে আনতে পারে। লুনিয়ার বক্তব্য, নিম্নমূল্য গ্রাহকদের চাহিদা বাড়াতে পারে এবং চাহিদা বৃদ্ধির ফলে বিক্রয়ের পরিমাণও বেড়ে যায়। শেষ পর্যন্ত এতে ইমপ্রুভড টপলাইন এবং বটমলাইন পারফরম্যান্সের মাধ্যমে সোনার ব্যবসা করা কোম্পানিগুলি উপকৃত হবে।
advertisement